রবিবার, মে ৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

কে এই ‘জঙ্গি’ আবু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সন্দেহভাজন জঙ্গিদের এক আস্তানা ঘেরাও করে রেখে অভিযানের প্রস্তুতি নিচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

জঙ্গিদের অবস্থানের খবর পেয়ে বুধবার ভোরে উপজেলার শিবনগর-ত্রিমোহনী গ্রামের সাইদুর রহমান ওরফে জেন্টু বিশ্বাসের বাড়িটি ঘিরে ফেলে পুলিশ।

পুলিশ সুপার মুজাহিদুল ইসলাম জানান, ঘেরাও করার পর ভেতর থেকে পুলিশের দিকে গুলি ছোড়া হয়। জবাবে পুলিশও গুলি করেছে। ওই বাড়িতে রফিকুল আলম আবু (৩০) নামে এক জঙ্গি ও তার স্ত্রী-সন্তানসহ চারজন থাকতে পারে বলে আমাদের কাছে প্রাথমিক তথ্য আছে।

তিনি আরও বলেন, মাইকে তাদের আত্মসমর্পণের আহ্বান জানানো হচ্ছে। আশপাশের চারটি বাড়ির লোকজনকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

বাড়িটির আশপাশে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। সেই সঙ্গে গণমাধ্যমকর্মীদেরও নিরাপদ দূরত্বে (২০০ গজ দূরে) থাকতে বলা হয়েছে।

পুলিশ বাড়িটি ঘিরে ফেলার পর সবার মনে প্রশ্ন জাগে, ওই বাড়িতে অবস্থান করা জঙ্গি আবু কে? কী তার পরিচয়? কোথায় ছিলেন কিংবা কোথায় থেকে আসলেন।

এসব বিষয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আবু শিবগঞ্জ উপজেলারই চাচরা গ্রামের দিনমজুর আফসার আলীর ছেলে।

এ বিষয়ে আবুর মা গৃহিণী ফুলছানা বেগম বলেন, আবু প্রায় ৯ বছর আগে বিয়ের পর থেকে একই উপজেলার আব্বাস বাজারে শ্বশুরবাড়িতে থাকতো। মাস তিনেক আগে জেন্টুর ওই বাড়িতে ওঠে। আবুর পেশা বা জীবন-যাপন সম্পর্কে কিছু জানি না আমি।

আবুর মা আরও জানান, শুরুতে আবু চাচরা গ্রামের মাদরাসায় পড়াশোনা করেন। তবে কোন শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন সে বিষয়ে কিছু বলতে পারেননি তিনি।

আবু দুই ভাই ও এক বোনের মধ্যে সবার বড়। বোনের বিয়ে হয়েছে। আর ছোট ভাই আবদুস সবুর রাজমিস্ত্রির কাজ করেন। আবুর আট ও ছয় বছরের দুটি মেয়ে রয়েছে বলেও জানান তার মা।

এই সংক্রান্ত আরো সংবাদ

নবনির্মিত এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা সেনানিবাসে নবনির্মিত আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অববিস্তারিত পড়ুন

আজ আইওএম মহাপরিচালক ঢাকায় আসছেন 

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মহাপরিচালক অ্যামি পোপ আজ রোববারবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী ১০ টাকার টিকিটে চোখ পরীক্ষা করালেন

রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালেবিস্তারিত পড়ুন

  • সন্ধ্যার মধ্যে ঝড়ের আশঙ্কা
  • ইবির শেখ রাসেল হলের নয়া প্রভোস্টের দায়িত্বগ্রহণ
  • পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত
  • অবশেষে রাতে ঢাকায় ঝরছে কাঙ্ক্ষিত বৃষ্টি
  • থাইল্যান্ড সফরে দ্বিপাক্ষিক সম্পর্কে মাইলফলক হয়ে থাকবে : প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন সাড়ে ১১টায় 
  • গ্যাস নিঃসরণ কমাতে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির উদ্যোগ নেয়া হবে
  • দেশের দুই জেলায় ঝড়ের পূর্বাভাস
  • হবিগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে ৫ জন নিহত
  • দলীয় সিদ্ধান্তকে সম্মান জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করে নিলেন পাপ্পা গাজী
  • মে দিবস হচ্ছে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে শপথের দিন : জিএম কাদের
  • উত্তরায় ৮০ কোটি টাকা মূল্যের খাসজমি উদ্ধার