শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

শাকিবকে নিয়ে শুরু হওয়া দ্বন্দ্বের অবসান হওয়া উচিত: এ টি এম শামসুজ্জামান

শাকিব খানকে ঘিরে চলচ্চিত্রের পরিবেশ নদীর একুল আর ওকুলের মত! দ্বিধা-বিভক্ত হয়ে পড়েছে সিনেমা ইন্ডাস্ট্রি। ক্ষণে ক্ষণেই উথাল-পাতাল ঢেউ আছড়ে পড়ছে দু-পাড়েই। অনেকেই তার ভূয়াশী প্রশংসা করছেন। কেউবা আবার তুলোধোনা সমালোচনা করছেন!

আর ঠিক এই সময়েই বর্ষীয়াণ অভিনয়শিল্পী এ টি এম শামসুজ্জামান এশিয়ান টিভির ‘কমন সেন্স’ অনুষ্ঠানে শাকিব এর পক্ষ নিয়ে অনেক কথাই বলেছেন। এখন সিনেমার হট টপিকের একটি হয়ে আছে এ বিষয়টি। অনুষ্ঠানটি ১১ আগস্ট রাত ১০টায় প্রচার হবে। এতে এ টি এম শামসুজ্জামানের সঙ্গে অতিথি হিসেবে থাকবেন জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির।

জনপ্রিয় এ অভিনেতা বলেন,‘আমাদের জনপ্রিয় নায়ক শাকিব যখন কলকাতায় গিয়ে একটা জায়গা দখল করেছে। আর সেজন্য তো তার প্রশংসা করা উচিত। তাকে আলাদা সম্মান দেওয়া উচিত। আজকে শাকিবকে নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে। আমার মনে হয় এ দ্বন্দ্বের অবসান হওয়া উচিত। শাকিবের সঙ্গে একটা বোঝাপড়ায় আসা উচিত। ছেলেটা যখন কলকাতায় এতটা নাম করল, এই জন্য তার প্রশংসা করতেই হবে।’
এদিকে চলচ্চিত্র পরিবার থেকে ঘোষণা দেওয়া হয়েছে শাকিব এর সঙ্গে কাজ করবে না তারা। যতদিন না বিষয়গুলোর সমঝোতা হয়। কেউবা বলেন অবাঞ্চিত শাকিব। কেউ বলেন নিষিদ্ধ। এ বিষয়টিও প্রসঙ্গ হিসেবে আসে অনুষ্ঠানটির আলোচনায়।

সেটিকে প্রসঙ্গ হিসেবে নিয়ে এ অভিনেতা বলেন,‘শাকিবের কথাবার্তা নিয়ে তর্কবিতর্ক করার কোনো দরকার নাই। আমি মনে করি তাকে নিষিদ্ধ করারও কোনো দরকার নাই। আমরা তো চিরকাল স্বপ্ন দেখেছি যে কলকাতায় আমরা অভিনয় করব। এ শখটা আমাদের চিরকাল ছিল। আজকে শাকিব যখন সেই জায়গায় গিয়েছে, যখন একটা জায়গা সে দখল করেছে, আমাদের পরিচালক সমিতি এবং অভিনেতা সবার উচিত শাকিবের প্রশংসা করা।’

প্রসঙ্গত গত ২৩ জুন শাকিব খানের শিল্পী সমিতির সদস্যপদ বাতিল করা হয়। এরপর তাকে এফডিসিতে অবাঞ্ছিত ঘোষণা করে চলচ্চিত্র পরিবার। গত ১৮ জুলাই দেশের চলিচ্চিত্রসংশ্লিষ্টদের ১৬ সংগঠনের একাংশ নিয়ে গঠিত বাংলাদেশ চলচ্চিত্র পরিবার এ সিদ্বান্ত নেয়।

এদিকে শাকিব খান বর্তমানে লম্বা বিরতির পর বিদ্যা সিনহা মিম এর সঙ্গে জুটি বেধে ‘আমি নেতা হব’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছেন। এছাড়াও ‘মামলা হামলা ঝামেলা’ নামে আরেকটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব-মিম। অন্যদিকে শাকিব-বুবলি পঞ্চমবারের মত জুটি হয়ে ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ছবিটিতে অভিনয় করবেন তারা। অন্যদিকে বাংলাদেশ ও ভারতে দর্শকপ্রিয়তা পেয়েছে শাকিব-শুভশ্রী জুটির চলচ্চিত্র ‘নবাব’ এবার মুক্তি পাচ্ছে ফ্রান্স, কানাডা ও মালয়েশিয়া সিনেমা হলে।

এই সংক্রান্ত আরো সংবাদ

এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা

এফডিসিতে সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা করেছে কয়েকজন চলচ্চিত্র শিল্পী। সেখানকারবিস্তারিত পড়ুন

অভিনেতা ওয়ালিউল হক রুমি মারা গেছেন

অভিনেতা অলিউল হক রুমি সোমবার (২২ এপ্রিল) ভোরে রাজধানীর একটিবিস্তারিত পড়ুন

পরীমণিকে আদালতে হাজির হতে সমন

নায়িকা পরীমণির বিরুদ্ধে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলারবিস্তারিত পড়ুন

  • শাকিব ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের জায়গা নেই: বুবলী
  • সিনেমা মুক্তি দিতে হল না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন নায়ক
  • সংগীত শিল্পী খালিদ আর নেই
  • কঠিন রোগে ভুগছেন হিনা খান, চাইলেন ভক্তদের সাহায্য
  • মোহাম্মদপুর কেন্দ্রীয় কবরস্থানে সমাহিত হবেন সাদি মহম্মদ
  • কে কোন ক্যাটাগরিতে জিতলেন অস্কার?
  • রাজকে নিয়ে বিস্ফোরক মন্তব্য পরীমনির
  • মিস ওয়ার্ল্ড-২০২৪ জিতলেন ক্রিস্টিনা পিসকোভা
  • আর অভিনয় করতে পারবেন না সামান্থা!
  • তিশা থেকে জয়া আহসান, কপালে বাঁকা টিপের সেলফির রহস্য কী?
  • অপু বিশ্বাস ও ইমন এবার মির্জাপুরে কসমেটিকসের দোকান উদ্বোধন করলেন
  • জয়া-ফয়সালকে এক সঙ্গে দেখতে চান সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল