সোমবার, মে ১৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

নির্বাচন কমিশন পুনর্গঠন

তবু আশাবাদী বিএনপি

নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন নিয়ে বিএনপির আলোচনার প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যাখ্যান করলেও দলটি আশা করছে সরকার এ নিয়ে তাদের সঙ্গে আলোচনায় বসবে।

আজ রোববার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘আমরা গণতন্ত্রের সপক্ষের মানুষ তো, আশা হারাই না। আমরা অব্যাহতভাবেই তাঁর (প্রধানমন্ত্রী) কাছ থেকে আশা করব, তিনি আলোচনায় আসবেন। আলোচনার টেবিল হচ্ছে সমস্যা সমাধানের সর্বোৎকৃষ্ট জায়গা।’

এর আগেই প্রধানমন্ত্রীর তাঁর সরকারি বাসভবন গণভবনে এক সংবাদ সম্মেলনে ইসি পুনর্গঠন নিয়ে বিএনপির প্রস্তাব নিয়ে কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি কী ধরনের নির্বাচন কমিশন চায়। তাদের নির্বাচন কমিশন তো এক কোটির বেশি ভুয়া তালিকা করেছিল। বিএনপির পরামর্শ নিলে তো ওই ধরনের নির্বাচন কমিশন নিতে হবে যে ভুয়া ভোটার তালিকা করে দেবে। সেটা আপনারা চান কি না- সেটাই আমার আপনাদের কাছে প্রশ্ন।’

এর পরই বিকেলে সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘প্রধানমন্ত্রী হয়তো তাৎক্ষণিকভাবে এটা প্রত্যাখ্যান করেছেন, তবে আমরা দৃঢভাবে আশাবাদী তিনি একটু শান্তভাবে চিন্তা করলে আমাদের কথায় সাড়া দেবেন।’

এ সময় বিএনপি নেতা অভিযোগ করেন, সাবেক মেয়র ও দলের নেতা সাদেক হোসেন খোকার সম্পত্তি বাজেয়াপ্তের প্রতিবাদে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বৃহত্তর সূত্রাপুর থানা বিএনপি আয়োজিত আলোচনা অনুষ্ঠান পুলিশ করতে দেয়নি।

শামসুজ্জামান দুদু বলেন, দেশে মত প্রকাশ ও সভা-সমাবেশের স্বাধীনতা যে নেই এ ঘটনায় তা আবারো প্রমাণিত হলো।

এ ছাড়া বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে ঢাকা মহানগরীর বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিলে বাধা ও নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।

এই সংক্রান্ত আরো সংবাদ

বিএনপি আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা 

গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের লক্ষে আন্দোলন চলছে এবং জনগণেরবিস্তারিত পড়ুন

উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করেছে জনগণ: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগেরবিস্তারিত পড়ুন

  • আহসানউল্লাহ মাস্টার হত্যা স্বাধীনতা বিরোধীদের নীলনকশার অংশ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
  • বিএনপি নেতাকর্মীরা বগুড়ায় আ.লীগ নেতার নির্বাচনী প্রচারণায়
  • পবিত্র ওমরাহ পালনে সৌদি আরব গেছেন মির্জা ফখরুল
  • ড. ইউনূসসহ ১৪ জনের জামিন 
  • সব পন্থি সরকারের হাত থেকে মুক্তি চায়: ফখরুল
  • মে দিবস হচ্ছে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে শপথের দিন : জিএম কাদের
  • প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরলেন 
  • হেফাজত নেতা মামুনুল হক মুক্তি পেতে যাচ্ছেন
  • খালেদা-তারেককে বাদ রেখে সিদ্ধান্ত নেওয়া যায় কিনা ভাবছে বিএনপি
  • থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে মাহবুবকে অব্যাহতি
  • খালেদা জিয়া ডাল-ভাত খাওয়াতেও ব্যর্থ হয়েছিলেন : প্রধানমন্ত্রী