রবিবার, মে ১৯, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

দেশের জন্য অল্প কিছু করতে পারলেও ভালো লাগে: মৌসুমী

বাংলাদেশের সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসে শ্রেষ্ঠতম ঘটনা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের এক ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে বাঙালি জাতির কয়েক হাজার বছরের সামাজিক রাজনৈতিক স্বপ্ন সাধ পূরণ হয় এ মাসে। ত্রিশ লাখ শহীদ আর দু’লাখ মা-বোনের সম্ভ্রমহানির মাধ্যমে অর্জিত স্বাধীনতার সাক্ষর বিজয়ের মাস ডিসেম্বর।

আজ ১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে এ বিজয়ের মাস। বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় গৌরবদীপ্ত চূড়ান্ত বিজয় এ মাসের ১৬ ডিসেম্বর অর্জিত হয়। স্বাধীন জাতী হিসেবে সমগ্র বিশ্বে আত্মপরিচয় লাভ করে বাঙালিরা। অর্জন করে নিজস্ব ভূখণ্ড আর সবুজের বুকে লাল সূর্য খচিত নিজস্ব জাতীয় পতাকা। ভাষার ভিত্তিতে যে জাতীয়তাবাদ গড়ে উঠেছিল, এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ঘোষিত স্বাধীনতা পূর্ণতা পায় এ দিনে।

বিজয়ের ৪৫টি বছর পার করেছেন স্বাধীন বাংলাদেশের নাগরিকরা। এতটা বছর পার করে বর্তমান সময়ে এসে বাংলাদেশের মানুষ এই বিজয় দিবসকে নিয়ে কে কি ভাবছেন? স্বাধীনতা আর দেশপ্রেম নিয়ে অামাদের শিল্পীদের ভাবনাটাই বা কী? এসব ভাবনা জানতেই বিজয় দিবস উপলক্ষে প্রিয়.কম এর নতুন আয়োজন। যেখানে মুক্তিযুদ্ধ, দেশপ্রেম, স্বাধীনতা নিয়ে তারকা বলেছেন তাদের ভাবনার কথা। আজকের পর্বে আমাদের সঙ্গে আছেন অভিনেত্রী মৌসুমী হামিদ।

কেমন আছেন আপনি?

মৌসুমী হামিদ: ভালো। আপনি কেমন আছেন?

ভালো। বিজয়ের মাস শুরু হল। বিজয় দিবস নিয়ে আপনার ভাবনাটা কী?
মৌসুমী হামিদ: বিজয়টা আসলে হচ্ছে একটা গর্বের বিষয়। এই বিজয় শুধু আমার একার নয়। এটা একটি দেশের সব নাগরিকের কাছে বেশ আনন্দের বিষয়। বিজয় শব্দটি শুনলেই কেমন যেন একটা শান্তি পাই। নিজেকে খুব আত্মবিশ্বাসী মনে হয়।

দেশ প্রেমের জায়গা থেকে আপনি দেশের জন্য কি করতে চান?

মৌসুমী হামিদ: কোন কিছুই একা করা সম্ভব নয়। কথায় আছে ‘দশের লাঠি আর একের বোঝা’ সেই কথা অনুসারে সবাই মিলে কোন কিছু করতে পারলে বেশ ভালো কিছু করা সম্ভব। তবে নিজে যতটুকু পারি দেশের জন্য করবার চেষ্টা করি। এই যেমন ধরেন, আমি রাস্তায় বের হলাম আমার কাছে কিছু পথ শিশু আসে নিয়মিত। তাদের মধ্যে নাম মনে আছে তৌফিক, শফিক, ময়না। তারা আমাকে চিনে তাদের সঙ্গে আমি কথা বলি। তাদের কাছে জানতে চাই কে কি তারা চায়। তখন কেউ বলে তারা পেট ভরে খেতে চায়। কেউ বলে নতুন জামা চায়। আমি তাদের ইচ্ছা পূরণ করি। এখন আমার কাছে এটাই দেশপ্রেম।

আপনার কাছে কী মনে হয় বর্তমানে দেশেপ্রেম কমে গেছে মানুষের?

মৌসুমী হামিদ: না। আমার কাছে এটা মনে হবার কোন কারণ নেই। সবাই যে যাই করুক নিজের দেশকে সবাই ভালোবাসেন। কিন্তু কোথায় যেন আমরা সারাক্ষণ একটা ভয়ে থাকি। যার ফলে যারা নিজেদের দেশকে ভালোবাসেন তারা কিছু করতে গিয়েও করতে পারেন না। কিছু মানুষ থাকবেই। ধরেন ১৯৭১ সালেও কিন্তু দেশ স্বাধীন করবার সময় দেশ বিরোধী কাজ অনেকেই করেছেন যাদের আমরা রাজাকার বলে থাকি। এখন এই সময়ে এসেও এমন কিছু লোক থাকবেন। কিন্তু তাই বলে প্রায় সবার মধ্যেই যে দেশপ্রেমে কমে গিয়েছে তা নয়। আমি এখনও বিশ্বাস করি সবাই নিজের দেশকে ভালোবাসেন।

তাহলে আপনার কথায় বোঝা গেল দেশ প্রেম নিয়ে কিছুটা সংকট রয়েছে দেশে?

মৌসুমী হামিদ: সবাই যদি এক থাকি তাহলে আমাদের শত্রুরা কোন কিছুই করতে পারবে না। তাই আমাদের এক হয়ে বসবাস করাটাই জরুরি। আমরা হারিয়েছি অনেক কিছুই কিন্তু তাই বলে আমাদের আত্মবিশ্বাস হারালে চলবে না। নিজের দেশের প্রতি ভালোবাসা রেখেই আমাদের সবাইকে এক হয়ে এগিয়ে যেতে হবে।

দেশপ্রেমিক হিসেবে দেশের কাছে কি চান আপনি?

মৌসুমী হামিদ: বাংলাদেশের সাধারণ নাগরিক আমি। আর সবার মতোই সুস্থ থেকে ভালোভাবে বাঁচতে চাই। ছোট ছোট ভালো কিছু কাজ করে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। একার পক্ষে আসলে এর থেকে বেশি কিছু করাও সম্ভব নয়। আসুন সবাই দেশকে ভালোবেসে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। নিউজ প্রিয়.কম

এই সংক্রান্ত আরো সংবাদ

এবার পরিবারের পছন্দে বিয়ের পিঁড়িতে বসছেন শাকিব খান

চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে অনেক আগেই দাম্পত্যবিস্তারিত পড়ুন

বুবলী আগে থেকেই বিবাহিত, সেখানে একটি মেয়েও আছে: সুরুজ বাঙালি

ব্যক্তিজীবন নিয়ে কথা বলে বারবার শিরোনামে জায়গা করে নিয়েছেন আলোচিতবিস্তারিত পড়ুন

এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা

এফডিসিতে সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা করেছে কয়েকজন চলচ্চিত্র শিল্পী। সেখানকারবিস্তারিত পড়ুন

  • অভিনেতা ওয়ালিউল হক রুমি মারা গেছেন
  • পরীমণিকে আদালতে হাজির হতে সমন
  • শাকিব ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের জায়গা নেই: বুবলী
  • সিনেমা মুক্তি দিতে হল না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন নায়ক
  • সংগীত শিল্পী খালিদ আর নেই
  • কঠিন রোগে ভুগছেন হিনা খান, চাইলেন ভক্তদের সাহায্য
  • মোহাম্মদপুর কেন্দ্রীয় কবরস্থানে সমাহিত হবেন সাদি মহম্মদ
  • কে কোন ক্যাটাগরিতে জিতলেন অস্কার?
  • রাজকে নিয়ে বিস্ফোরক মন্তব্য পরীমনির
  • মিস ওয়ার্ল্ড-২০২৪ জিতলেন ক্রিস্টিনা পিসকোভা
  • আর অভিনয় করতে পারবেন না সামান্থা!
  • তিশা থেকে জয়া আহসান, কপালে বাঁকা টিপের সেলফির রহস্য কী?