রবিবার, এপ্রিল ২৮, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

ডাম্বুলায় মাশরাফির নতুন চ্যালেঞ্জ

গল, কলম্বোর পর এবার টাইগারদের লড়াইয়ের মঞ্চ ডাম্বুলা। মজার ব্যাপার হলো, বাংলাদেশ দল যে বছর টেস্ট মর্যাদা পেল সে বছরই শ্রীলঙ্কায় প্রতিষ্ঠিত হয়েছে স্টেডিয়ামটি। বোঝাই যাচ্ছে কতটা পুরনো। দীর্ঘ দেড় যুগ ধরে লঙ্কান ক্রিকেটের অসংখ্য স্মৃতি-দুঃস্মৃতি বুকে ধারণ করে আছে ডাম্বুলা।

প্রতিষ্ঠিত হওয়ার পর এখন পর্যন্ত ৪৮টি ওয়ানডে আর ৪টি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হলো। যার মধ্যে বাংলাদেশের নাম আছে তিন বার। ২০১০ সালে এশিয়া কাপে শ্রীলঙ্কা, ভারত এবং পাকিস্তানের বিপক্ষে এই মাঠেই খেলেছিল বাংলাদেশ। অবশ্য তিন ম্যাচই পরাজিত হয়েছে সাকিব-তামিমরা।

২৫ মার্চ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে এই রানগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে উপল থারাঙ্গাদের মোকাবেলা করবে মাশরাফি বাহিনী। অধিনায়ক হিসেবে ম্যাশের জন্য এটি একেবারে নতুন মঞ্চ। আগের তিন ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন সাকিব আল হাসান।

কাপ্তান মাশরাফির নতুন মঞ্চটা রঙাতে চান টাইগাররা। এনিয়ে ওপেনার সৌম্য সরকার বলেন, ‘চেষ্টা থাকবে ওয়ানডে ম্যাচেও টেস্টের ধারাবাহিকতা ধরে রাখতে। টেস্টে বড় ইনিংস খেলা হয়নি। ওয়ানডেতে তেমন সুযোগ আসলে ইনিংস বড় করার চেষ্টা করব।’

বাংলাদেশের লক্ষ্য সিরিজ জয়, সম্ভব হলে ৩-০ ব্যবধানে জিততে চায় টাইগাররা। এমন আশাবাদ ব্যক্ত করলেন সৌম্য। ‘আমাদের প্রথম লক্ষ্য থাকবে সিরিজ জেতা। আমরা স্বাভাবিক খেলা খেলতে পারলে ফলাফল আমাদের পক্ষেই আসবে। আশা আছে, তিনটি ম্যাচই জিতে নিতে।’

এদিকে মূল লড়াইয়ে নামার আগে আজ শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে মাশরাফিরা। কলম্বো ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে বাংলাদেশ সময় সকাল ১০.৩০টায় ম্যাচটি শুরু হবে। মাশরাফি বিন মুর্তজা নেতৃত্বে বাংলাদেশ আর মিলিন্দা শ্রীবর্ধনের অধিনায়কত্বে মাঠে নামবে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশ।

প্রস্তুতি ম্যাচে থাকবেন না সাকিব আল হাসান, তামিম ইকবাল, মোস্তাফিজুর রহমান এবং শুভাশিস রায়কে। তবে ওয়ানডে স্কোয়াডে না থাকলেও প্রস্তুতিতে দেখা যাবে আবুল হাসান রাজু এবং মোহাম্মদ সাইফ উদ্দিনকে।

প্রসঙ্গত, ২৫ মার্চ প্রথম ওয়ানডের পর ২৮ মার্চ হবে দ্বিতীয় ওয়ানডে। আর ১ এপ্রিল অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ।

বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড:

তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, সাব্বির রহমান রুম্মন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মর্তুজা, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, শুভাশীস রায়, সানজামুল ইসলাম, শুভাগত হোম চৌধুরী ও নুরুল হাসান সোহান।

এই সংক্রান্ত আরো সংবাদ

মুস্তাফিজের আইপিএল খেলার ছুটি বাড়িয়েছে বিসিবি

আইপিএলের চলতি আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন কেবল মুস্তাফিজুর রহমান।বিস্তারিত পড়ুন

মুস্তাফিজকে স্বাগত জানাল চেন্নাই সুপার কিংস

আগামী ২২ মার্চ পর্দা উঠছে বিশ্বের জনপ্রিয় ক্রিকেট লিগ ইন্ডিয়ানবিস্তারিত পড়ুন

তানজিদ-রিশাদের তাণ্ডবে সিরিজ জয় বাংলাদেশের

টস জিতে ব্যাট নেওয়া শ্রীলঙ্কা জানিত লিয়ানাগের সেঞ্চুরিতে ভর করবিস্তারিত পড়ুন

  • দুই নারী আম্পায়ারকে নিয়োগ দিচ্ছে বিসিবি
  • মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের নীলা
  • সিরিজ বাঁচার লক্ষ্যে
  • ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান ফুটওয়্যারের ব্যবসায় নামছেন
  • বিপিএল চ্যাম্পিয়ন তামিমের ফরচুন বরিশাল
  • মোস্তাফিজকে ছেড়ে দিল মুম্বাই
  • গেইল ছাড়াই বাংলাদেশে আসছে উইন্ডিজ
  • পাকিস্তানের জালে বাংলাদেশের মেয়েদের ১৭ গোল
  • পুত্র সন্তানের বাবা হলেন ইমরুলও
  • এ বিজয় আমাদের : প্রধানমন্ত্রী
  • পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
  • সপরিবারে এশিয়া কাপে নান্নু, খালি বাসায় চোরদের হানা