১০ প্রেমিককে একাই সামলিয়েছেন বলিউডের যে নায়িকা
সাবেক বিশ্বসুন্দরী ও বলিউডের অভিনেত্রী বঙ্গললনা সুস্মিতা সেনের রূপে মাতোয়ারা ছিলো গোটা বিশ্বের তরুণ হৃদয়। শুধু তাই নয়, রূপের পাশাপাশি তিনি যথেষ্ট বুদ্ধিমতী, এমনটাও মনে করেন সকলেই যারা সুস্মিতাকে কাছ থেকে চেনেন। এদিকে সুস্মিতা বলিউডের একজন গর্বিত সিঙ্গল মাদার। বিয়ে না করে সন্তান দত্তক নিয়েছেন তিনি। আর এই নিয়ে গর্ব অনুভব করেন, বারবার জানিয়েছেন সে কথা। সুস্মিতাকে এখন আর খুব একটা বলিউড সিনেমায় দেখা যায় না। তবে খবরে তিনি সব সময়ই থাকেন। একের পর এক জনের সুস্মিতা প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বলে খবর পাওয়া যায় বলিউডের অন্দরে কান পাতলেই। তবে সেসব সম্পর্ক একের পর এক কাটিয়েও এসেছেন তিনি। তবে অন্তত ১০জন যুবকের সাথে তিনি সর্ম্পকে জড়ালেও এখন পর্যন্ত কাউকেই বিয়ে করেননি এ অভিনেত্রী। ১। মুম্বাইয়ের জনপ্রিয় নাইট ক্লাব রেড লাইটের মালিক ঋতিকের সঙ্গে সুস্মিতা প্রায় ২ বছর ডেট করেন বলে খবর। পরে অকশ্য তারা আলাদা হয়ে যান। ২। ‘দস্তক’ সিনেমার শুটিংয়ের সময়ে একে অপরের প্রেমে পড়েন সুস্মিতা ও বিক্রম ভাট। খবর রটেছিল, সুস্মিতার জন্য নিজের স্ত্রীকে ছেড়ে বেরিয়ে আসতে চেয়েছিলেন বিক্রম। পরে সুস্মিতা নিজেই সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসেন। ৩। সুস্মিতার চেয়ে বয়সে রণদীপ অনেকটা ছোট। তাতে কী? এরপরও প্রেমের সম্পর্কে মজেছিলেন দুজনে। সুস্মিতার জন্য পাগল হয়ে উঠেছিলেন রণদীপ। যদিও সেই সম্পর্ক স্থায়ী হয়নি। ৪। পাকিস্তানি কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াসিম আকরামের সঙ্গেও নাম জড়িয়েছিল সুস্মিতার। তবে তা আর পরে তেমন একটা আলোচনা ছড়াতে পারেনি। ৫। মুদসসর আজিজ নামে একজনের সঙ্গেও সম্পর্কে জড়ান সুস্মিতা সেন। ৬। ব্যবসায়ী ইমতিয়াজ খাতরির নামও জড়িয়ে যায় সুস্মিতার সঙ্গে। তবে তা খুব কম সময়ের জন্যই স্থায়ী হয়েছিল। ৭। খবর রটে, মানব মেননের সঙ্গে সিরিয়াস সম্পর্কে জড়িয়েছেন সুস্মিতা। তবে সেই সম্পর্কও সুস্মিতার জীবনে স্থায়ী হয়নি। ৮। হোটেল ব্যবসায়ী সঞ্জয়ের সঙ্গেও সম্পর্ক নিয়ে নাম জড়ায় সুস্মিতার। তবে বিয়ের প্রসঙ্গ এলে পিছিয়ে আসেন তিনি। ৯। হটমেইল ডটকমের প্রধান সাবিরের সঙ্গেও নাম জড়ায় সুস্মিতার। শোনা গিয়েছিল, সুস্মিতাকে একটি ১০.৫ ক্যারেটের ডায়মন্ড রিং দিয়েছিলেন সাবির। ১০। বান্টি সচদেবকে ডেটিং করা সুস্মিতার জীবনের বোধ হয় সবচেয়ে খারাপ সময়। কারণ শোনা গিয়েছিল, সুস্মিতা ছাড়াও একই সঙ্গে নেহা ধুপিয়া ও দিয়া মির্জাকে ডেট করছিলেন বান্টি।
এই সংক্রান্ত আরো সংবাদ
ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন
অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন
৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন