সোমবার, মে ৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

বিরোধপূর্ণ ভূমি নিয়ে আলোচনা বয়কটের হুমকি

দক্ষিণ কোরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা নিয়ে ক্ষুব্ধ চীন

দক্ষিণ কোরিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ ও বয়কটের হুমকিসহ তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে চীন। দক্ষিণ কোরিয়ার দাবি, প্রতিবেশী বৈরী দেশ উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ওই প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের অনুমোদন দেয়া হয়েছে।

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কর্মকর্তারা গত সোমবার জানান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের জন্য দেশ দুইটির দুইটি প্রতিষ্ঠান একটি চুক্তির চূড়ান্ত পর্যায়ে রয়েছে। টার্মিনাল হাই এলটিচ্যুড এরিয়া ডিফেন্স (থাড) নামে যুক্তরাষ্ট্রের ওই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্বল্প, মধ্য ও দূরপাল্লার যেকোনো ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের আক্রমণ ঠেকিয়ে দিতে সক্ষম। চলতি বছরের শেষের দিকে এই প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর করার কথা।

চুক্তির ওই খবর প্রকাশের পর চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়। ক্ষুব্ধ প্রতিক্রিয়ার পাশাপাশি চীন বিরোধপূর্ণ ভূমি নিয়ে দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনা বয়কট করার হুমকিও দিয়েছে। চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস বলেছে, থাড স্থাপন করা হলে দক্ষিণ কোরিয়ার সঙ্গে চীনের সম্পর্কের অবনতি ঘটবে। সেক্ষেত্রে চীন গাড়ি ও ইলেকট্রনিকসের মতো দক্ষিণ কোরীয় পণ্য চীনে আমদানি নিয়ন্ত্রণ এবং প্রয়োজনে নিষিদ্ধ করারও ব্যবস্থা নিতে পারে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া দাবি করেছে, চীনা জনগণ জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য ওইসব পণ্য ব্যবহার থেকে বিরত থাকতে প্রস্তুত রয়েছে।

এদিকে দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা বলেছে, থাড কেবলমাত্র উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবেলার জন্য গড়ে তোলা হয়েছে, অন্য কোনো দেশ এর লক্ষ্যবস্তু নয়। প্রসঙ্গত, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস প্যাট্রিস দক্ষিণ কোরিয়া সফরে গিয়ে বলেছিলেন, উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান হুমকির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ট্রাম্প প্রশাসন দক্ষিণ কোরিয়াকে সর্বাত্মক সহযোগিতা করবে। তিনি দক্ষিণ কোরিয়ায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলারও পরামর্শ দিয়েছিলেন। রয়টার্স।

এই সংক্রান্ত আরো সংবাদ

আজ আইওএম মহাপরিচালক ঢাকায় আসছেন 

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মহাপরিচালক অ্যামি পোপ আজ রোববারবিস্তারিত পড়ুন

ফিলিপাইনে ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত

ফিলিপাইনে ৬ মাত্রার ভূমিকম্প হয়েছে। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টাবিস্তারিত পড়ুন

  • পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত
  • সাংবাদিকদের সুরক্ষায় যুক্তরাষ্ট্রের আহ্বান
  • ফিলিস্তিনকে তাদের জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে
  • থাইল্যান্ড সফরে দ্বিপাক্ষিক সম্পর্কে মাইলফলক হয়ে থাকবে : প্রধানমন্ত্রী
  • তিউনিসিয়ায় নৌকাডুবিতে নিহত ৮ বাংলাদেশির লাশ দুপুরে দেশে আসছে
  • ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল কলম্বিয়া
  • ৬০ শতাংশ মানুষ মনে করে বাইডেনের গাজানীতি ভ্রান্ত
  • কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ থামাতে পুলিশের অভিযান
  • এমভি আবদুল্লাহ চট্টগ্রামের পথে 
  • যুক্তরাষ্ট্রে বন্দুকধারীদের হামলায় পুলিশসহ ৫ জন নিহত
  • পালিয়ে আসা ২৮৮ বিজিপি-সেনাকে ফেরত পাঠালো বিজিবি
  • যুক্তরাষ্ট্র সফর স্থগিত করলেন তুরস্কের প্রেসিডেন্ট