সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

উৎসবের আমেজে এফডিসিতে নির্বাচন চলছে

উৎসব মুখর পরিবেশে বিএফডিসিতে চলছে চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন চলছে। শুক্রবার ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচন উপলক্ষে বিএফডিসি মুখরিত। প্রার্থীরা ভোটারদের ঘিরে ধরছেন। ভালোবাসায় জড়িয়ে ধরে এগিয়ে দিচ্ছেন কেন্দ্র পর্যন্ত। সকাল থেকে এখানে রয়েছে কড়া পুলিশ প্রহরা।

আগামী দুই বছর মেয়াদের কমিটির জন্য তিনটি প্যানেল দেওয়া হয়েছে। একটি প্যানেলে পরিচালক সমিতির বর্তমান মহাসচিব মুশফিকুর রহমান গুলজার। তিনি এবার সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মহাসচিব হিসেবে নির্বাচন করছেন পরিচালক বদিউল আলম খোকন।

এছাড়াও আমজাদ-রাজু প্যানেলে যুগ্ম মহাসচিব পদে নির্বাচন করছেন জনপ্রিয় নির্মাতা শাহীন সুমন ও আন্তর্জাতিকবিষয়ক ও সাংস্কৃতিক সম্পাদক পদে লড়ছেন দেবাশীষ বিশ্বাস।

ও সোহানুর রহমান সোহান-রায়হান মুজিব রয়েছেন এক প্যানেলে। অন্য দুই প্যানেলে শাহীন সুমনের প্রতিদ্বন্দ্বী পল্লী মালেক ও মোস্তাফিজুর রহমান বাবু এবং দেবাশীষের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছেন জি সরকার ও শাহীন কবির টুটুল।

আমজাদ হোসেন ও জাকির হোসেন রাজু পরিষদের প্যানেলের আন্তর্জাতিক বিষয়ক ও সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী দেবাশিষ বিশ্বাস জানায়, ‘সকাল থেকেই সুষ্ঠুভাবে নির্বাচন চলছে। আমরা প্রার্থীরা দাঁড়িয়ে ভোটারদের অভ্যার্থনা জানাচ্ছি। আমি আমার জয়ের ব্যাপারে আশাবাদী। কারণ আমি চলচ্চিত্রেরই সন্তান।’

পরিচালক মুশফিকুর রহমান গুলজার ও বদিউল আলম খোকনের প্যানেলের কবীরুল ইসলাম রানা বলেন, ‘আশা করি আমার পুরো প্যানেল বিপুল ভোটে বিজয়ী হবো। নির্বাচনের যে পরিবেশ রয়েছে তাতে আমরা সন্তুষ্ট।’

এফডিসির মহাপরিচালক হারুন উর রশীদের নেতৃত্বে তিন সদস্যের একটি নির্বাচন কমিশন ভোট নিচ্ছেন। এই কমিশনের বাকি দু’জন সদস্য হলেন শফিকুর রহমান ও বি এইচ নিশান।

জানা গেছে, সর্বমোট ৩৬৮ জন পরিচালক নির্বাচন কমিশনের ভোটার তালিকায় থাকলেও এই নির্বাচনে ৩৬০ জন তাদের মূল্যবান ভোট দেবেন। ৩টি প্যানেল থেকে ১৭ জন করে মোট ৫১ জন প্রার্থী এবং ৩ জন স্বতন্ত্র প্রার্থী পরিচালক সমিতির ২০১৭-১৮ সালের দ্বিবার্ষিক নির্বাচনে অংশ নিচ্ছেন। ভোট গ্রহণ শেষ হলে আজ রাতেই ফলাফল ঘোষণা করা হবে।

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির বর্তমান সভাপতি চলচ্চিত্র নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু, সহ-সভাপতি সোহানুর রহমান সোহান, মহাসচিব মুশফিকুর রহমান গুলজার এবং যুগ্ম মহাসচিব এসএ হক অলিক। নির্বাচনের মাধ্যমে এই নেতৃত্ব নতুন কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর করবেন। অন্য প্যানেলে আছেন পরিচালক সোহানুর রহমান সোহান। তিনি সভাপতি এবং তার মহাসচিব পদে প্রার্থী হচ্ছেন পরিচালক রায়হান মুজিব।

এই সংক্রান্ত আরো সংবাদ

এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা

এফডিসিতে সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা করেছে কয়েকজন চলচ্চিত্র শিল্পী। সেখানকারবিস্তারিত পড়ুন

অভিনেতা ওয়ালিউল হক রুমি মারা গেছেন

অভিনেতা অলিউল হক রুমি সোমবার (২২ এপ্রিল) ভোরে রাজধানীর একটিবিস্তারিত পড়ুন

পরীমণিকে আদালতে হাজির হতে সমন

নায়িকা পরীমণির বিরুদ্ধে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলারবিস্তারিত পড়ুন

  • শাকিব ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের জায়গা নেই: বুবলী
  • সিনেমা মুক্তি দিতে হল না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন নায়ক
  • সংগীত শিল্পী খালিদ আর নেই
  • কঠিন রোগে ভুগছেন হিনা খান, চাইলেন ভক্তদের সাহায্য
  • মোহাম্মদপুর কেন্দ্রীয় কবরস্থানে সমাহিত হবেন সাদি মহম্মদ
  • কে কোন ক্যাটাগরিতে জিতলেন অস্কার?
  • রাজকে নিয়ে বিস্ফোরক মন্তব্য পরীমনির
  • মিস ওয়ার্ল্ড-২০২৪ জিতলেন ক্রিস্টিনা পিসকোভা
  • আর অভিনয় করতে পারবেন না সামান্থা!
  • তিশা থেকে জয়া আহসান, কপালে বাঁকা টিপের সেলফির রহস্য কী?
  • অপু বিশ্বাস ও ইমন এবার মির্জাপুরে কসমেটিকসের দোকান উদ্বোধন করলেন
  • জয়া-ফয়সালকে এক সঙ্গে দেখতে চান সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল