শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

নান্দাইল

সৌদি ফেরা সেই নারীকে ঘরে তুলছেন না স্বামী

লোভের বশে দালালের খপ্পরে পড়ে সৌদি আরবে গিয়েছিলেন। গণধর্ষণ ও নির্যাতনের পর ফিরেছেন ময়মনংিহের নান্দাইল উপজেলার একটি গ্রামের সেই গৃহবধূ। দেশে ফিরে তিনি নতুন সংকটে পড়েছেন। তাঁকে আর ঘরে তুলছেন না স্বামী। গতকাল বুধবার সেই নারী কালের কণ্ঠকে এ কথা জানান। তিনি বলেন, তাঁকে মক্কা-মদিনার কাছে একটি কম্পানিতে চাকরি দেওয়ার কথা বলে পাঠানো হয়। সেখানে যাওয়ার পর আব্দুল বারিকের (সৌদি নাগরিক) হাতে তুলে দেওয়া হয়। চারতলার বাসার দ্বিতীয় তলায় তাঁকে নেওয়া হয়। সেখানে মালিকের স্ত্রী, দুই ছেলে ও তাঁর দুই শ্যালক থাকে। যাওয়ার দিন থেকে একটি কক্ষে নিয়ে চলে তাঁর ওপর যৌন নির্যাতন। চিৎকার করলে মালিকের স্ত্রী চাবুক দিয়ে পেটাতেন। কিছুদিন পর বাসার সবাই (মালিক ছাড়া) বাইরে গেলে কৌশলে দেশে স্বামীর সঙ্গে কথা বলে ঘটনার বর্ণনা দেন। এটা জানার পর বেপরোয়া হয়ে ওঠেন মালিক। বাইরে থেকে লোক এনে নির্যাতন চালানো হয়। একপর্যায়ে বাসা থেকে পালিয়ে গিয়ে পুলিশের হাতে ধরা দেন গৃহবধূ। সেখান থেকে এক দালাল তাঁকে ছাড়িয়ে নিয়ে যায়। পরে আরেকজনের কাছে বিক্রি করে দেয়। সেখানেও যৌন নির্যাতন চলে। একপর্যায় গুরুতর অসুস্থ হলে দালালচক্রটি তাঁকে মিথ্যা অপবাদ দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। এরপর ১৯ দিন জেলে থাকতে হয়। সেখান থেকে গত ১১ মার্চ দেশে পাঠানো হয় তাঁকে। বিমানবন্দরে নেমে কাউকে না পেয়ে তিনি নরসিংদী ছেলেদের কাছে গিয়ে পরদিন স্বামীর বাড়ি নান্দাইলে আসেন।

ওই নারী জানান, স্বামীর সংসারে এসে তিনি সবার কাছে ভর্ত্সনার শিকার হয়েছেন। তাঁকে অপমান-অপদস্থ করা হয়। সেই মুহূর্তে চলে যেতে বলে সবাই। পাঁচ বছর বয়সী কন্যার অসুস্থতার কারণে এক সপ্তাহ কোনো মতে ছিলেন। স্বামীর মানসিক নির্যাতনের কারণে থাকা সম্ভব হয়নি। বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য করা হয়। আর যেন এই সংসারে সে না আসে—এই বলে শাসিয়ে দেওয়া হয়। বর্তমানে তিনি নরসিংদীর একটি উপজেলায় ছেলেদের কাছে রয়েছেন। শারীরিক ও মানসিক অসুস্থ এই নারী বলেন, ‘আমি অহন কী করবাম? সন্তানদের মুখের দিকে তাইকাইয়্যা মরতেও পারি না। যারা আমার এ সর্বনাশ করছে, তারার বিচার কেলা করব?’

ওই নারীর স্বামী বলেন, ‘আমাকে না জানিয়ে সৌদি আরব গিয়ে যৌন নির্যাতনের পর ফিরে এসেছে স্ত্রী। এ ঘটনা এলাকার লোকজন জেনেছে। এখন সমাজের ভয়ে তাকে বাড়িতে রাখা সম্ভব না। এ জন্য তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। অন্যথায় এলাকার লোকজন আমাকে সমাজচ্যুত করতে পারে। ’

উল্লেখ্য, তাঁকে নিয়ে গত ১৫ জানুয়ারি কালের কণ্ঠ ‘সৌদি আরব থেকে স্বামীর কাছে ফোন, ওরা নির্যাতন করছে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। এ প্রতিবেদনে উল্লেখ করা হয়, ১৭ বছর আগে বিয়ে হয় তাঁর। দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। তাঁর স্বামী ঢাকায় একটি রড-সিমেন্টের ব্যবসাপ্রতিষ্ঠানে কাজ করতেন। পাঁচ বছর আগে রড বহন করার সময় এক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হয়ে বাড়িতে চলে আসেন। বাঁ কাঁধ ভেঙে গেলে সহায়সম্বল বিক্রি করেও আর সুস্থ হননি। এ অবস্থায় সম্পূর্ণ কর্মহীন হয়ে পড়েন তিনি। সাত সদস্যের পরিবারে চলে অভাব অনটন। কিছুদিন পর স্ত্রী দুই ছেলেকে নিয়ে নরসিংদী চলে যান। সেখানে ছেলেরা রিকশা চালায় আর তিনি একটি সুতার কারখানায় কাজ নেন। গত বছরের নভেম্বরে এলাকার কয়েক নারী জানায়, তারা সৌদি আরব যাবে চাকরি করতে। সেখানে গেলে কোনো টাকাপয়সা লাগবে না। বেতন হবে মাসে ২০ হাজার টাকা। এই কথা বিশ্বাস করে স্বামীকে না জানিয়ে সৌদি আরব যান তিনি। নির্যাতনের কথা স্বামীকে জানিয়ে ফোন করেন।

এ ব্যাপারে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার বলেন, ‘কালের কণ্ঠে খবর প্রকাশের পর ওই নারীকে দেশে ফিরিয়ে আনার জন্য তৎপরতা শুরু হয়। কয়েক দিন আগে সেই নারী ফিরে আসার খবর পেয়েছি। ’

নান্দাইল থানার ওসি আতাউর রহমান বলেন, ‘ওই নারীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাকে এনে মামলা নেওয়া হবে। এরপর কথিত দালাল মো. শাহজাহানসহ চক্রটিকে আইনের আওতায় আনা হবে। ’

এই সংক্রান্ত আরো সংবাদ

ময়মনসিংহের অবৈধ সম্পর্কের পরিণতিতে ভাবী দেবরের বিয়ে !!

অবৈধ সম্পর্কের পরিণতিতে বিয়ে সম্পন্ন হয়েছে। এ ঘটনাটি ঘটেছে শুক্রবারবিস্তারিত পড়ুন

ময়মনসিংহের মুক্তাগাছায় দুপক্ষের সংঘর্ষে নিহত ২

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ময়মনসিংহের মুক্তাগাছায় দুই পক্ষের সংঘর্ষে দুইজনবিস্তারিত পড়ুন

ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ডিবি পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ আশরাফুল আলমবিস্তারিত পড়ুন

  • ময়মনসিংহে লিচু দেয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা
  • গার্মেন্টসকর্মী ধর্ষণের দায়ে দু’জনের যাবজ্জীবন
  • এক কলাগাছে শতাধিক মোচা
  • ময়মনসিংহে ইমামকে কুপিয়েছে মাদ্রাসার ছাত্ররা
  • ময়মনসিংহে আহত ইমামের ঢামেকে অপারেশন চলছে
  • অন্তঃসত্ত্বা কিশোরীকে জোর করে গর্ভপাত, অভিযোগ ইউপি মেম্বারের বিরুদ্ধে
  • ময়মনসিংহে প্রথম মহিলা কামিল মাদ্রাসা
  • ময়মনসিংহে একটি কবরে ধোঁয়া! এলাকায় তোলপাড় ..
  • ব্লেড দিয়ে স্ত্রীকে গলা কেটে হত্যা
  • চলে গেলেন ময়মনসিংহের সবচেয়ে প্রবীণ ব্যক্তি
  • ময়মনসিংহে জঙ্গি সন্দেহে গ্রেপ্তারদের মধ্যে ছাত্রলীগ নেতা