৩০ নভেম্বর আখেরি চাহার সোম্বা
আগামী ২ নভেম্বর, বুধবার থেকে পবিত্র সফর মাস গণনা শুরু হবে। এর ফলে আগামীকাল ১ নভেম্বর, মঙ্গলবার পবিত্র মুহাররম মাস ৩০ দিন পূর্ণ করবে।
আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়য়ের যুগ্ম সচিব মোঃ হাফিজ উদ্দিন সভাপতিত্ব করেন।
সভায় জানানো হয় বাংলাদেশের আকাশে আজ ১৪৩৮ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখা যায় নি। এ কারণে ২ নভেম্বর থেকে সফর মাস গণনা শুরু হবে। সে হিসেবে ৩০ নভেম্বর, বুধবার সারাদেশে পবিত্র আখেরি চাহার সোম্বা উদযাপিত হবে।
আখেরি চাহার সোম্বা শব্দগুলো আরবি ও ফার্সি ভাষায় সংমিশ্রিত। আখেরি অর্থ শেষ। চাহার সোম্বা ফার্সি শব্দ এর অর্থ বুধবার। আখেরি চাহার সোম্বা বলতে সফর মাসের শেষ বুধবারকে বুঝায়। এই দিনটি মুসলমানদের জন্য অত্যন্ত আনন্দের খুশির দিন। এই দিনে হযরত মুহাম্মদ (স.) রোগমুক্তি লাভ করেছিলেন।
সভায় প্রধান তথ্য কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরী, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোহাম্মদ নুরুল ইসলাম, মন্ত্রি পরিষদ বিভাগের যুগ্ম-সচিব মোঃ সাইদুর রহমান, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবদুর রহমান, স্পারসোর সিএসও মোঃ শাহ আলম, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ প্রফেসর সিরাজ উদ্দিন আহমেদ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুহাম্মদ মিজানুর রহমান ও চকবাজার শাহী জামে মসজিদের খতীব মাওলানা শেখ নাঈম রেজওয়ান, লালবাগ শাহী জামে মসজিদের খতিব আবু রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় ১৪৩৮ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে জানানো হয়, আজ সোমবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র সফর মাসের চাঁদ দেখা যায়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ
ঈদের ছুটির পর বুধবার থেকে নতুন অফিস সময়সূচি
পবিত্র ঈদুল আজহার পর সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিতবিস্তারিত পড়ুন
সৌদিতে হজে বিভিন্ন দেশের ৫৫০ হাজির মৃত্যু
সৌদি আরবে এ বছর হজ পালনে গিয়ে কমপক্ষে ৫৫০ জনবিস্তারিত পড়ুন
ঈদে ১ কোটি ৪ লাখ ৮ হাজার ৯১৮ টি গবাদিপশু কোরবানি
এ বছর পবিত্র ঈদুল আজহায় সারাদেশে মোট ১ কোটি ৪বিস্তারিত পড়ুন