মঙ্গলবার, মে ২১, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

ফেসবুকে ছবি, ছাত্রলীগের বিরুদ্ধে নারী এমপির জিডি

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি প্রচার নিয়ে মুখোমুখি অবস্থানে সংরক্ষিত আসনের এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী ও জেলা ছাত্রলীগ।

হবিগঞ্জে আগস্ট মাসে সংবর্ধনা সভায় যোগদান ও জঙ্গিবিরোধী সভায় এমপির দেয়া বক্তব্যের ছবি নিয়ে অপপ্রচারের অভিযোগে সদর থানায় ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।

অপরদিকে এ জিডির প্রতিবাদে শনিবার দুপুরে সভা করেছে জেলা ছাত্রলীগ। তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপিও দিয়েছেন।

এ নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরাও বিব্রতকর অবস্থায় পড়েছেন।

ছাত্রলীগ নেতাকর্মীরা জানান, সম্প্রতি বাহুবল উপজেলার মিরপুরে আগস্ট মাসে সংবর্ধনা সভায় যোগদান ও জঙ্গি বিরোধী এক সমাবেশে বক্তৃতা করেন হবিগঞ্জ ও সিলেট আসনের সংরক্ষিত নারী এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। উক্ত সমাবেশের ছবি ফেসবুকে প্রচার হয়।

এর প্রেক্ষিতে গত ১৮ আগস্ট তিনি সদর থানায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ এনে জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান, পৌর ছাত্রলীগ সভাপতি ফয়জুর রহমান রবিন ও তার বড় ভাই আবদুর রকিব রনির নাম উল্লেখ করে জিডি করেন।

এর প্রতিবাদে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সভা করেছে জেলা ছাত্রলীগ। এতে বক্তৃতা করেন জেলা ছাত্রলীগ সভাপতি ডা. ইশতিয়াক রাজ চৌধুরী রাজ, সহ-সভাপতি সাইদুর রহমান, কায়েছ চৌধুরী, সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম প্রমূখ।

এ সময় তারা উক্ত সাধারণ ডায়েরি প্রত্যাহারের দাবি জানান।

এ ব্যাপারে ইশতিয়াক রাজ চৌধুরী বলেন, ‘আমরা কখনই প্রত্যাশা করি না যে মাতৃ সংগঠনের কোনো নেতার সঙ্গে আমাদের ভুল বোঝাবুঝি হোক। আমরা ছোট হিসেবে আমাদের ভুলভ্রান্তি থাকতে পারে। এ জন্য মাতৃ সংঠনের নেতাদের অধিকার আছে যে তারা আমাদের শাসন করবেন।’

তিনি বলেন, কিন্তু তারা যদি আমাদের শাসন না করে থানায় অভিযোগ দেন, মামলা করেন তা কোনোভাবেই কাম্য নয়। আমরা তা প্রত্যাশাও করি না। তার অভিযোগ প্রত্যাহার না করলে আমরা ছাত্রলীগ বসে পরবর্তী কর্মসূচি গ্রহণ করবো।

এ বিষয়ে জানতে চাইলে কেয়া চৌধুরী যুগান্তরকে জানান, তার ছবি এডিট করে দুরভিসন্ধিমূলকভাবে ফেসবুকে অপপ্রচার চালানো হয়েছে। এটি তথ্য প্রযুক্তি আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

তিনি বলেন, এ ক্ষেত্রে কেউ যদি অপরাধ করে তবে সে আওয়ামী লীগ, ছাত্রলীগ না যুবলীগ তা মুখ্য বিষয় নয়। তার বিচার হতে হবে। আমি অপরাধ করলে আমারও বিচার হতে হবে।

আওয়ামী লীগ এমপি বলেন, আমি ছাত্রলীগের বিরুদ্ধে জিডি করিনি। যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে জিডি করেছি।

এই সংক্রান্ত আরো সংবাদ

বানিয়াচং উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে, ৩ জনে মৃত্যু

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রেবিস্তারিত পড়ুন

হবিগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে ৫ জন নিহত

হবিগঞ্জের মাধবপুরের হরিতলা বাদশা গেইট এলাকায় ট্রাক ও প্রাইভেটকার সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘ধর্ষণে ব্যর্থ হয়ে’ গৃহবধূকে পিটিয়ে হত্যা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ‘ধর্ষণে ব্যর্থ হয়ে’ এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করাবিস্তারিত পড়ুন

  • অমতে বিয়ে ঠিক করায় স্কুলছাত্রীর আত্মহত্যা
  • পাকা ফসল হারিয়ে কৃষকদের মাঝে হাহাকার
  • হবিগঞ্জের আলোচিত বাক প্রতিবন্ধী প্রেমিক জুটির বিয়ে
  • হবিগঞ্জে শ্বশুরকে কুপিয়ে হত্যা করলো জামাই, শাশুড়িসহ জখম ৪
  • আলহামদুলিল্লাহ… বোয়াল মাছে আল্লাহু
  • হবিগঞ্জে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৫
  • হবিগঞ্জে সড়ক দুর্ঘটনা, অজ্ঞাত পরিচয় বৃদ্ধের লাশ উদ্ধার
  • ৪৫ বছরেও স্বীকৃতি পাননি হবিগঞ্জের প্রথম শহীদ সালেহ উদ্দিন আহমদ
  • হবিগঞ্জের ট্রেনে কাটা পড়ে দুইজনের মর্মান্তিক মৃত্যু
  • ফেসবুকে ধর্মীয় উসকানির অভিযোগে হবিগঞ্জে কলেজছাত্র আটক
  • হবিগঞ্জে আবারো স্কুলছাত্রের গলা কাটা লাশ উদ্ধার
  • হবিগঞ্জে নির্মাণাধীন ফটক ভেঙে ১০ শ্রমিক আহত