রবিবার, মে ৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

ঢাকা থেকে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাবে। দুপুরে ঘটনাস্থলে যাবে…

সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা আতিয়া মহলে সেনা অভিযান সমাপ্ত ঘোষণার পরও বিস্ফোরক খুঁজছে পুলিশ। এলাকাটিতে পঞ্চম দিনের মতো জারি রয়েছে ১৪৪ ধারা।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বিষয়টি জানিয়েছেন।

ওসি জানান, ঢাকা থেকে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাবে। দুপুরে ঘটনাস্থলে যাবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আলামত সংগ্রহকারী দল।

পুলিশের এই কর্মকর্তা আরো জানান, শিববাড়ি এলাকায় এখনো গ্যাস সংযোগ দেওয়া হয়নি, তবে বিদ্যুৎ রয়েছে। আতিয়া মহলে বিস্ফোরক থাকতে পারে ধারণা করে মানুষের যাতায়াত বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে আরো সময় লাগবে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সেনাবাহিনীর অভিযান ‘অপারেশন টোয়াইলাইট’-এর সমাপ্তি ঘোষণা করা হয়। একই সঙ্গে আতিয়া মহলের দায়িত্ব হস্তান্তর করা হয় পুলিশের কাছে।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেটের জালালাবাদ সেনানিবাসে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান অভিযানের মুখপাত্র সেনা গোয়েন্দা পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান।

সেনাবাহিনীর এই কর্মকর্তা বলেন, অভিযান শেষ হলেও ভবনটিতে আরো বিস্ফোরক থাকার আশঙ্কা আছে। এ কারণে এই ভবন ও আশপাশের এলাকাগুলো এখনো ঝুঁকিপূর্ণ।

অভিযানের পর শিববাড়ি এলাকার পরিস্থিতি জানতে চাইলে স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ রাজু বলেন, উদ্বেগ-উৎকণ্ঠার মধ্য দিয়ে তাঁদের সময় কাটছে। এর মধ্যে গ্যাস না থাকায় পরিবার নিয়ে বেশি দুর্ভোগে পড়েছেন।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার জেদান আল মুসা জানান, আতিয়া মহলের ভেতর থাকা আত্মঘাতী বিস্ফোরকসংবলিত পোশাক পরা লাশ দুটি বিস্ফোরণে বিচ্ছিন্ন হয়ে গেছে। সিআইডি আলামত সংগ্রহের পর অংশবিশেষ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। সেখানে লাশগুলোর ডিএনএ পরীক্ষাও করা হবে।

অভিযানের সারসংক্ষেপ : জঙ্গি আস্তানা সন্দেহে গত বৃহস্পতিবার দিবাগত রাতে আতিয়া মহল ঘেরাও করে পুলিশ। সকালে বাড়ি থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর পর সেই অভিযানে পুলিশের সঙ্গে যোগ দেয় বিশেষায়িত বাহিনী সোয়াট, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নসহ (র‍্যাব) আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শনিবার সকাল থেকে বাড়িটিতে অভিযানের দায়িত্ব নেয় সেনাবাহিনীর প্যারা-কমান্ডোরা। মঙ্গলবার সন্ধ্যায় অভিযান সমাপ্ত ঘোষণা করে আতিয়া মহলের দায়িত্ব পুলিশের কাছে দেওয়া হয়।

অভিযানে বাড়ি থেকে ৭৮ বাসিন্দাকে উদ্ধার করা হয়। এতে চার জঙ্গি নিহত হয়। আর বাড়ির বাইরে বিস্ফোরণে পুলিশের দুই সদস্যসহ ছয়জন নিহত হন। গুরুতর আহত হন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) দুই সদস্য।

এই সংক্রান্ত আরো সংবাদ

প্রধানমন্ত্রী ১০ টাকার টিকিটে চোখ পরীক্ষা করালেন

রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালেবিস্তারিত পড়ুন

সন্ধ্যার মধ্যে ঝড়ের আশঙ্কা

আবহাওয়া অফিস কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগেবিস্তারিত পড়ুন

ইবির শেখ রাসেল হলের নয়া প্রভোস্টের দায়িত্বগ্রহণ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শেখ রাসেল হলের নতুন প্রভোস্টে হিসেবে দায়িত্ববিস্তারিত পড়ুন

  • পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত
  • অবশেষে রাতে ঢাকায় ঝরছে কাঙ্ক্ষিত বৃষ্টি
  • থাইল্যান্ড সফরে দ্বিপাক্ষিক সম্পর্কে মাইলফলক হয়ে থাকবে : প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন সাড়ে ১১টায় 
  • গ্যাস নিঃসরণ কমাতে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির উদ্যোগ নেয়া হবে
  • দেশের দুই জেলায় ঝড়ের পূর্বাভাস
  • হবিগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে ৫ জন নিহত
  • দলীয় সিদ্ধান্তকে সম্মান জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করে নিলেন পাপ্পা গাজী
  • মে দিবস হচ্ছে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে শপথের দিন : জিএম কাদের
  • উত্তরায় ৮০ কোটি টাকা মূল্যের খাসজমি উদ্ধার
  • এমভি আবদুল্লাহ চট্টগ্রামের পথে 
  • প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরলেন