ওয়াজ মাহফিলে সরকারবিরোধী বক্তব্য দেওয়ায় মাওলানা আটক
ওয়াজ মাহফিলে সরকারবিরোধী বক্তব্য দেওয়ায় রাজবাড়ীতে মেহেদী হাসান (৩২) নামের এক মাওলানাকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে জেলা শহরের বিনোদপুর এলাকার একটি ওয়াজ মাহফিল থেকে তাকে আটক করা হয়। আটক মেহেদী হাসান বাংলাদেশ ক্বারীয়ানা কোরআন শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান। তিনি যশোরের কোতয়ালী উপজেলার কাশিমপুর ইউনিয়নের ঘোনা গ্রামের মৃত মহসিন আলী মোল্লার ছেলে।
শনিবার দুপুর দেড়টায় রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ মো: আবুল বাশার মিয়া এক প্রেস ব্রিফিংয়ে তাকে আটকের বিষয়টি সাংবাদিকদের জানান।
পুলিশের এই কর্মকর্তা বলেন, শুক্রবার দিবাগত রাতে জেলা শহরের বিনোদপুর লোকোসেড জামে মসজিদ প্রাঙ্গণে ওয়াজ মাহফিলে মাওলানা মেহেদী হাসান সরকারের কর্মকাণ্ড নিয়ে কটুক্তি এবং বিভিন্ন ধরনের উসকানিমূলক বক্তব্য দেন। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হলে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। খবর পেয়ে মাওলানা মেহেদীকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
এ ব্যাপারে জেলা শহরের কাজীবাধা এলাকার বাবুল পাটোয়ারী বাদী হয়ে মাওলানা মেহেদী হাসানসহ অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
দৌলতদিয়া যৌনকর্মীর দায়ের করা মামলায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কারাগারে
দৌলতদিয়া যৌনপল্লির এক যৌনকর্মীর দায়ের করা মামলায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলাবিস্তারিত পড়ুন
রাজবাড়ীতে বাসের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত
রাজবাড়ীর দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ক্যানেলঘাট এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়েবিস্তারিত পড়ুন
রাজবাড়ীতে গলাকাটা লাশ উদ্ধার
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পদ্মার চর থেকে দেলোয়ার হোসেনবিস্তারিত পড়ুন