শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

ময়মনসিংহে জঙ্গি সন্দেহে গ্রেপ্তারদের মধ্যে ছাত্রলীগ নেতা

ময়মনসিংহ শহরের কালীবাড়ি থেকে গ্রেপ্তার সন্দেহভাজন সাত জঙ্গির মধ্যে একজন ছাত্রলীগ নেতা, যিনি সব সময় এলাকাতেই থাকতেন বলে তার পরিবার দাবি করেছে।

গ্রেপ্তার আল-আমিন ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি।

সোমবার দুপুরে কালীবাড়ি এলাকায় সোহাগ পার্টি সেন্টারের বিপরীতে একতলা একটি বাড়িতে অভিযান চালিয়ে আল-আমিনসহ সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ।

আল-আমিনের বাবা দিঘিরপাড় গ্রামের ইকবাল হোসেন বলেন, “আমার ছেলে কখনোই জঙ্গি হতে পারে না। সে সব সময়ই বাড়িতে অবস্থান করেছে।

“আল-আমিন কখনোই বাড়ি থেকে দূরে কোথাও যায়নি। এমনকি আমার অপরিচিত কোনো লোকের সাথেও তার কোনো যোগাযোগ ছিল না। গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সব অনুষ্ঠানেই সে উপস্থিত ছিল।”

আল-আমিন চার ভাইবোনের মধ্যে সবার বড়।

ইকবাল হোসেন বলেন, তার ছেলেমেয়েরা সবাই স্কুল-কলেজে লেখাপড়া করেছেন। আল-আমিন স্থানীয় মুন্সীরহাট হাইস্কুলে নবম শ্রেণিতে লেখাপড়া করার সময় পৈতৃক সার-বীজের ব্যবসায় সহযোগিতা শুরু করেন। বছর তিনেক আগে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ধোবাউড়া কেন্দ্রে ভর্তিও হয়েছিলেন। ‘ব্যবসায় ব্যস্ততার কারণে’ পরীক্ষা দেননি।

“গত ২৭ মার্চ আল-আমিন বন্ধুর কাছ থেকে মোটরবাইক বিক্রির পাওনা টাকা আনার জন্য ময়মনসিংহে যায়। সেখানে তাকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হয়। আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না।”

তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

ধোবাউড়া থানার ওসি শওকত আলম বলেন, আল-আমিন গ্রামের বাড়িতে বাবার সঙ্গে ব্যবসায় জড়িত এটা নিশ্চিত হওয়া গেছে। বিষয়টি বিস্তারিত তদন্ত করা হচ্ছে।

এদিকে আল-আমিন জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হওয়ার খবরে ধোবাউড়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনে চলছে তোলপাড়।

বাঘবেড় ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ হোসেন মিলন বলেন, আল-আমিন এক বছর ধরে ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করছেন।

“তিনি জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হওয়ায় আমরা শুধু অবাক না, হতবাক হয়েছি। তার পরিবার আওয়ামী লীগ ঘরনার বলে এলাকায় সুপরিচিত। তার চাচা মোফাখকারুল ইসলাম ছিলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক; বর্তমানে যুবলীগকর্মী হিসেবে দায়িত্ব পালন করছেন। তার জেঠাত ভাই জাকির হোসেন রিয়াদ বর্তমান ছাত্রলীগের একই কমিটির সভাপতি।”

আল-আমিন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সব ধরনের সভা-সমাবেশে অংশ নেন বলে জানান এই ছাত্রলীগ নেতা।

তিনি বলেন, “সুষ্ঠু তদন্তের মাধ্যমে জঙ্গি কার্যক্রমের সঙ্গে জড়িত হওয়ার প্রমাণ পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

“আল-আমিনের পরিবার শুধু না, তার আত্মীয়-স্বজন সবাই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সাথে জড়িত। সে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হওয়ায় আমরা বিস্মিত হয়েছি,” বললেন ধোবাউড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক।

এই সংক্রান্ত আরো সংবাদ

ময়মনসিংহের অবৈধ সম্পর্কের পরিণতিতে ভাবী দেবরের বিয়ে !!

অবৈধ সম্পর্কের পরিণতিতে বিয়ে সম্পন্ন হয়েছে। এ ঘটনাটি ঘটেছে শুক্রবারবিস্তারিত পড়ুন

ময়মনসিংহের মুক্তাগাছায় দুপক্ষের সংঘর্ষে নিহত ২

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ময়মনসিংহের মুক্তাগাছায় দুই পক্ষের সংঘর্ষে দুইজনবিস্তারিত পড়ুন

ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ডিবি পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ আশরাফুল আলমবিস্তারিত পড়ুন

  • ময়মনসিংহে লিচু দেয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা
  • গার্মেন্টসকর্মী ধর্ষণের দায়ে দু’জনের যাবজ্জীবন
  • এক কলাগাছে শতাধিক মোচা
  • ময়মনসিংহে ইমামকে কুপিয়েছে মাদ্রাসার ছাত্ররা
  • ময়মনসিংহে আহত ইমামের ঢামেকে অপারেশন চলছে
  • অন্তঃসত্ত্বা কিশোরীকে জোর করে গর্ভপাত, অভিযোগ ইউপি মেম্বারের বিরুদ্ধে
  • ময়মনসিংহে প্রথম মহিলা কামিল মাদ্রাসা
  • ময়মনসিংহে একটি কবরে ধোঁয়া! এলাকায় তোলপাড় ..
  • ব্লেড দিয়ে স্ত্রীকে গলা কেটে হত্যা
  • চলে গেলেন ময়মনসিংহের সবচেয়ে প্রবীণ ব্যক্তি
  • সৌদি ফেরা সেই নারীকে ঘরে তুলছেন না স্বামী