বুধবার, মে ১৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

কোমায় সন্তানের জন্ম, অবশেষে চার মাস পর সন্তানকে দেখতে পেলেন গর্ভধারিনী মা !

আর্জেন্টিনায় গাড়ি দুর্ঘটনার শিকার এক নারী কোমায় থাকা অবস্থায় সন্তান জন্ম দিয়েছেন। সন্তান জন্মের চার মাস পর স্বাভাবিক জীবনে ফিরে আসার পর সন্তানকে দেখতে পেলেন তিনি। ২০১৬ সালের শেষ দিকে অ্যামেলিয়া বান্নান (২৪) নামের ওই নারী পুলিশ সদস্য গাড়ি দুর্ঘটনার শিকার হন। তখন থেকেই তিনি কোমায় ছিলেন। অবশেষে গত বৃহস্পতিবার স্বাভাবিক হন তিনি।

অ্যামেলিয়ার ভাই চেসার জানান, চলতি বছরে এসে চিকিৎসাধীন থাকা অবস্থায় কখনো কখনো তার বোন নড়াচড়া এমনকি বেশ কয়েকবার জেগে ওঠার চেষ্টা করেছেন।

তিনি বলেন, গত বৃহস্পতিবার ক্লিনিকে আমরা তাকে দেখতে যাই। এসময় আমরা শুনতে পাই কেউ একজন হ্যাঁ বলছে। সত্যিই দারুণ একটা অনুভূতি হয়েছিল সেসময়।’

গত বছরের পহেলা নভেম্বরে অ্যামেলিয়া ও তার পুলিশ সহকর্মীরা একটি গাড়ি দুর্ঘটনায় পড়েছিলেন। ওই গাড়িতে অ্যামেলিয়ার স্বামীও ছিলেন। তিনিও একজন পুলিশ সদস্য। দুর্ঘটনায় অ্যামেলিয়া মারাত্মকভাবে আহত হয়েছিলেন।

পোসাদ শহরের একটি হাসপাতালে কোমায় থাকা অবস্থায় তার চিকিৎসা চলতে থাকে। কয়েক ঘণ্টা পর সিজারের মাধ্যমে তার গর্ভের সন্তান বের করে আনেন চিকিৎসকরা। তার পর থেকে অ্যামেলিয়ার বোন নরমা ওই শিশুর দেখাশুনা করতে থাকেন। গত চারমাসে প্রত্যেকদিন তিনি সন্ধ্যা ছয়টায় অ্যামেলিয়ার কাছে বাচ্চাটি নিয়ে আসতেন। তারা ওই বাচ্চার নাম রেখেছেন সান্তিনো।

এভাবে কেটে গেছে প্রায় চারমাস। চার মাসে সান্তিনোও অনেকটা বেড়ে উঠেছেন। বৃহস্পতিবার কোমা থেকে চেতনা ফিরে পাবার পর তিনি সান্তিনোকে তার বোনের ছেলে বলে মনে করেছিলেন। এরপর পরিবারের সদস্যরা তাকে সুসংবাদ দেন, সুন্দর ওই বাচ্চাটি আর কেউ নয়; তারই গর্ভের সন্তান।

এরপর অ্যামেলিয়া তার সঙ্গে ঘটে যাওয়া সেই নির্মম দুর্ঘটনার স্মৃতি মনে করার চেষ্টা করেন। প্রথমে অগোছালোভাবে কথা বললেও পরে তা ঠিক হয়ে গেছে বলে জানিয়েছেন ভাই চেসার।

চিকিৎসকরাও এই ঘটনাকে অলৌকিক ঘটনা বলেই মনে করছেন। মস্তিষ্কের আঘাত নিয়ে কোমায় চলে যাওয়ার পর অ্যামেলিয়া সুস্থ হয়ে ওঠায় তারাও অবাক হয়েছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা

পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন

এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?

এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন

৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন

১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • লজ্জায় লাল হয়ে যায় পাখিও
  • দুই হাতের হৃদয়রেখা মিলে গেলে কি হয় জানেন?
  • ৩২১ থেকে ওজন কমিয়ে ৮৫!
  • রং নম্বরে প্রেম, বাধা হয়ে দাঁড়ায়নি ঝলসে যাওয়া মুখ
  • পানিতে ভেসে উঠলো অলৌকিক হাত!
  • ১৫ বছরে একবার ফোটে ‘মৃত্যুর ফুল’
  • চা বিক্রেতা এখন ৩৯৯ কোটি টাকার মালিক
  • একটি মাছের বিষে মারা যেতে পারে ৩০ জন
  • মোবাইল কিনতে ছয় সপ্তাহের শিশুকে বিক্রি
  • পরকীয়ায় জড়াচ্ছে নারীরা প্রধান যে তিনটি কারণ নেপথ্যে
  • ২৪০০ কেজি খিচুড়ি রান্না হয় যেখানে দৈনিক !
  • পরীক্ষায় ফেল করলেই বিবাহ বিচ্ছেদ