শুক্রবার, মে ১০, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

পৌর নির্বাচনে জোটবদ্ধ প্রচার চালাবে ২০ দল

আসন্ন পৌরসভা নির্বাচনে প্রার্থীদের পক্ষে একসঙ্গে প্রচার চালাবে বিএনপির নেতৃত্বাধীন ২০ দল।

আজ শনিবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে বিএনপির এই নেতা অভিযোগ করে বলেন, দেশের বিভিন্ন স্থানে জোটের প্রার্থীদের ওপর নির্যাতন শুরু হয়েছে। নেতা-কর্মীদের গ্রেপ্তার করে কারাগার ভরে ফেলা হয়েছে। অনেক প্রার্থী আছেন, যাঁরা গ্রেপ্তারের ভয়ে নির্বাচনী প্রচারে অংশই নিতে পারছেন না।

গ্রেপ্তার-নির্যাতন থেকে বিরত থাকতে সরকারের প্রতি দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘সব বিরোধীদলীয় নেতা ও কর্মী যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের মুক্তি দাবি করছি। সেই সাথে নির্বাচনের যে কয়েক দিন অবশিষ্ট আছে, সে কয়েকদিন দলীয় প্রার্থীদের পক্ষে সবাই মিলে প্রচার চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

পৌরসভা নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। সরকার যেন এই নির্বাচনে হস্তক্ষেপ না করে সে দাবিও জানান তিনি।

মির্জা ফখরুল আরো বলেন, ‘বাংলাদেশে বর্তমানে গণতন্ত্র অনুপস্থিত। এই গণতন্ত্রকে ফিরিয়ে আনতে, ভোটের অধিকারকে ফিরিয়ে আনতে, বাক স্বাধীনতাকে ফিরিয়ে আনতে আমরা এ নির্বাচনে অংশ নিচ্ছি।’

আজ সকালে গুলশানে বৈঠকটি শুরু হয়। এতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় পার্টির একাংশের মহাসচিব মোস্তফা জামান হায়দার, এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদসহ ২০ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করেছে জনগণ: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগেরবিস্তারিত পড়ুন

বিএনপি নেতাকর্মীরা বগুড়ায় আ.লীগ নেতার নির্বাচনী প্রচারণায়

বর্তমানে চলছে উপজেলা নির্বাচন। জাতীয় নির্বাচনের মত এই উপজেলা বির্নাচনেওবিস্তারিত পড়ুন

  • পবিত্র ওমরাহ পালনে সৌদি আরব গেছেন মির্জা ফখরুল
  • ড. ইউনূসসহ ১৪ জনের জামিন 
  • সব পন্থি সরকারের হাত থেকে মুক্তি চায়: ফখরুল
  • মে দিবস হচ্ছে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে শপথের দিন : জিএম কাদের
  • প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরলেন 
  • হেফাজত নেতা মামুনুল হক মুক্তি পেতে যাচ্ছেন
  • খালেদা-তারেককে বাদ রেখে সিদ্ধান্ত নেওয়া যায় কিনা ভাবছে বিএনপি
  • থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে মাহবুবকে অব্যাহতি
  • খালেদা জিয়া ডাল-ভাত খাওয়াতেও ব্যর্থ হয়েছিলেন : প্রধানমন্ত্রী
  • শ্রমিক অধিকার নিয়ে নালিশের নিষ্পত্তি নভেম্বরে: আইনমন্ত্রী 
  • বিএনপির কেন্দ্রীয় ৩ নেতার পদোন্নতি