শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

গরুর মাংস ছুঁতে মানা

বাস শ্রমিকদের ধর্মঘটের প্রভাব আর গাবতলী হাটের ইজারাদারদের নয়ছয়ে বাজারে বইছে গরম হাওয়া। ফলে একদিকে বেড়েছে সবজির দাম, আরেকদিকে আকাশচুম্বী মাংসের দাম। এমনটাই জানালেন রাজধানীর খুচরা ও পাইকারি কাঁচাপণ্য বিক্রেতারা।

বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৫০০ টাকা। প্রতি কেজি ব্রয়লার ১৬০ টাকা, লেয়ার ১৮০ টাকা, পাকিস্তানি লাল মুরগি ২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। ছাগলের মাংস বিক্রি হচ্ছে ৭০০ টাকা থেকে ৭২০ টাকা।

এদিকে প্রতি কেজি মূলা ৩০ টাকা, শালগম ৩০-৩৫ টাকা, বেগুন ৬০ টাকা, শিম ৪০-৫০ টাকা, টেমেটো ৫০ টাকা, শশা ৪০-৪৫ টাকা, গাজর ৪০ টাকা, চালকুমড়া ১৫ টাকা, কচুর লতি ৬০ টাকা, প্রতি কেজি পটল ৭০ টাকা, ঢেঁড়স ১০০ টাকা, ঝিঙ্গা ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর চিঁচিঙ্গা ৭০ টাকা, করলা ৫৫-৬০ টাকা, কাকরোল ৫০ টাকা, কচুরমুখি ৬০ টাকা, আলু ২০ টাকা, পেঁপে ১৫ টাকা থেকে ২৫ টাকা, পটল ৬০ ও কাঁচামরিচ ৫০ টাকা থেকে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া প্রতিটি ফুলকপি ৩০ টাকা, বাঁধাকপি ২০-২৫ টাকা, লেবু হালি প্রতি ১৫-২৫ টাকা, আঁটি প্রতি পালং শাক ১৫ টাকা, লালশাক ১৫ টাকা, পুঁইশাক ২০ টাকা এবং লাউশাক ২০ টাকা, প্রতি পিস লাউ ৪০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

তবে মসলার দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি কেজি দেশি মসুর ডাল ১২৫ টাকা, ভারতীয় মসুর ডাল ১০০ টাকা, মুগ ডাল ১২০ টাকা, ভারতীয় মুগ ডাল ৯৫ টাকা, মাসকলাই ১৩০ টাকা, ছোলা ৯০ টাকা, প্রতি কেজি আটা ৩৪ টাকা ও লবণ ৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

প্রতি ৫ লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৫২০ টাকায়। যা দু’সপ্তাহ আগে ছিল ৪৯০ থেকে ৫১০ টাকার মধ্যে।

এদিকে মানভেদে দেশি পেঁয়াজ কেজি প্রতি ২৮ টাকা, ভারতীয় পেঁয়াজ ২২ টাকা, দেশি রসুন ২০০ টাকা, ভারতীয় রসুন ২১০ টাকা এবং চীনা রসুন ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি আদা ১৫০ টাকা, চীনের আদা ৮০ টাকা, ক্যারালা ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বাজারে প্রতি হালি ব্রয়লার মুরগির ডিমের দাম ৩০ টাকা, দেশি মুরগির প্রতি হালি ডিমের দাম ৫০ টাকা, হাঁসের ডিম প্রতি হালি ৪৫ টাকা।

মাছের বাজার ঘুরে দেখা গেছে, দামের উত্তাপ এখন আর নেই। চাষ ও দেশিসহ সব ধরনের মাছের দাম অনেকটা স্থিতিশীল।

বিক্রেতারা জানান, প্রতি কেজি রুই ২০০ থেকে ৩৫০ টাকা, কাতল ২০০ থেকে ৩৫০ টাকা, মলা মাছ ৪০০ থেকে ৪৫০ টাকা, তেলাপিয়া ১৪০ টাকা, ১৮০ পাঙ্গাস প্রতি কেজি ১৩০ থেকে ১৮০ টাকা, টেংরা ৫০০ টাকা, বাইন ৪৫০ থেকে ৫৫০ টাকা এবং শিং মাছ ৫০০ থেকে ৬৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে স্বর্ণা চাল ৪০ টাকা, পারিজা চাল ৪১ টাকা, মিনিকেট ভালো ৫০ থেকে ৫২ টাকা, মিনিকেট নরমাল ৪৮ টাকা, বিআর আটাশ চাল ৪২ থেকে ৪৪ টাকা, নাজিরশাইল চাল ৪৮ থেকে ৫৬ টাকা ও বাসমতি চাল ৫৬ টাকা দরে বিক্রি হচ্ছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পদ্মা ব্যাংক ছেড়ে এনআরবিতে যাচ্ছেন তারেক রিয়াজ

শরীয়াহ ভিত্তিক পরিচালিত এক্সিমের সঙ্গে একীভূত হতে যাওয়া পদ্মা ব্যাংকেরবিস্তারিত পড়ুন

দেশের বাজারে কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। সব থেকে ভালো মানের বাবিস্তারিত পড়ুন

দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কোথায় হবে জানালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথমটির কাজ চলছে।বিস্তারিত পড়ুন

  • যে তথ্য জানা দরকার “টাকার ইতিহাস”
  • ২০১৭ সালে প্রবাসী আয় সাড়ে ১৩ হাজার মিলিয়ন ডলার
  • চারদিনই ঊর্ধ্বমুখী সূচক, আস্থায় ফিরছেন বিনিয়োগকারীগণ
  • আর্গন ডেনিমসের বোনাস ঘোষণা
  • বন্যার্তদের জন্য বিশ্বব্যাংকের ২ হাজার কোটি টাকার প্রস্তাব
  • সোনার দাম বাড়িয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প !!
  • মাত্র ১৫ দিনের ব্যবধানে আবারও দেশের বাজারে বাড়ানো হলো স্বর্ণের দাম
  • বাড়ল সোনার দাম
  • সুইস ব্যাংকে বাংলাদেশীদের খুব বেশি টাকা নেই : অর্থমন্ত্রী
  • অবরুদ্ধ কাতারে বাড়ছে বাংলাদেশি সবজির চাহিদা
  • মোবাইল ব্যাংকিংয়ে দৈনিক ৮৪৪ কোটি টাকা লেনদেন
  • রেমিটেন্স কমে যাওয়ার দুই কারণ দেখছেন অর্থমন্ত্রী