সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

খালেদার অসুস্থতা নাটক: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে ‘আরাম আয়েশে থাকলেও’ মামলার তারিখ পড়লেই অসুস্থ হয়ে পড়েন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, আদালতের তারিখ চলে গেলেই তিনি ‘ভালো’ হয়ে যান।

সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেদ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে সূচনা বক্তব্যে এসব কথা বলেন শেখ হাসিনা।

এ সময় রাজশাহীতে বিএনপির পথসভায় নিজেরা বোমা ফাটিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, এই দলটির সবই নাটক। নিজেরা অপকর্ম করে আওয়ামী লীগের ওপর তারা দোষ চাপায়, বিদেশে প্রচার চালায়।

কারাবন্দি বিএনপি চেয়ারপারসনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া জেলখানায় খায়-দায়-শুয়ে থাকে। আর যেই মামলার তারিখ আসে সে অসুস্থ হয়ে যায়। যখনি আদালত হাজিরার তারিখ পড়ে তখনি অসুস্থ হয়ে যায়।’

গত ৮ ফেব্রুয়ারি পাঁচ বছরের কারাদণ্ড হওয়ার পর থেকে কারাগারে বিএনপি প্রধান। তার দলীয় প্রধান অসুস্থ দাবি করে তাকে বেসরকারি হাসপাতাল ইউনাইটেডে নিয়ে যাওয়ার দাবি করছে তার দল।

এর মধ্যে এপ্রিলে বিএনপির সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে খালেদা জিয়ার তিনজন ব্যক্তিগত চিকিৎসক তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগের কথা বলেন।

একজন চিকিৎসক বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী পক্ষাঘাতগ্রস্ত (প্যারালাইজড) হয়ে যেতে পারেন’। আরেকজন চিকিৎসক বলেন, ‘তিনি অন্ধ হয়ে যেতে পারেন।’ অন্য একজন চিকিৎসক বলেন, ‘তার প্রস্রাব-পায়খানা বন্ধ হয়ে যেতে পারে।’

এরপর জুনের শুরুতে কারাগারে খালেদা জিয়াকে দেখে এসে একই চিকিৎসকরা বলেন, বিএনপি নেত্রীর মাইল্ড স্ট্রোক হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা না হলে তার বড় ধরনের স্ট্রোক হতে পারে।

এরপর বিএনপি আবারও তাদের নেত্রীকে ইউনাইটেডে নিয়ে যাওয়ার দাবি করে। কিন্তু সরকার তাকে গত এপ্রিলের মতোই বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে আসার উদ্যোগ নেয়। কিন্তু সেখানে আসেননি বিএনপি নেত্রী। এরপর সরকার তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। কিন্তু খালেদা জিয়া সেখানে যাননি।

প্রধানমন্ত্রী বলেন, ‘আদালতে হাজিরা এড়াতে খালেদা জিয়া নাটুকেপনা করছেন। নাইকো দুর্নীতি মামলায় এফবিআই (যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা) বসে আছে সাক্ষ্য দেয়ার জন্য। খালেদা জিয়া জানে যে কোর্ট গেলেই ধরা খাবে। তাই আদালতে হাজিরার তারিখ এলেই অসুস্থ হয়ে পড়ে আর হাজিরার তারিখ চলে গেলে আবার ভালো হয়ে যায়।’

কারাগার খালেদা জিয়া সব ধরনের সুবিধা পাচ্ছেন জানিয়ে সরকারপ্রধান বলেন, ‘কোনো কিছুর কমতি নেই খালেদা জিয়ার কারাগারে। যা যা চাচ্ছে তাই পাচ্ছে। এ রকম আয়েশ করতে তো আর কেউ পায়েস খেতে পারে নাই।’

‘সেও (খালেদা জিয়া) তো জেলে রেখেছিল আমাদের সাবেক বিমান বাহিনী প্রধান জামালউদ্দীন সাহেবকে। দুইটা কম্বল দিয়ে ফেলে রেখেছিল। রওশন এরশাদ বা অন্যদের কথা না হয় নাই বললাম। আর উনি আয়েশ করে থাকেন আর কোর্টের তারিখ এলেই অসুস্থ হয়ে যান। তাহলে আমাদের কী করার আছে? এই যে নাটুকেপনা করা হচ্ছে এটাও একটা বিষয়।’

খালেদা জিয়াকে মুক্ত করে দিতে বিএনপির দাবিও নাচক করেন প্রধানমন্ত্রী। বলেন, ‘এতিমের টাকা মেরে জেলে, আমাদের কাছে মুক্তির দাবি করে তো লাভ নই; আমরা তা জীবনেও ছাড়ত পারব না যতক্ষণ না কোর্ট অর্ডার দেবে। আমার বিচার বিভাগ সম্পূর্ণভাবে স্বাধীন।’

‘রাজশাহীতে বিএনপির জনসভায় নিজেরাই বোমা হামলা চালিয়েছে’

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের প্রচার চলাকালে বিএনপির পথসভায় বোমা হামলার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘ভোটের মাঠে জনগণের কাছে সাড়া না পেয়ে ব্লেইম গেইম শুরু করেছে বিএনপি। সবখানে তারা একটা নাটক করে আন্তর্জাতিকভাবে দৃষ্টি আকর্ষণ করতে চায়। এটা তাদের চরিত্র।’

আগামী ৩০ জুলাই রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণকে সামনে রেখে জোর প্রচার চলছে। এর মধ্যে গত ১৭ জুলাই রাজশাহীতে বিএনপির পথসভায় বোমা হামলা হয়। বিএনপি এই ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করলে পরে বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু ও রাজশাহী জেলার সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টুর মধ্যে টেলিফোনালাপ প্রকাশে ঘটনার মোড় ঘুরে যায়।

মন্টু টিপুকে জানান, ভাইয়ার (তারেক রহমান) কাছে ক্রেডিট নিতে তারা নিজেরা এই কাজ করেছেন। এরই মধ্যে মন্টুকে পুলিশ গ্রেপ্তার করেছে আর তিনি দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে রাজশাহীর পুলিশ কমিশনার।

শেখ হাসিনা বলেন, ‘তিন সিটিতে শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচার চলছিল। হঠাৎ রাজশাহীতে বিএনপির মিছিলে ককটেল ফুটল। আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাথে সাথে নির্দেশ দিলাম এই ঘটনায় যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করার জন্য।’

কিন্তু পরবর্তী সময়ে দেখা গেলÑ তাদের (বিএনপি) নিজেদের ভাষায় বেরিয়ে এলো, এটা তারা নিজেরাই করেছে শুধুমাত্র আওয়ামী লীগকে দোষারোপ করার জন্য।’

‘নিজেরাই ঘটনা ঘটিয়ে আমাদের ওপর দোষারোপ করে সেটাকেই আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত নিয়ে যাওয়াÑ এটা তাদের পুরনো অভ্যাস। তারা নিজেরাই বোমা মারে, নিজেরাই গাড়ি ভাঙে এরপর আমাদের ওপর দোষ চাপায়। এই অভ্যাসটা তাদের আছে।’

‘সিলেটে যে ঘটনা তারা ঘটিয়েছে। ইতিহাস ঘাঁটলে দেখা যায়, আগুন দেয়া, বোমা মারা, গ্রেনেড হামলা করা…আমার বদর উদ্দীন আহমেদ কামরান বেঁচে গেছে, তার ক্যাম্পে আগুন লাগিয়েছে। এই কামরানকে মারতে দুই দুইবার তার ওপর হামলা করেছে।’

‘সিলেটে কিবরিয়া (সাবক অথমন্ত্রী) সাহেবকে হত্যা করেছে, এইভাবে সারা বাংলাদেশে তারা আওয়ামী লীগের অগুণতি নেতাকর্মীকে হত্যা করেছে।’

শেখ হাসিনা বলেন, ‘বিএনপি ঠান্ডা মাথায় মানুষ খুন করতে পারে। আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে মানুষ মারতে পারে।’

বিএনপি শাসনামল আওয়ামী লীগের নেতাকর্র্মীদের ওপর অত্যাচার ও নির্যাতনের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘দেখা যায় তারাই হত্যাকা- চালায়, তারাই প্রচার করে, দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে…এই ধরনের নাটক করায় তারা যথেষ্ট পারদর্শী।’

‘আওয়ামী লীগের নেতাকর্মীদের শুধু নয়, এমনকি আমার ছেলেকে পর্যন্তÍ হত্যা করার ষড়যন্ত্র করেছে সেই আমরিকায়। চুরি করে দুর্নীতি করে এতো টাকা কামিয়েছে যে, সেখানে পর্যন্তÍ এফবিআইএয়ের অফিসার পর্যন্তÍ তারা কিনে ফেলেছে। সেখান থেকে ষড়যন্ত্র করেছে জয়কে তুলে নিয়ে মেরে ফেলার। এইরকম একের পর এক ঘটনা তারা ঘটাচ্ছেই।’

‘যত রকম অপকর্ম আছে তারা করে দেশটাকে পিছিয়ে রেখেছিল। আমরা ক্ষমতায় আসার পর বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের উন্নয়ন তাদের ভালো লাগে না, খারাপ লাগে। বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, বিশ্বব্যাপী সম্মান পাচ্ছে, তখন তাদের অন্তর্জ্বালা শুরু হয়েছে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।বিস্তারিত পড়ুন

বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির অনুমতি দিল ভারত

বাংলাদেশসহ মধ্যপ্রাচ্য ও এশিয়ার ছয়টি দেশ- সংযুক্ত আরব আমিরাত, ভুটান,বিস্তারিত পড়ুন

অবশেষে নামলো স্বস্তির বৃষ্টি

গ্রীষ্মের তীব্র তাপপ্রবাহের যখন পুড়ছে পুরো দেশ তখন উত্তরপূর্বাঞ্চলের জেলাবিস্তারিত পড়ুন

  • ২৪ ঘণ্টা না যেতেই ফের কমলো স্বর্ণের দাম
  • বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের দিকে তাকালে আমাদের লজ্জা হয়: শাহবাজ শরিফ
  • রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট
  • ২৮ এপ্রিল খুলছে শিক্ষা প্রতিষ্ঠান
  • থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • তিন বিচারপতি আপিল বিভাগে নিয়োগ পেলেন
  • বাংলাদেশের আকাশে দেখা যাচ্ছে গোলাপি চাঁদ
  • মিয়ানমার থেকে দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি
  • বাংলাদেশ-কাতারের মধ্যে ১০ চুক্তি ও সমঝোতা স্মারক সই
  • বেনজীরের বিরুদ্ধে দুদকে ব্যারিস্টার সুমনের অভিযোগ 
  • ট্রেনে কাটা পড়েছে আনু মুহাম্মদের পায়ের সব আঙুল
  • দেশের কৃষক বাঁচার জন্য যা প্রয়োজন সেটাই করবে সরকার: কৃষি মন্ত্রী