১৪৪ ধারাঃ রেজভীয়া দরবার শরীফের মাহফিল পণ্ড
কুমিল্লার কোটবাড়ী এলাকায় কওমিপন্থী আহলে সুন্নত জামায়াতের সমর্থকদের বাধার মুখে রেজভীয়া দরবার শরীফের মাহফিল পণ্ড হয়ে গেছে। শুক্রবার বিকালে কুমিল্লা মহানগরীর কোটবাড়ী গর্ভমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
এসময় তাদের হামলায় রেজভীয়া দরবার শরীফের কমপক্ষে ১০ ভক্ত আহত হয়েছেন।
এ ঘটনায় মাহফিল বন্ধ রাখার নির্দেশ দিয়ে মাহফিলস্থলে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
জানা গেছে, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কোটবাড়ী গর্ভমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল মাঠে শুক্রবার বিকাল থেকে রাতব্যাপী রেজভীয়া দরবার শরীফের ভক্তরা বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করে।
মাহফিলে প্রধান অতিথি করা হয় রেজভীয়া দরবার শরীফের পীর সিরাজুল আমিন রেজভীকে।
এ উপলক্ষে কোটবাড়ী এলাকায় বেশ কয়েকটি তোরণ নির্মাণ করা হয়। ব্যানার-ফেস্টুনে সজ্জিত করা হয় সড়কের দু’পাশ।
কিন্তু রেজভীয়া দরবার শরীফের মাহফিল উপলক্ষে ব্যানার-ফেস্টুনে ইসলাম বিরোধী আপত্তিকর স্লোগান লেখা হয়েছে দাবি করে, মাহফিল প্রতিরোধের ঘোষণা দেয় কওমিপন্থী আহলে সুন্নাত জামায়াতের কর্মী-সমর্থকরা।
বিকালে রেজভীয়া দরবার শরীফের একদল ভক্ত পিকআপ, ট্রাক ও লেগুনাযোগে কুমিল্লা শহর থেকে মাহফিলে আসার পথে সিটি কলেজের সামনে কওমিপন্থীদের বাধার মুখে পড়ে।
কওমিপন্থীরা লাঠি-সোটা নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে রেজভীয়া দরবার শরীফের কমপক্ষে ১০ জন সমর্থক আহত হন।
এ সময় কুমিল্লা-কোটবাড়ী সড়কে প্রায় আধা ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে মাহফিল পণ্ড হয়ে যায়।
এ বিষয়ে সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপালী মণ্ডল জানান, মাহফিলকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। এতে মাহফিল বন্ধ রাখার জন্য নির্দেশ দেয়া হয়েছে এবং মাহফিলস্থলে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
সদর দক্ষিণ মডেল থানার ওসি নজরুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন
চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
প্রায় সাড়ে চার বছর পর আগামী ২৯ জুলাই থেকে চালুবিস্তারিত পড়ুন
রায়পুরায় বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
‘আওয়ামী লীগ দেশের উন্নয়নের জন্য কাজ করে, ঘরের ছেলে ঘরেবিস্তারিত পড়ুন