শুক্রবার, মে ৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

অভিষেক হলেই চ্যালেঞ্জ ছুড়বে মিরাজ

আজই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করছেন মাশরাফিরা। এই ম্যাচে ওয়ানডে ক্যাপ পেয়ে যেতে পারেন মেহেদি হাসান মিরাজ। যদিও অধিনায়ক গতকাল সিরিজ- পূর্ব সংবাদ সম্মেলনে এ বিষয়ে রহস্য রেখে দিয়েছেন।

সিরিজ- পূর্ব সংবাদ সম্মেলনেই মাশরাফিকে জিজ্ঞেস করা হয়েছিলো মিরাজের অভিষেক বিষয়ে। উত্তরে অধিনায়ক বলেন, ‘এটা তো আসলে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। আমার একার সিদ্ধান্ত এখানে বলার সুযোগ নেই। মিরাজের ওয়ানডে অভিষেক হবে কিনা, সেটা দেখতে তাই কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। ’

মাশরাফি যতোই অপেক্ষা কথা বলেন না কেনো, মিরাজের যে আজ অভিষেক হচ্ছে, সেটা প্রায় নিশ্চিত। শেষ মুহূর্তে দলের সিদ্ধান্ত না বদলালে আজই রঙিন পোশাকে জাতীয় দলের হয়ে খেলতে নেমে যেতে পারেন মেহেদি। হঠাৎ করে তাকে শ্রীলঙ্কা উড়িয়ে নিয়ে নিশ্চয় বসিয়ে রাখা হবে না!

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের দুই ম্যাচ খেলানোর পরই মিরাজকে দেশে ফেরত পাঠানো হয়। দেশে এসে তিনি ইমার্জিং এশিয়া কাপের প্রস্তুতি শুরুর চিন্তা করছিলেন। তার আগে ছোট একটা ছুটি কাটাতে উড়ে গিয়েছিলেন খুলনা, নিজের বাড়িতে।

সেখান থেকেই তাকে জরুরি তলব করা হয় শ্রীলঙ্কা থেকে। ২৪ ঘণ্টার মধ্যে খুলনা থেকে উড়ে শ্রীলঙ্কার ডাম্বুলায় চলে যান মিরাজ। যোগ দেন দলের সঙ্গে। মিরাজকে এমন হঠাৎ করে শ্রীলঙ্কায় ডেকে নিয়ে যাওয়ার মূল কারণ— শ্রীলঙ্কা স্কোয়াডে বাঁহাতি ব্যাটসম্যানদের সম্মেলন। মিরাজ ডানহাতি অফস্পিনার বলে বাঁহাতিদের জন্য তাকে খেলা সব সময়ই চ্যালেঞ্জিং।

এ ব্যাপারটা মাথায় রেখেই মূলত শুভাগত হোম চৌধুরীকে দলে নিয়েছিলো বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। কিন্তু তার যে সাদামাটা পারফর্ম্যান্স, তাতে মনে হয় না এই সিরিজের কোনো ম্যাচে তার জায়গা হবে।

ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা মিরাজ এখন পর্যন্ত মোট টেস্ট খেলেছেন সাতটি। তাতে শিকার মোট ৩৫ উইকেট! টেস্টে অবিশ্বাস্য বোলিং করে অভিষেক সিরিজেই ইংলিশদের হারান মিরাজ। তখনই মূলত তাকে ওয়ানডে দলে নেয়ার কথা শুরু হয়ে যায়।

মিরাজ লিস্ট- এ খেলেছেন ২৭টি। তাতে তার উইকেটও ২৭টি। লিস্ট- এতে বল হাতে তেমন কোনো চমক দেখাতে পারেননি মিরাজ। ওয়ানডেতে তিনি কেমন করবেন, তা নিয়ে একটু সংশয় তাই থাকছেই।

এই সংক্রান্ত আরো সংবাদ

মুস্তাফিজের আইপিএল খেলার ছুটি বাড়িয়েছে বিসিবি

আইপিএলের চলতি আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন কেবল মুস্তাফিজুর রহমান।বিস্তারিত পড়ুন

মুস্তাফিজকে স্বাগত জানাল চেন্নাই সুপার কিংস

আগামী ২২ মার্চ পর্দা উঠছে বিশ্বের জনপ্রিয় ক্রিকেট লিগ ইন্ডিয়ানবিস্তারিত পড়ুন

তানজিদ-রিশাদের তাণ্ডবে সিরিজ জয় বাংলাদেশের

টস জিতে ব্যাট নেওয়া শ্রীলঙ্কা জানিত লিয়ানাগের সেঞ্চুরিতে ভর করবিস্তারিত পড়ুন

  • দুই নারী আম্পায়ারকে নিয়োগ দিচ্ছে বিসিবি
  • মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের নীলা
  • সিরিজ বাঁচার লক্ষ্যে
  • ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান ফুটওয়্যারের ব্যবসায় নামছেন
  • বিপিএল চ্যাম্পিয়ন তামিমের ফরচুন বরিশাল
  • মোস্তাফিজকে ছেড়ে দিল মুম্বাই
  • গেইল ছাড়াই বাংলাদেশে আসছে উইন্ডিজ
  • পাকিস্তানের জালে বাংলাদেশের মেয়েদের ১৭ গোল
  • পুত্র সন্তানের বাবা হলেন ইমরুলও
  • এ বিজয় আমাদের : প্রধানমন্ত্রী
  • পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
  • সপরিবারে এশিয়া কাপে নান্নু, খালি বাসায় চোরদের হানা