সোমবার, মে ২০, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

খুলনার সেই এমপিকে ডেকে সতর্ক করলেন ওবায়দুল কাদের

প্রতিবেশীকে বাড়ি থেকে উৎখাত করার চেষ্টায় কয়েক ফুট দেয়াল তুলে বাড়িতে আসা যাওয়ার রাস্তা বন্ধ করে দেয়ার ঘটনায় খুলনার পাইকগাছার সংসদ সদস্য নুরুল হককে ডেকে সতর্ক করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভবিষ্যতে যেন এমন কোনো ঘটনা না ঘটে সে জন্য তাকে সতর্ক করে দেয়া হয়েছে।

বুধবার সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংসদ সদস্যকে এই সতর্কতা দেন ওবায়দুল কাদের। এ সময় ভুক্তভোগী আওয়ামী লীগের কর্মী মোহাম্মদ আজিজ এবং তার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

দুই পক্ষের মধ্যে সমঝোতাও করিয়ে দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। দুই পক্ষই বলেন, তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল এবং সেটি কেটে গেছে।

সংসদ সদস্য নুরুল হক এবং মোহাম্মদ আজিজের বাড়ি পাশাপাশি। সম্প্রতি আজিজের বাড়ির সামনে বড় একটি দেয়াল তৈরি করেন সংসদ সদস্য। এর পর থেকে আজিজের পরিবারের সদস্যদের মই দিয়ে দেয়ালের ওপর দিয়ে অথবা মাটি খুঁড়ে দেয়ালের নিচ দিয়ে চলাচল করতে হতো। এ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলা একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে বলা হয়, আজিজের পরিবারকে বাড়ি থেকে উৎখাত চেষ্টার অংশ হিসেবেই কয়েক ফুট উঁচু দেয়াল তুলে তাদের বাড়িতে আসা-যাওয়ার রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে।

বিবিসিতে এই সংবাদ প্রকাশের পর বাংলাদেশের বেশ কিছু গণমাধ্যম এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। আর গত রবিবার ওবায়দুল কাদের সংসদ সদস্যকে ডেকে পাঠান।

ধানমন্ডিতে দলের সাধারণ সম্পাদকের উপস্থিতিতে দলীয় কর্মী মোহাম্মদ আজিজের সঙ্গে বৈঠক শেষে সংসদ সদস্য নূরুল হক সাংবাদিকদেরকে বলেন, ‘আসলে বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। আমি এলাকায় গিয়ে বিষয়টি নিয়ে প্রয়োজনে জনসাধারনের সঙ্গে কথা বলবো।’

বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী বলেন, ‘খুলনা-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. নূরুল হককে আজ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ডেকে নিয়ে বলেছেন। ভবিষ্যতে যেন এমনটি না ঘটে সে বিষয়ে তিনি সতর্ক করে দিয়েছেন। ভুক্তভোগী পরিবারটিও এ সময় উপস্থিত ছিলেন। দুই পক্ষই আজকের এই ফয়সালা মেনে নিয়েছেন।’

এই সংক্রান্ত আরো সংবাদ

সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ, ৩ কেএনএফ সদস্য নিহত

বান্দরবানের রুমায় বন্দুকযুদ্ধে সেনাবাহিনীর সঙ্গে তিনজন কেএনএফের সদস্য নিহত হয়েছেন।বিস্তারিত পড়ুন

চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৫

কুমিল্লার চৌদ্দগ্রামে রিলাক্স পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশেরবিস্তারিত পড়ুন

৪ হাজার কোটির খুলনা-মোংলা রেলপথ প্রস্তুত 

ট্রেন চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত খুলনা থেকে মোংলা পর্যন্ত নতুনবিস্তারিত পড়ুন

  • উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে শোকজ শুরু করেছে বিএনপি
  • ময়মনসিংহের এমপি শান্ত দলীয় বিরোধে পদত্যাগের ঘোষণা 
  • লক্ষ্মীপুর জেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু
  • কাউন্সিলর ও তার ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ 
  • মোহাম্মদপুরের গজনবী রোডে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশ
  • কামরাঙ্গীরচরে বিষপান করে পগৃহবধূর আত্মহত্যা
  • বানিয়াচং উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে, ৩ জনে মৃত্যু
  • সাতক্ষীরা জেলায় আম সংগ্রহ উদ্বোধন
  • ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ শুরু
  • ভোটার উপস্থিতি সন্তোষজনক, নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে : ওবায়দুল কাদের
  • পাটগ্রাম সীমান্তে ভারতীয় নাগরিক আটক
  • মোহাম্মদপুরে ৬০ কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার