শুক্রবার, মে ১৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

ছোলা এখন ব্যবসায়ীদের কাছে সোনা

পুরান ঢাকার রহমতগঞ্জের ব্যবসায়ীরা নাকি কারওয়ান বাজারের পাইকারি বিক্রেতারা? দাম বাড়াচ্ছেন কারা? রোজার আর মাত্র কয়েকদিন বাকি। এরই মধ্যে সুযোগ বুঝে দ্বিতীয় ধাপে বাড়িয়ে দেওয়া হয়েছে ছোলার দাম। এই সময়ের সব থেকে বেশি প্রয়োজনীয় এই ভোগ্য পণ্যটি পাইকারিতেই বিক্রি হচ্ছে ২০ টাকা বেশি দামে।

যার দ্বিগুণ প্রভাব পড়ছে খুচরা বাজারে। প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা পর্যন্ত। এমনকি আরো বৃদ্ধির আশঙ্কাও করা হচ্ছে। এই পরিস্থিতিতে একে-অপরকে দোষারোপ করেই সারা হচ্ছে দায়। সারা দেশে ‘টিসিবি’র কম মূল্যে উন্মুক্ত বিক্রয় সেবাও লাগাম টানতে পারেনি ঊর্ধ্বমুখী ছোলার বাজারের।

পুরান ঢাকার রহমতগঞ্জ হয়েই রাজধানীর আড়তগুলোতে ভোগ্য পন্য ছড়িয়ে পড়ে। এর মধ্যে অন্যতম পাইকারি আড়ত রাজধানীর কারওয়ান বাজার। সেখানে ছোলা ও ডালের পাইকারি দোকান বি-বাড়ীয়া জেনারেল স্টোরের বিক্রেতা ‘হালিম জমাদার’র সাথে ‘বিডি টুয়েন্টিফোর লাইভ’ প্রতিবেদকের কথা হয়। পাইকারি বিক্রেতাদের বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে তিনি বলেন, “কিছু হইলেই খালি আমাঘো দোষ! আমাগোর উপরে নিচেও তো অনেক আছে। তাঁদের কথা তো আপনারা বলেন না”।

তবে চাহিদার বিপরীতে জোগান স্বল্পতাকেই দাম বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে দাবি করছে পাইকারি বিক্রেতাদের অনেকে। ব্যস্ত এই পাইকারি বাজারটি ঘুরে দেখা যায় খুচরা বিক্রতাদের ব্যাপক হাক ডাক। তবে দাম বাড়ার এই খেলায় নিষ্পেষিত হচ্ছে সাধারণ মানুষ। কষ্টার্জিত অর্থের এই অনিষ্টে ক্ষুব্দ তাঁরা।

এমনই একজন ইশতিয়াক রাহমান। রাজধানীর কারওয়ান বাজার এলাকাতেই একটি কোম্পানিতে চাকরি করেন। বেহিসেবি দাম বৃদ্ধির যন্ত্রণায় রোজার বাজার করতে পাইকারি বাজারেই চলে এসেছেন তিনি। সেখানে এসেও চিন্তার ভাঁজ কপালে। দাম বেড়েছে এখানেও।

তিনি বলেন, “যন্ত্রণার শেষ নেই, একটা উপলক্ষ পেলেই হুহু করে দাম বাড়তে শুরু করে। সেখানে ছোলাকে তো এখন ব্যবসায়ীরা সোনা মনে করছে। মাজখান থেকে আমরা সাধারণরা মরছি”।

মধ্যসত্তভোগী ও পাল্টাপাল্টি অভিযোগের দোলাচলে লাগামহীন ছোলার বাজার এখন সাধারণ মানুষের কপালের কুনে ভাজেরই জন্ম দিচ্ছে না বরং অস্থিতিশীল করছে পুরো বাজার ব্যাবস্থাকে।

নিয়মিত এই দাম বৃদ্ধির বিষয়ে ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সদস্য সচিব ‘আনোয়ার পারভেজ’ বিডি টুয়েন্টিফোর লাইভ কে বলেন, ‘এটি অনৈতিক। এখানে সরকারের একটি সুষ্ঠু মনিটরিং ব্যবস্থা থাকা প্রয়োজন। শুধুমাত্র শাস্তি দিয়েই কোন অপরাধ ঠেকানো যায় না। ভোক্তা অধিকার রক্ষায় সরকারকেই দৃঢ় পদক্ষেপ নিতে হবে, এর কোন বিকল্প নেই”।

উল্লেখ, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) উন্মুক্ত বাজারে প্রতি কেজি ছোলা বিক্রি করছে ৭০ টাকা করে। রমজান উপলক্ষে সারা দেশে ১৭৪ টি এবং রাজধানীতে ২৫ টি পয়েন্টে মানুষের নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সরকার নির্ধারিত কম মূল্যে কিক্রি করছে ‘টিসিবি’।

এই সংক্রান্ত আরো সংবাদ

দাম বাড়ছেই ডিমের

আবারও অস্থির হয়ে ওঠেছে দেশের ডিমের বাজার। প্রতি সপ্তাহেই বাড়ছেবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তনবিস্তারিত পড়ুন

নিরাপদে যুক্তরাষ্ট্রে পৌঁছালো বাংলাদেশ দল

টি-টোয়েন্টি বিশ্বকাপে যোগ দিতে যুক্তরাষ্ট্রে পৌঁছাছে বাংলাদেশ ক্রিকেট দল। টাইগারদেরবিস্তারিত পড়ুন

  • নীতি সহায়তা যুক্ত হচ্ছে রফতানিতে
  • ৪ হাজার কোটির খুলনা-মোংলা রেলপথ প্রস্তুত 
  • বাকৃবি গবেষকের সাফল্য এই প্রথম সুস্বাদু দেশীয় শিং মাছের জিনোম সিকুয়েন্স উদ্ভাবন
  • এক ভিসায় ভ্রমণ করা যাবে উপসাগরীয় ছয় দেশ
  • আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা
  • কমরেড রনো চির জাগরূক থাকবেন
  • উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে শোকজ শুরু করেছে বিএনপি
  • সমাজ পরিবর্তনে পোশাক শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে : বস্ত্র ও পাট মন্ত্রী
  • জাতির পিতার স্মৃতি বিজড়িত প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী
  • ফুড সিস্টেম ড্যাশবোর্ড নীতিমালা প্রণয়ন ও গবেষণা কার্যক্রমকে সহজ করবে : খাদ্য সচিব
  • দিনাজপুর শিক্ষা বোর্ডে বেড়েছে পাসের হার ও জিপিএ-৫
  • ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৮৫ শতাংশ, এগিয়ে মেয়েরা