শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

চিকিৎসার অভাবে আদিবাসী সুলিপের মানবেতর জীবন-যাপন


নাজমুল হক নাহিদ, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছীতে চিকিৎসার অভাবে আদিবাসী সুলিপের মানবেতর জীবন যাপন। উপজেলার পাহারপুর ইউপির দ্বারিশন গ্রামের শ্রী ভুন্ডুলার ছেলে শ্রী: সুলিপ কুমার (২৮) সু-চিকিৎসার অভাবে মানবেতর জীবন যাপন করছে। প্রতি নিয়ত তাকে অসহ্য ব্যাথার যন্ত্রনা সহ্য করতে হচ্ছে। ভ‚মিহীন এই ছেলে তার শ্বশুর বাড়ীতে সে পায়না সরকারি সুয়োগ সুবিধা। শশুর বাড়ীতে অবস্থানরত অবস্থায় তার স্ত্রীর উপরে নির্ভর করে ৪ বছরের ফুটফুটে শিশু সন্তান সহ অতীব কষ্টে দিন যাপন করছে।

সুলিপের পরিবার সুত্রে জানা যায়, ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহারের সংস্কার কাজে ২শ টাকা দিন মজুরী কর্মী ছিল সে। দুপুর বেলায় কর্ম বিরতীর সময় জালানি কাঠ কাটতে গাছে ওঠে সে। দূর্ভাগ্যবশত গাছ থেকে পড়ে গিয়ে মেরুদন্ডের হার ও দুই পা ভেঙ্গে যায়। এমন সময়ে সংস্কার কাজে দায়িত্ব প্রাপ্ত ঠিকাদারী প্রতিষ্ঠানের সুপার ভাইজারের তত্ত¡াবধানে জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখান থেকে বগুড়া জিয়া মেডিকেল হাসপাতালে পাঠানো হয় সেখান থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানোর পরামর্শ দেয়। অর্থ অভাবে সেখানেই থেমে যায় সুলিপের পায়ের ভর করে চলা ফিরা। চিকিৎসার টাকা জোগার করতে না পারায় ঢালি কনস্ট্রাকশানের কর্মকর্তার কাছে হাত বাড়ায় সুলিপের স্ত্রী। চিকিৎসা বাবদ দায়িত্ব প্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান ২ দুই হাজার টাকা প্রদান করে। এত অল্প টাকায় চিকিৎসা সম্ভব না হওয়ায় বাড়ী এসে কবিরাজী চিকিৎসা করে সে।

কবিরাজী চিকিৎসায় মেরুদন্ডের হার কিছুটা ব্যাথা কমলেও পা অবোশ হয়ে আছে। সুলিপের স্ত্রী জানায়, কবিরাজ বলেছে তার স্বামী প্যারালাইসিস হয়েছে। সহজ সরল সুলিপের স্ত্রী সেটাই বিশ্বাস করে সংসারের যাবতীয় দায়িত্ব নিজের হাতেই নিয়েছে। সংসার কিভাবে চলবে এমন প্রশ্নের জবাবে সুলিপের স্ত্রী জানায়, স্বামীর বদলে সংস্কার কর্মী হয়ে কাজ করছে সে। প্রতিদিন ২শ টাকা দিন মজুরীতে তার সংসার চলছে। সংস্কার কাজ ও শেষের পথে কাজ শেষ হলে কি করবে এমনটা এখনো ভাবেনি।

এ বিষয়ে ঢালি কনস্ট্রাকশনের দায়িত্ব প্রাপ্ত ইঞ্জিনিয়ার নাজমুল আলম জানান, আমরা তাকে চিকিৎসা বাবদ কিছু টাকা দিয়েছি। আমাদের কাজও শেষের পথে তার স্বামীর পরির্বতে আমরা তাকে কাজে নিয়েছি। তবে সে ব্যক্তিগত কাজে তার পা ভেঙ্গেছে বলে আমরা তার দায়িত্ব নিতে পারবনা। এলাকাবাসীর ধারনা উন্নত চিকিৎসা করা গেলে সে আবার নিজের পায়ে দাড়াতে পারবে। সুলিপরে পরিবার ও এলাকা বাসী বলেন টাকার অভাবে তার চিকিৎসা করা সম্ভব হচ্ছেনা। উদ্ধর্তন কৃতিপক্ষের আশুহস্থেক্ষেপ কামনা করছেন অসহায় পরিবারটি।

এই সংক্রান্ত আরো সংবাদ

নওগাঁয় পুলিশের গুলিতে দুইজন নিহত

নওগাঁর মান্দায় পুলিশের গুলিতে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন।বিস্তারিত পড়ুন

এ দুর্ভোগের শেষ কোথায় ?

নাজমুল হক নাহিদ,আত্রাই (নওগাঁ) থেকে: এ দুর্ভোগের শেষ কোথায়, আরবিস্তারিত পড়ুন

আত্রাইয়ে ৩ গ্রামের মানুষের নদী পারাপারে নৌকায় একমাত্র ভরসা

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) থেকেঃ নওগাঁর আত্রাইয়ে একটি ব্রিজেরবিস্তারিত পড়ুন

  • নওগাঁতে ইবনাথ জেরিন নদীর ট্যালেন্টপুলে বৃত্তি লাভ
  • সাপাহারে গলায় ফাঁস লাগিয়ে গৃহবধুর আত্মহত্যা
  • নওগাঁয় অভাবের তাড়নায় যুবকের আত্মহত্যা
  • নওগাঁ মেলার নামে চলছে জুয়া ও নগ্নতা , প্রশাসনের নিরব ভুমিকা ।
  • নওগাঁর পত্নীতলায় এক মোবাইল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
  • আত্রাইয়ের হাওয়া সাগর দ্বিপেন্দ্রনাথের এখন দুর্বিষহ জীবন
  • বিয়ে ভাঙতে প্রেমিকার বাড়িতে অস্ত্র, কিন্তু পার পেলেন না
  • নওগাঁর রাণীনগরে ভ্যান চালকের পরিত্যাক্ত লাশ উদ্ধার
  • আত্রাইয়ে কাঁঠালের মুচি পঁচা রোগে উদ্বিগ্ন চাষী
  • টমেটো চাষ করে আর্থিকভাবে লাভবান হয়েছেন কৃষক এলাহী সরদার
  • ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, আটক করা হয়েছে-১
  • সাপাহারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন