শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

শ্রমিক অধিকার নিয়ে নালিশের নিষ্পত্তি নভেম্বরে: আইনমন্ত্রী 

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, আগামী নভেম্বরে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গভর্নিং বডির মিটিং বসবে। সেখানে বাংলাদেশের শ্রমিক অধিকার নিয়ে নালিশের বিষয়টি নিষ্পত্তি করার কথা রয়েছে।

সোমবার (১৮ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী।

আইএলও’র মিটিংয়ের ফলোআপ জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘আপনারা সবাই জানেন, ২০১৯ সালে বাংলাদেশের শ্রমিক অধিকার সম্বন্ধে একটা নালিশ করা হয়েছিল আইএলও’র কাছে। সেই নালিশটার নিষ্পত্তি এখনও হয়নি। বার বার হেয়ারিং হচ্ছে। সেই নালিশটার বিষয়ে যখন আলোচনা হওয়ার দরকার, তখন আলোচনা হয়।’

‘আইএলও’র গভর্নিং বডির মিটিংয়ে বছরে দুই বার বাংলাদেশে শ্রম অধিকারের যে অগ্রগতি হয়েছে, সে বিষয়ে তাদের জানাই। এবারও সেই কাজটি করেছি। সেখানে একটি প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। সেটা হলো—এবার নালিশের বিষয়টি নিষ্পত্তি না করে আগামী নভেম্বরে নিষ্পত্তি করার কথা বলা হয়েছে। আগামী নভেম্বরে আইএলও’র গভর্নিং বডির মিটিং বসবে।’

আনিসুল হক বলেন, এবার আলোচনায় ২৫টি দেশ অংশ নিয়েছে। এর মধ্যে ১৪টি দেশ বাংলাদেশের শ্রম অধিকার নিয়ে ভূয়সী প্রশংসা করেছে। একই সঙ্গে বলেছে, নালিশটির সমাপ্তি টানা উচিত। এর বাইরে আরও ৯টি দেশ বাংলাদেশের শ্রম অধিকার নিয়ে আলোচনা করেছে। শ্রমিক অধিকারের যে অগ্রগতি হয়েছে, সেটা স্বীকার করেছে। একই সঙ্গে আরও অগ্রগতি হওয়া দরকার, সে বিষয়ে সুপারিশ করেছে। আগামী নভেম্বরে এ নালিশটির নিষ্পত্তি হওয়া উচিত, সে ব্যাপারে সম্মত হয়েছে। তবে, কানাডা ও আর্জেন্টিনা বাংলাদেশের শ্রম অধিকার নিয়ে সমালোচনা করেছেন। তারা যেসব তথ্য দিয়েছে, সেগুলো পুরনো তথ্য। এখন যে অগ্রগতি হয়েছে, সেটা তারা বিবেচনায় নেয়নি। তাদের বক্তব্যে সেটা উঠে এসেছে।’ 

তিনি বলেন, ‘এই যে নালিশটা প্রলম্বিত করা হচ্ছে, বাংলাদেশের ওপর সঠিক বিচার করা হচ্ছে না। আমরা আশা করছি ও আশ্বস্ত হয়েছি, আগামী নভেম্বরে নালিশটার নিষ্পত্তি হয়ে যাবে।’

সংশোধিত শ্রম আইন আগামী সংসদে উঠবে কি না, এ বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘আগামী সংসদে উঠবে বলে আমি আশা করছি।’

এই সংক্রান্ত আরো সংবাদ

২৪ ঘণ্টা না যেতেই ফের কমলো স্বর্ণের দাম

একদিন না যেতেই আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে জুয়েলারিবিস্তারিত পড়ুন

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের দিকে তাকালে আমাদের লজ্জা হয়: শাহবাজ শরিফ

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের আগে পাকিস্তানের অংশ ছিল বাংলাদেশ। ওইবিস্তারিত পড়ুন

রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট

রাষ্ট্রধর্ম ইসলামকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিট সরাসরি খারিজের রায়বিস্তারিত পড়ুন

  • ২৮ এপ্রিল খুলছে শিক্ষা প্রতিষ্ঠান
  • থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • তিন বিচারপতি আপিল বিভাগে নিয়োগ পেলেন
  • বাংলাদেশের আকাশে দেখা যাচ্ছে গোলাপি চাঁদ
  • মিয়ানমার থেকে দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি
  • বাংলাদেশ-কাতারের মধ্যে ১০ চুক্তি ও সমঝোতা স্মারক সই
  • বেনজীরের বিরুদ্ধে দুদকে ব্যারিস্টার সুমনের অভিযোগ 
  • ট্রেনে কাটা পড়েছে আনু মুহাম্মদের পায়ের সব আঙুল
  • দেশের কৃষক বাঁচার জন্য যা প্রয়োজন সেটাই করবে সরকার: কৃষি মন্ত্রী
  • সারাদেশে ৩ দিনের হিট অ্যালার্ট জারি
  • বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে টানা ৩ দিন
  • লিটার প্রতি ১০ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম