শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

‘বদনাম রটিয়ে’ বিয়ে, বিষপানে তরুণীর আত্মহত্যা

রাজধানীর চকবাজার থানার কামালবাগ এলাকায় ‘বদনাম রটিয়ে’ বিয়ে দেওয়ায় বাসর রাতে বিষপান করে আত্মহত্যা করেছেন এক তরুণী।

গত সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তরুণীকে মৃত ঘোষণা করেন।

ওই তরুণীর নাম শিউলী আক্তার (১৯)। তাঁর বাবার নাম সিরাজ মাতুব্বর। পরিবারের সঙ্গে তিনি (শিউলি) চকবাজার থানাধীন কামালবাগের ৩০/৬ নম্বর টিনশেড বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ সূত্রে জানা যায়, শিউলিরা কামালবাগের যেখানে থাকতেন, সেই বাড়ির সীমানার মধ্যে অনেকগুলো আধাপাকা ঘর ছিল। মালিকের পক্ষ থেকে এই ঘরগুলো দেখাশোনা করতেন ম্যানেজার বাবুল। সেই বাবুলসহ কয়েকজন টিনশেড বাসার ভাড়াটিয়া শাকিলের (১৬) সঙ্গে জোর করে শিউলির বিয়ে দেন। সোমবার দিবাগত রাত ১টার দিকে বাবুলের ঘরে শিউলির বিয়ে হয়। এই বিয়েতে ছেলে ও মেয়ে কেউই রাজি ছিল না। এর পরও দুজনের নামে বদনাম রটিয়ে বিয়ে দেওয়া দেয়।

বিয়ের পর ভোররাতের দিকে শিউলি বিষ পান করেন। পরে ম্যানেজার বাবুলসহ বেশ কয়েকজন প্রথমে তাঁকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। এরপর সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয় তাঁকে। পরে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান জানান, গতকাল ঢামেকে কর্তব্যরত চিকিৎসক শিউলির সঙ্গে থাকা লোকজনের কাছে জানতে চান যে, তাঁর কী হয়েছিল। জবাবে তাঁরা জানান, শিউলির শ্বাসকষ্ট হয়েছিল। পরে চিকিৎসক লাশটি নিয়ে যেতে দেন। কিন্তু বিষপানে হত্যার খবর পেয়ে লাশ উদ্ধার করে আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

এসআই জানান, এ ঘটনায় শিউলীর মা নার্গিস আক্তার বাদী হয়ে থানায় একটি আত্মহত্যা প্ররোচনার মামলা করেন। এই মামলায় বাবুল, তাঁর সহযোগী শাহজাহান, মাকসুদা ও কাজী জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

রাজধানীর শিশু হাসপাতালে আগুন

রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা শিশু হাসপাতালে আগুন লেগেছে। আজ শুক্রবার দুপুরবিস্তারিত পড়ুন

বায়ু দূষণ: শীর্ষস্থানে বাংলাদেশ, দ্বিতীয় স্থানে পাকিস্তান

বায়ুদূষণ বিশ্বজুড়ে এক মহামারি আকার ধারণ করেছে। দক্ষিণ এশিয়ার তিনবিস্তারিত পড়ুন

ক্ষমা চেয়ে নিচ্ছি, তাড়াহুড়োয় ভুল হয়ে গেছে: বাণিজ্য প্রতিমন্ত্রী

বাণিজ্য মন্ত্রণালয় থেকে খেজুরের দাম নির্ধারণ করে দেওয়ার বিজ্ঞপ্তিতে নিম্নমানেরবিস্তারিত পড়ুন

  • রাজধানীতে হাতিরপুলের আগুন নিয়ন্ত্রণে
  • হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া
  • রাস্তায় ইফতার করলেন ডিএমপি কমিশনার
  • অবশেষে ডিএনএ পরীক্ষায় জানা গেল অভিশ্রুতি নাকি বৃষ্টি
  • তিন অপহরণকারী আটক, অপহৃত শিশু উদ্ধার !
  • ধর্ষণ করার আগে ছাত্রীটিকে দল বেঁধে মারধর করল
  • কখনো অঝর ধারায়, কখনো বা থেমে থেমে বৃষ্টি, ভোগান্তি সারাদিন
  • অধরা সিদ্দিকুরের দুর্দশায় দায়ী পুলিশরা
  • রাজধানীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আহত ২
  • মতিঝিলে জনতা টাওয়ারে আগুন
  • মিরপুর ও আশপাশের এলাকায় আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
  • এই দুর্ভোগের শেষ কবে?