শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

‘রাজধানীকে যানজটমুক্ত করতে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার রাজধানীকে যানজটমুক্ত করতে আরো নতুন সড়ক, সেতু ও ফ্লাইওভার নির্মাণসহ বিভিন্ন বাস্তব পরিকল্পনা গ্রহণ করেছে।
তিনি আজ সংসদে জাসদের বেগম লুৎফা তাহেরের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, রাজধানী ঢাকার প্রায় সকল সড়ক ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশেরন আওতাধীন। তারপরও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ রাজধানীর ঢাকার যানজট নিরসনে ২০০৯ সাল থেকে এ পর্যন্ত বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে এবং বাকি প্রকল্পগুলো চলমান রয়েছে।

তিনি বলেন, বাস্তবায়িত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে শহীদ বুদ্ধিজীবী সেতু (৩য় বুড়িগঙ্গা সেতু), শহীদ আহসান উল্লাহ মাস্টার উড়াল সেতু, সুলতানা কামাল সেতু (২য় শীতলক্ষ্যা সেতু), বনানী রেলক্রসিংয়ে রেলওয়ে ওভারপাস, রাষ্ট্রপতি জিল্লুর রহমান ফ্লাইওভার (মিরপুর-এয়ারপোর্ট ফ্লাইওভার), তুরাগ নদীর উপর নির্মিত বিরুলিয়া সেতু।
ওবায়দুল কাদের বলেন, এছাড়া হাতিরঝিল-রামপুরা সড়ক, জাইগা-আমুলিয়া-ডেমরা মহাসড়ক, শিরনিটেক-গাবতলী মহাসড়ক, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চারলেনে উন্নীতকরণ, যাত্রাবাড়ী-কাঁচপুর মহাসড়ক ৮ লেনে উন্নীতকরণসহ যানজট নিরসনে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।

তিনি বলেন, এছাড়া বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের কাজ শেষ হলে রাজধানীর যানজট প্রায় নিরসন হবে।
স্বতন্ত্র সদস্য মোঃ রুস্তম আলী ফরাজীর এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন মহাসড়ক নেটওয়ার্ক ২ হাজার ১৪৬টি সেতু ও ১ হাজার ৫৫১টি কালভার্ট রয়েছে।

মন্ত্রী বলেন, সওজ অধিদপ্তরের ব্রীজ ম্যানেজমেন্ট উইংয়ের অধীন সেতু নক্সা সার্কেল এবং সেতু নির্মাণ ও রক্ষণাবেক্ষণ সার্কেলের সুদক্ষ টিম সরেজমিনে পরিদর্শন করে সেতুর অবস্থা ও ঝুঁকি বিবেচনা করে মেরামত বা পুনঃনির্মাণের সুপারিশ করে।

তিনি বলেন, এছাড়াও মন্ত্রণালয়ের গঠিত মনিটরিং কমিটির সদস্যগণ মাঠপর্যায়ের বিভিন্ন সেতুর অবস্থা পর্যবেক্ষণ করে এর পুনঃনির্মাণ বা মেরামতের জন্য প্রস্তাব প্রেরণ করে থাকে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, বর্তমানে জাইকার অর্থায়নে ব্রিজ ম্যানেজমেন্ট ক্যাপাটাসিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট নামে নতুন একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ প্রকল্পের অধীন মাঠ পর্যায়ে আধুনিক পদ্ধতি অনুসরণ করে একটি সুদক্ষ সেতু পরিদর্শন ও মূল্যায়ন টিম তৈরি করা হবে।

তিনি বলেন, প্রতিবছর সেতুর হালনাগাদ অবস্থা মূল্যায়ন করে ড্যামেজ ক্যাটাগরির ভিত্তিতে অগ্রাধিকার তালিকা তৈরি করা হবে এবং এর বরাদ্দ অনুযায়ী মেরামত ও পুনঃনির্মাণ কাজ হাতে নেয়া হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

২৪ ঘণ্টা না যেতেই ফের কমলো স্বর্ণের দাম

একদিন না যেতেই আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে জুয়েলারিবিস্তারিত পড়ুন

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের দিকে তাকালে আমাদের লজ্জা হয়: শাহবাজ শরিফ

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের আগে পাকিস্তানের অংশ ছিল বাংলাদেশ। ওইবিস্তারিত পড়ুন

রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট

রাষ্ট্রধর্ম ইসলামকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিট সরাসরি খারিজের রায়বিস্তারিত পড়ুন

  • ২৮ এপ্রিল খুলছে শিক্ষা প্রতিষ্ঠান
  • থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • তিন বিচারপতি আপিল বিভাগে নিয়োগ পেলেন
  • বাংলাদেশের আকাশে দেখা যাচ্ছে গোলাপি চাঁদ
  • মিয়ানমার থেকে দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি
  • বাংলাদেশ-কাতারের মধ্যে ১০ চুক্তি ও সমঝোতা স্মারক সই
  • বেনজীরের বিরুদ্ধে দুদকে ব্যারিস্টার সুমনের অভিযোগ 
  • ট্রেনে কাটা পড়েছে আনু মুহাম্মদের পায়ের সব আঙুল
  • দেশের কৃষক বাঁচার জন্য যা প্রয়োজন সেটাই করবে সরকার: কৃষি মন্ত্রী
  • সারাদেশে ৩ দিনের হিট অ্যালার্ট জারি
  • বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে টানা ৩ দিন
  • লিটার প্রতি ১০ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম