মেয়েদের হাতে মরলে জান্নাতে ঠাঁই হবে না!


আইসিস জঙ্গিদের বদ্ধমূল ধারণা, মহিলাদের হাতে নিহত হলে জান্নাতে ঠাঁই হবে না। জাহান্নামই হবে তার জায়গা। সে কারণে, মহিলা দেখলেই এখন ভীত হয়ে ওঠে আইসিস। যত না মৃত্যু ভয়, তার চেয়ে অনেক বেশি ভয় নরকের ।
ইসলামিক জঙ্গি সংগঠনে যারা নাম লেখায়, তাদের মগজধোলাই এ ভাবেই করা হয়, ইসলাম রক্ষার জন্য লড়াই করে প্রাণ দিলে, আল্লার কৃপায় স্বর্গে যাওয়ার পথ সুগম হবে। বিশ্বাসের সেই পথেই এখন বাধা হয়ে দাঁড়িয়েছে কুর্দ সেনার মহিলা বাহিনী, যারা অস্ত্র হাতে সমানে লড়ছে আইসিসের সঙ্গে।
জঙ্গি দলে যারা ভেড়ে, তারা এটা জেনেই যায়, মরতে হবে। মরতে তারা ভয় পায় না। কিন্তু, মহিলাদের সঙ্গে মুখোমুখি লড়াই করে যে, মরতে হতে পারে, এমন ভাবনা তাদের মাথাতে আসেনি আগে। তাই, কুর্দ মহিলায় ভীত, সন্ত্রস্ত আইসিস।
আইসিসের সঙ্গে ময়দানে লড়ে এই সত্যিটা জেনে ফেলেছেন মহিলা জওয়ানরাও, বলছিলেন কুর্দিস মহিলাদের এক মিলিশিয়া কম্যান্ডার।
এই মুহূর্তে ইরাক ও সিরিয়ায় আইসিসের সঙ্গে লড়াই চালাচ্ছে ওয়াইপিজে’র উওমেন’স প্রোটেকশন ইউনিট এবং ওয়াইপিজি’র পিপল’স প্রোটেকশন ইউনিটস, এই দুটো ইউনিটই সাজানো মহিলা যোদ্ধায়।
একটি বিদেশি চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে বেন ওয়েডেমান নামে বছর একুশের ওই কম্যান্ডার বলেন, আইসিস বিদ্রোহীরা মনে করে, ওরা ইসলামের নামে যুদ্ধ করছে। সেই যুদ্ধে কাউকে কুর্দ মহিলা যোদ্ধার হাতে মরতে হবে, এটা ভাবলেই ওরা ভয় পেয়ে যায়। যে কারণে, মহিলা দেখে ওরা ভীত হয়ে পড়ে।
এই সংক্রান্ত আরো সংবাদ


তুকতাক করার অভিযোগে গ্রেফতার মালদ্বীপের নারী মন্ত্রী
মালদ্বীপের নারী মন্ত্রী ফাতিমা শামনাজ আলী সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। তারবিস্তারিত পড়ুন


ওডিশার প্রথম নারী মুসলিম এমএলএ সোফিয়া ফিরদৌস
ভারতের পূর্বাঞ্চলের রাজ্য ওডিশা থেকে প্রথম নারী ও মুসলিম এমএলএবিস্তারিত পড়ুন


গফরগাঁওয়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক শামছুন নাহার
জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৪ এ ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় মাধ্যমিক পর্যায়েবিস্তারিত পড়ুন













