বুধবার, মে ১৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

পুলিশ বোঝে, মন্ত্রণালয় বোঝে না

নতুন করে ঢাকার রাস্তায় পাঁচ হাজার সিএনজিচালিত অটোরিকশা নামাতে চায় সরকার। এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে মতামত চাওয়া হলে সুপারিশ আকারে- সরকারি এ সিদ্ধান্তকে আত্মঘাতি বলে উল্লেখ করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ঢাকা শহরের যানজট নিয়ন্ত্রণে হিমশিম খাওয়া পুলিশের সুপারিশকে গুরুত্ব দিচ্ছে না সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। বরং পুলিশের অসহায়ত্বকে উপেক্ষা করে রাজধানীতে আরো পাঁচ হাজার সিএনজিচালিত অটোরিকশা নামানোর কথা ভাবছে তারা।

যানজট নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে পুলিশের কাছে এ সুপারিশ চেয়েছিলো সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। সেই প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধিনস্ত বাংলাদেশ সড়ক পরিহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উপসচিব (সংস্থাপন অধিশাখা) ড. কামরুল ইসলামের কাছে পুলিশের ট্রাফিক বিভাগ সুপারিশ পাঠায়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) খন্দকার গোলাম ফারুখ স্বাক্ষরিত সুপারিশে বলা হয়, বর্তমানে ঢাকা মহানগরীতে ক্রমবর্ধমান জনসংখ্যা, যানবহনের আধিক্য, অপর্যাপ্ত রাস্তা প্রভৃতি কারণে যানজট দিন দিন বাড়ছে। ঢাকা শহরে প্রায় ২ কোটি মানুষ বসবাস করেন। সে তুলনায় গণ পরিবহনের সংখ্যা খুবই কম। অন্যদিকে ছোট যানবহনের সংখ্যা
(অটোরিকশা, প্রাইভেটকার, মাইক্রোবাস, ইত্যাদি) অত্যাধিক বেশি এবং দিনদিন এর সংখ্যা ব্যাপক হারে বাড়ছে। এসব ছোট গাড়ি ১/২ জন যাত্রী বহন করে। অন্যদিকে বাসগুলো একই সাথে ৪০/৫০ জন যাত্রী বহন করে। ৪/৫টি প্রাইভেট কার বা সিএনজিচালিত অটোরিকশা রাস্তায় যতটা জায়গা দখল করে, একটি বড় বাসও সেই জায়গা দখল করে। কিন্তু একটি বাস ৪/৫টি প্রাইভেট কার বা সিএনজির ১০ গুন বেশি যাত্রী পরিবহন করে।

সুপারিশে বলা হয়, অপর্যাপ্ত গণপরিবহনের অভাবে ঢাকা শহরে বসাবাসরত মানুষের প্রতিনিয়ত দুর্ভোগ বাড়ছে। এই অবস্থায় ঢাকা শহরে নতুন করে ৫ হাজার সিএনজিচালিত অটোরিকশা চলাচলের অনুমতি দিলে যানজট প্রকট আকার ধারণ করতে পারে। তাই ঢাকা শহরের যানজট কমাতে এবং সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে ছোট গাড়ি নিরুৎসাহিত করে গণপরিবহনের সংখ্যা বাড়ানোর বিকল্প নেই।

তবে যোগাযোগ মন্ত্রণালয় সূত্র বলছে, জনগণের দুর্ভোগ কমানোর জন্যই মন্ত্রণালয় নতুন করে সিএনজিচালিত অটোরিকশা নামানোর অনুমোদনের কথা ভাবছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে শোকজ শুরু করেছে বিএনপি

চলমান উপজেলা পরিষদের তৃতীয় ধাপের ভোটে দলীয় সিদ্ধান্ত অমান্য করেবিস্তারিত পড়ুন

সমাজ পরিবর্তনে পোশাক শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে : বস্ত্র ও পাট মন্ত্রী

বস্ত্র ও পাট মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীরবিস্তারিত পড়ুন

জাতির পিতার স্মৃতি বিজড়িত প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরবিস্তারিত পড়ুন

  • ফুড সিস্টেম ড্যাশবোর্ড নীতিমালা প্রণয়ন ও গবেষণা কার্যক্রমকে সহজ করবে : খাদ্য সচিব
  • দিনাজপুর শিক্ষা বোর্ডে বেড়েছে পাসের হার ও জিপিএ-৫
  • ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৮৫ শতাংশ, এগিয়ে মেয়েরা
  • আমাদের মূল চালিকাশক্তি অসাম্প্রদায়িকতার প্রতীক পয়লা বৈশাখ : পররাষ্ট্রমন্ত্রী
  • উন্নত দেশ গড়াতে একসাথে কাজ করতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী
  • আগামীকাল আইইবির ৬১তম কনভেনশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • রাষ্ট্রধর্ম সংবিধানের সাথে সাংঘর্ষিক নয়
  • সংস্কৃতিতে আরও বেশি শ্রম ও মেধা বিনিয়োগ করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • অনলাইন জুয়া-বেটিং-গেমিংয়ের কারণে অর্থপাচার বাড়ছে: অর্থমন্ত্রী
  • ডলারের সর্বোচ্চ দর হবে ১১৮ টাকা
  • ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ শুরু
  • ভোটার উপস্থিতি সন্তোষজনক, নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে : ওবায়দুল কাদের