সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

অবশেষে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া?

নিরাপত্তার কারণ দেখিয়ে বছরখানিক আগে বাংলাদেশ সফর বাতিল করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। সময়ের সাথে বাংলাদেশের পরিস্থিতি যেমন পাল্টেছে তেমনি পাল্টেছে তাদের ধারণাও। অবশেষে বাংলাদেশ সফরের ব্যাপারে ইতিবাচক সংকেত দিয়েছে দেশটির বোর্ড।

অস্ট্রেলিয়ার দলটি বাংলাদেশ সফরের আসতে পারে আগামী বছরের আগস্টে। তবে এখনও তারিখ নির্ধারিত হয়নি এই সফরের। ব্রিটিশ জনপ্রিয় দৈনিক ডেইলি টেলিগ্রাফ এমনটাই জানিয়েছে। দৈনিকটির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সফরে ক্রিকেট অস্ট্রেলিয়া ইতিবাচক মনোভাব দেখালেও এখনও কোন তারিখ নির্ধারণ হয়নি। তবে আগস্টের শুরুর দিকে বা মাঝামাঝি এ সফর হতে পারে। নিরাপত্তাজনিত কারণে এখনই তারিখ জানানো হচ্ছে না। আগস্টের কাছাকাছি কোনো মাসে তারিখ জানিয়ে দেওয়া হবে।

নিরাপত্তার কারণ দেখিয়ে অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরে না আসলেও ইংল্যান্ড দল কিছুদিন আগেই পূর্ণাঙ্গ সিরিজ খেলে গেছে। আর এই সফরের পরেই ক্রিকেট অস্ট্রেলিয়াও বাংলাদেশের প্রতি তাদের ইতিবাচক মনোভাব দেখিয়েছে। ইংল্যান্ডের ক্রিকেটারদের দেওয়া উচ্চ পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থার কথা দেশি বিদেশি সংবাদ মাধ্যমে প্রশংসা ভরে আলোচনা হওয়ার পরেই মূলত বাংলাদেশ সম্পর্কে মনোভাব পাল্টে যায় ক্রিকেট অস্ট্রেলিয়ার।

এমনকি খোদ ইংল্যান্ড টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুক সামাজিক যোগাযোগ মাধ্যমে, সব দেশকে বাংলাদেশে আসার আহ্বান জানিয়েছেন। এরপরই ‘ভয়’ কাটতে শুরু করে অজিদের। তবে যেসব ক্রিকেটার এই সফরে যেতে চাইবে না তাদের জোর করা হবে না। প্রত্যেককেই নিজের মতামত জানানোর স্বাধীনতা দেওয়া হবে, এমটাই জানিয়েছে পত্রিকাটি।

ক্রিকেট অস্ট্রেলিয়ার হেড অব সিকিউরিটি সিয়ান ক্যারল সম্প্রতি বাংলাদেশে সফর করে গেছেন। ইংল্যান্ড দলকে দেওয়া নিরাপত্তার বিষয়গুলো নিয়ে আলোচনাও করেছেন। তিনি সন্তুষ্ট হয়েই ফিরে গেছেন। কোনো দুর্ঘটনা ছাড়াই ইংল্যান্ড সিরিজ শেষ হওয়ায় ক্রিকেট অস্ট্রেলিয়া বাংলাদেশে সিরিজ খেলার ব্যাপারে চিন্তাভাবনা করছে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার একজন মুখপাত্র বলেছেন, ‘আমরা অতি দ্রুত বাংলাদেশ সফরে যাওয়ার বিষয়ে খুবই আশাবাদী। কিন্তু অবশ্যই আমাদের আগে আমাদের ক্রিকেটের ও কর্মকর্তাদের নিরাপত্তা দেখতে হবে। আমরা বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমরা বাংলাদেশের নিরাপত্তার ব্যাপারটি গভর্নিং বডির নিকট পেশ করেছি। আশা করছি দ্রুতই সফরের ব্যাপারে সিদ্ধান্তে আসা যাবে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

মুস্তাফিজের আইপিএল খেলার ছুটি বাড়িয়েছে বিসিবি

আইপিএলের চলতি আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন কেবল মুস্তাফিজুর রহমান।বিস্তারিত পড়ুন

মুস্তাফিজকে স্বাগত জানাল চেন্নাই সুপার কিংস

আগামী ২২ মার্চ পর্দা উঠছে বিশ্বের জনপ্রিয় ক্রিকেট লিগ ইন্ডিয়ানবিস্তারিত পড়ুন

তানজিদ-রিশাদের তাণ্ডবে সিরিজ জয় বাংলাদেশের

টস জিতে ব্যাট নেওয়া শ্রীলঙ্কা জানিত লিয়ানাগের সেঞ্চুরিতে ভর করবিস্তারিত পড়ুন

  • দুই নারী আম্পায়ারকে নিয়োগ দিচ্ছে বিসিবি
  • মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের নীলা
  • সিরিজ বাঁচার লক্ষ্যে
  • ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান ফুটওয়্যারের ব্যবসায় নামছেন
  • বিপিএল চ্যাম্পিয়ন তামিমের ফরচুন বরিশাল
  • মোস্তাফিজকে ছেড়ে দিল মুম্বাই
  • গেইল ছাড়াই বাংলাদেশে আসছে উইন্ডিজ
  • পাকিস্তানের জালে বাংলাদেশের মেয়েদের ১৭ গোল
  • পুত্র সন্তানের বাবা হলেন ইমরুলও
  • এ বিজয় আমাদের : প্রধানমন্ত্রী
  • পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
  • সপরিবারে এশিয়া কাপে নান্নু, খালি বাসায় চোরদের হানা