ব্রণ ও মুখে গর্ত, দাগ? ঘরে থাকা সাধারণ এই জিনিসটি মেখে মাএ ৪ দিনে দুর করুন গর্ত ও দাগ
ব্রণ ও মুখে গর্ত, দাগ? এমন একটি সহজ উপায় আছে, যা আপনাকে এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে।
আর যে উপাদানটি দিয়ে এই কাজটি করা যায়, সেটাও সবসময় হাতের কাছেই থাকে। প্রসঙ্গক্রমে বলতে হয়, ব্রণ কমার জন্য অনেকেই অনেক টিপস এবং প্রসাদনী ব্যবহার করে থাকেন। কিন্তু দেখা যায় ব্রণ কমলেও মুখে ছোট ছোট গর্ত থেকেই যায়। অার সেজন্য বেসন বাটা, অলিভ অয়েল, খড়িমাটি, নানারকম ক্রিম— হাতের কাছে যাই পাওয়া যায়, অনেকই সেসব মেখে দেখেন। কিন্তু কাজের কাজ অনেক সময়েই হয়না।
কিন্তু এমন একটি সহজ উপায় আছে, যা সহজেই আপনাকে এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে।
আর যে উপাদানটি দিয়ে এই কাজটি করা যায়, সেটাও সবসময় হাতের কাছেই থাকে। শুনলে হয়তো বিশ্বাস করবেন না। তা হলো: বেকিং সোডা এবং জল। এই দুটি উপাদান দিয়েই আপনি আপনার মুখের ত্বকের উপরে তৈরি হওয়া গর্ত থেকে মুক্তি পেতে পারেন। কিভাবে ব্যবহার করবেন তা জানা যাক এবার:
বেকিং সোডার সঙ্গে ভাল করে জল মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। ফেস ওয়াশ দিয়ে মুখটা ভাল করে ধুয়ে নিন। মুখটা ভাল করে মুছে শুকনো করে নিন।
এরপরে বেকিং সোডার পেস্টিট হালকাভাবে মুখে লাগান। বেশি জোরে মুখ ঘষবেন না। আলতোভাবে ম্যাসাজ করে এবারে জল দিয়ে মুখটা ধুয়ে ফেলুন।
ব্যস এবারে ফারাকটা দেখুন। সামান্য বেকিং সোডা কতটা কাজের, নিজের মুখ দেখেই তার প্রমাণ পেয়ে যাবেন।
আধুনিক রুপচর্চার নিউজ আপনার মোবাইলে পেতে এখানে ক্লিক আমাদের পেইজে লাইক দিয়ে এক্টিব খাকুন—
এই সংক্রান্ত আরো সংবাদ
তুকতাক করার অভিযোগে গ্রেফতার মালদ্বীপের নারী মন্ত্রী
মালদ্বীপের নারী মন্ত্রী ফাতিমা শামনাজ আলী সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। তারবিস্তারিত পড়ুন
ওডিশার প্রথম নারী মুসলিম এমএলএ সোফিয়া ফিরদৌস
ভারতের পূর্বাঞ্চলের রাজ্য ওডিশা থেকে প্রথম নারী ও মুসলিম এমএলএবিস্তারিত পড়ুন
গফরগাঁওয়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক শামছুন নাহার
জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৪ এ ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় মাধ্যমিক পর্যায়েবিস্তারিত পড়ুন