রবিবার, এপ্রিল ২৮, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

প্রতিপক্ষকে ফাঁসাতে ‘অস্ত্রের মুখে’ তরুণীকে গণধর্ষণ

‘অস্ত্রের মুখে’ গণধর্ষণের শিকার এক তরুণী (১৭) ধর্ষকদের প্রতিপক্ষকে ফাঁসাতে থানায় মামলা করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে।

সোমবার দুপুরে মেডিকেল সার্টিফিকেট নিয়ে আশুলিয়া থানায় মামলা করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে ওই তরুণী।

ওই তরুণীর কাছে এই চাঞ্চল্যকর ঘটনা শোনার পর তা সাংবাদিকদের জানান আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির।

পুলিশ হেফাজতে থাকা ওই তরুণী সাংবাদিকদের জানায়, তাকে ধর্ষণের পর হাতে টাকা ধরিয়ে দিয়ে প্রতিপক্ষ কয়েকজনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দিতে থানায় পাঠায় ধর্ষকরা। এজন্য মেডিকেল সার্টিফিকেট সংগ্রহ করতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাও করায় তারা।

ওই তরুণী জানায়, সে কালিয়াকৈরের চন্দ্রা এলাকার একটি জুতা তৈরির কারখানায় চাকরি করতো। এ সুবাদে ওই এলাকার জোড়া পাম্প সংলগ্ন ‘মেসার্স রেশমা সুজ’ এর মালিক জসীম উদ্দিন ইকবালের সঙ্গে তার পরিচয় হয়।

গত ১২ মে শুক্রবার জসীম তাকে ফোন দিয়ে দেখা করতে বলে। কথামতো ওই দিন সন্ধ্যা ৭টায় অফিসে গেলে জসীম ও তার অফিসের এক কর্মচারী অস্ত্রের ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে।

এরপর তাকে নয় হাজার টাকা দিয়ে জসীমের দূরসম্পর্কের এক ভাইয়ের মাধ্যমে ওই রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্যে ভর্তি করে। সেখান থেকে মেডিকেল সার্টিফিকেট সংগ্রহ করা হয়।

এরপর প্রতিপক্ষ আশুলিয়ার বলিভদ্র মধুপুর বড়টেক এলাকার সাইদুল ইসলাম অনি (৩৩), ইদ্রিস আলী, সাইদুল ইসলাম, শাহিন ও রিফাতে বিরুদ্ধে গণধর্ষণ মামলা দায়েরের জন্য তাকে আশুলিয়া থানায় নিয়ে আসে জসীমের লোকজন।

এ বিষয়ে ঢাকা জেলার এডিশনাল এসপি আশরাফুল আজীম সোমবার দুপুরে ব্রিফিংয়ে বলেন, ভিকটিম থানা এলাকার নিকটবর্তী বলিভদ্র এলাকায় ধর্ষিত হয়েছে মর্মে জানালে আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির ঘটনাস্থল তদন্তের নির্দেশ দিলে ভিকটিম পুলিশের সঙ্গে যেতে অনাগ্রহ প্রকাশ করে। এরপর একপর্যায়ে সে এই চাঞ্চল্যকর তথ্য দেয়।

তিনি আরও জানান, ওই তরুণীর দেয়া তথ্যমতে, প্রকৃত ঘটনাস্থল গাজীপুর জেলার কালিয়াকৈর চন্দ্রা জোড়া পাম্প এলাকা হওয়ায় আশুলিয়া থানায় একটি জিডি নিয়ে এফআইআর গ্রহণের জন্য ভিকটিমকে কালিয়াকৈর থানায় পাঠানো হয়েছে।

এ বিষয়ে চন্দ্রার ‘রেশমা সুজে’ গিয়ে মালিক জসীম উদ্দিন ইকবালের নিকট জানতে চাইলে তিনি জানান, তিনি বঙ্গবন্ধু জাতীয় স্মৃতি সংসদের গাজীপুর জেলা সাধারণ সম্পাদক। তিনি নালিশি জসীম নন। অভিযুক্ত ব্যক্তির নাম জসীম দেওয়ান। আশুলিয়ার বলিভদ্র এলাকার সাইদুলের নিকট জসীম দেওয়ান ৮২ লাখ টাকা পাওনা রয়েছে। সে-ই (জসীম দেওয়ান) তাদের ফাঁসাতে ওই তরুণীকে দিয়ে এসব করিয়েছে।

তবে জসীম দেওয়ানের পক্ষে মেয়েটিকে ১০ হাজার টাকা দিয়ে ধর্ষণ মামলায় উল্লেখিতদের জড়ানোর কথা স্বীকার করেছেন জসীম ইকবাল।

তবে কে বা কারা ওই তরুণীকে ধর্ষণ করেছে সে বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেন তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

নিউইয়র্কে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ২ বাংলাদেশি নিহত

যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের বাফেলোতে অজ্ঞাত বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে দুই বাংলাদেশি নিহতবিস্তারিত পড়ুন

মামুনুল হকের জামিন হল নাশকতা মামলায়

নাশকতার তিন মামলায় জামিন পেয়েছেন হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিববিস্তারিত পড়ুন

এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা

এফডিসিতে সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা করেছে কয়েকজন চলচ্চিত্র শিল্পী। সেখানকারবিস্তারিত পড়ুন

  • বেনজীরের বিরুদ্ধে দুদকে ব্যারিস্টার সুমনের অভিযোগ 
  • টাকার বিনিময়ে স্ত্রীকে ধর্ষকদের হাতে তুলে দেন স্বামী, অতঃপর…
  • ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য
  • প্রকাশ্যে চলছে রমরমা মাদক ও জুয়ার আসর, ওসি বললেন জানা নেই
  • কোটি টাকার স্বর্ণসহ ইউপি মেম্বার গ্রেপ্তার
  • নকলা ইউএনও’র বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ
  • দুর্গাপুরে মনি হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
  • টিউমার অপারেশনের সময় নাড়ি কাটলেন চিকিৎসক
  • টাঙ্গাইলে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
  • সন্ত্রাসী হামলায় আইনজীবী আহত
  • ভর্তি পরীক্ষায় জালিয়াতি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আল্টিমেটাম
  • শিশুর গলায় পিস্তল ঠেঁকিয়ে স্বর্ণালঙ্কার লুট