শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

ময়মনসিংহে অবহেলিত ব্রিজ

ময়মনসিংহে সদর উপজেলার বোররচর ইউনিয়নে ডিগ্রিপাড়া ও চররাঘবপুরে অল্প জায়গার ব্যবধানে এ ধরনের দুটি ব্রিজ করা হয়েছে। সচিবের বাড়ি সংলগ্ন ব্রিজের গোঁড়ায় মাটি নেই। বিষয়টি আশ্চর্য লাগে। মনে হয়, পারাপারের জন্যে নয়- যেন দর্শনার্থীদের দেখার জন্য ব্রিজ করা হয়েছে।

ব্রিজগুলো ব্যবহার উপযোগী করা হলে ডিগ্রিপাড়া, চররাঘবপুর, কুষ্টিয়াপাড়া, কাচারীবাজার, মৃর্ধাপাড়া, বৈঠামারী, রেহাইতারাপুর, মহিষমারী, ডেবুয়ারচর, সেনেরচর, ফুলপুর উপজেলার রামভদ্রপুর, চরবাহাদুরপুরসহ দশ গ্রামের মানুষ শিক্ষা সংস্কৃতি ও চলাচল সুবিধাসহ নানাভাবে উপকৃত হতে পারবে।

বোররচর ইউনিয়নের ডিগ্রিপাড়া ও চররাঘবপুর গ্রামে ব্রহ্মপুত্র নদীর সংযোগস্থলে মাত্র এক কিলোমিটার দূরত্বের ব্যবধানে দুটি ব্রিজ নির্মাণ করা হয়। পরে ২০১৪ সনের ২১ মে তা ময়মনসিংহ সদর উপজেলা চেয়ারম্যান কামরুল ইসলাম ওয়ালিদ উদ্বোধন করেন। উদ্বোধনের পর প্রায় দুই বছর গত হয়ে গেলেও ব্রিজটি ব্যবহার করতে পারেনি জনগণ।

ব্রিজের গোঁড়ায় দু’পাশে মাটি ও সংযোগ সড়ক না থাকায় শুকনা মৌসুমে নিচ দিয়ে আর বর্ষা মৌসুমে নৌকা দিয়ে পারাপার করতে হয়। ব্রহ্মপুত্র থেকে বের হয়ে আসা বিশাল নদীর মাঝে এ ধরনের ছোট্ট ব্রিজ বেমানান হলেও যদি তা ব্যবহার করা যেত, তাহলে ময়মনসিংহ সদর ও ফুলপুর উপজেলার প্রায় দশ গ্রামের মানুষ তাদের শিক্ষা দীক্ষা ও উৎপাদিত পণ্য বাজারজাত করাসহ নানামুখী সুবিধা পেত।

এ বিষয়ে কথা বলতে গেলে বৈঠামারী গ্রামের ডা. মো. শাহ আলী জানান, এই রাস্তায় আজও পর্যন্ত কোন মাটি পড়েনি। ফলে এ ব্রিজ জনগণের কোন কাজে আসছে না।

মৃর্ধাপাড়া গ্রামের আব্দুল আজিজ সরকার বলেন, ব্রিজ না থাকায় আমরা উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাই না। এমনকি আমরা সামাজিকভাবে পিছিয়ে রয়েছি।

বৈঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল পাল জানান, ব্রিজ ও রাস্তাঘাটের অভাবে এলাকাটি শিক্ষার দিক দিয়ে এই এলাকা পিছিয়ে রয়েছে।

বোররচর ইউনিয়নের চেয়ারম্যান মো. শওকদ আলী (বুদু)র নিকট ব্রিজটিতে মাটি ভরাটের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, বরাদ্দ না পাওয়ায় মাটি ভরাট করা যাচ্ছে না।

এলাকাবাসী বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. রইস উদ্দিনের গ্রামের বাড়ি সংলগ্ন ব্রিজের গোঁড়ায় মাটি নেই। দুঃখ আর রাখব কোথায়। জরুরিভিত্তিতে তারা ব্রিজটি ব্যবহার উপযোগী করার দাবি জানান।

এই সংক্রান্ত আরো সংবাদ

ময়মনসিংহের অবৈধ সম্পর্কের পরিণতিতে ভাবী দেবরের বিয়ে !!

অবৈধ সম্পর্কের পরিণতিতে বিয়ে সম্পন্ন হয়েছে। এ ঘটনাটি ঘটেছে শুক্রবারবিস্তারিত পড়ুন

ময়মনসিংহের মুক্তাগাছায় দুপক্ষের সংঘর্ষে নিহত ২

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ময়মনসিংহের মুক্তাগাছায় দুই পক্ষের সংঘর্ষে দুইজনবিস্তারিত পড়ুন

ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ডিবি পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ আশরাফুল আলমবিস্তারিত পড়ুন

  • ময়মনসিংহে লিচু দেয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা
  • গার্মেন্টসকর্মী ধর্ষণের দায়ে দু’জনের যাবজ্জীবন
  • এক কলাগাছে শতাধিক মোচা
  • ময়মনসিংহে ইমামকে কুপিয়েছে মাদ্রাসার ছাত্ররা
  • ময়মনসিংহে আহত ইমামের ঢামেকে অপারেশন চলছে
  • অন্তঃসত্ত্বা কিশোরীকে জোর করে গর্ভপাত, অভিযোগ ইউপি মেম্বারের বিরুদ্ধে
  • ময়মনসিংহে প্রথম মহিলা কামিল মাদ্রাসা
  • ময়মনসিংহে একটি কবরে ধোঁয়া! এলাকায় তোলপাড় ..
  • ব্লেড দিয়ে স্ত্রীকে গলা কেটে হত্যা
  • চলে গেলেন ময়মনসিংহের সবচেয়ে প্রবীণ ব্যক্তি
  • ময়মনসিংহে জঙ্গি সন্দেহে গ্রেপ্তারদের মধ্যে ছাত্রলীগ নেতা
  • সৌদি ফেরা সেই নারীকে ঘরে তুলছেন না স্বামী