সোমবার, মে ৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

বয়স্কদের যৌনকামনা কি অপরাধ?

ভিড় বাস৷ প্যান্ডেলের লম্বা লাইন৷ মেট্রোর চাপাচাপি বা একান্ত একলা ঘরে আপনি একা। আর ঠিক এই সময়গুলিতেই হাতছানি দেয় অসামাজিক কিছু কার্যকলাপ। যার সঙ্গে হয় আপনি পরিচিত৷ নয়তো একদমই অপরিচিত। একটু লক্ষ্য করলে দেখা যাবে, যে বয়স্ক পুরুষরাই লিপ্ত হয়ে পড়ছে কম বয়সী মেয়েদের প্রতি। এই কামনার পথে হাঁটছেন বহু বয়স্ক। এখানে বয়স্ক বলতে ৫৫ ঊর্ধ্বকেই ধরা হচ্ছে। মহিলাদের ক্ষেত্রে মেনোপজের পর যৌন উদ্দীপনা একটু শিথিল হয়ে আসে৷ এটা ঠিক৷ কিন্তু পুরুষদের ক্ষেত্রে তা হয় না।

আজকের দিনে প্রায় সমবয়সেই বিয়ে হচ্ছে। ফলে, কিছু বছর যাওয়ার পর দেখা যায়, যৌন উদ্দীপনা এক তরফে শিথিল হলেও উল্টো দিকে৷ কিন্তু চাহিদার একটুও খামতি হয় না। একি তবে বুড়ো বয়সের ভীমরতি?

এই সমাজে বুড়ো বয়সের ব্যাখা হল খাও দাও, আরাম কর৷ আর টাকা থাকলে তীর্থ। যৌন কামনা ভুলেও মাথায় আনা যাবে না। এ আনাও দোষ। তাহলে কি তাঁরা তাদের ইচ্ছেকে দমন করে রাখবে? টেস্টোস্টেরনকে কোনভাবেই বাড়তে দেওয়া যাবে না।

রাজা শান্তনুও কিন্তু বুড়ো বয়সেই পিতা হয়েছিলেন। আদিকালের এই পরম্পরা আজও বহাল। তবে, দৃষ্টিভঙ্গির বদল হয়েছে। এখন যা ঘটে, তার আরেক নাম অশালীনতা৷ কামের বিকৃত রূপ চরিতার্থ হচ্ছে কমবয়সী মেয়েদের উপর দিয়ে। এখন এরা আর প্রেমে পড়ে না। এরা নিগ্রহে ব্যস্ত ।
কোন ধরণের আচরণগুলিকে যৌন পীড়ন বলা যায় ?

বেশ কিছু আচরণ আছে, যেমন
যৌন কামনাবা ইচ্ছা চরিতার্থ করা রজন্যবলপ্রয়োগ।
যৌন কামনা চরিতার্থে কোন অঙ্গ স্পর্শ।
উদ্দেশ্যমূলকবাইচ্ছাকৃতভাবেযৌনাঙ্গপ্রদর্শন।
কোনবস্তুদ্বারাযৌনঅঙ্গস্পর্শ।
যৌনউদ্দেশ্যপ্রণোদিতস্পর্শ।

বয়স বাড়লে যৌনতার প্রতি ঝোঁক কিন্তু একটু বেশিই হয়। তবে সুযোগ আর সঙ্গীর অভাবে অনেকেই শেষ বয়সে এসে নিজেদের যৌনতার চাহিদা পূরণ করতে পারেন না বৃদ্ধরা। সাম্প্রতিক এক গবেষণা থেকে এমনই জানা গিয়েছে৷

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ের গবেষক জো হাইড ও তাঁর সহকর্মীরা ৭৫ থেকে ৯৫ বছর বয়সী ২৭০০ পুরুষের উপর সম্প্রতি এক গবেষণা করেন। এতে দেখা গিয়েছে, অধিকাংশ পুরুষই যৌনতার প্রতি বেশ আগ্রহী। তবে, সুযোগের অভাবেই নিজের মনোবাসনা চরিতার্থ করতে অক্ষম অনেকে।

আমাদের দেশে এই ধরনের মনোবাসনা চরিতার্থ করতে প্রায় অনেকেই সক্ষম। এরা শুধু সুযোগের অপেক্ষায় থাকে। একবার জেনে নিই এইসমস্ত অশালীনতার ফলাফল কী হতে পারে।

মানসিক ভারসাম্যহীনতা।
আত্মহত্যা।
বিষন্নতা।
আত্মবিশ্বাস ও আত্মমর্যাদার অভাব।
হীনমন্যতা।
নিজেকে অশুচি মনে করা।
লেখাপড়ায় অনীহা।
সন্দেহপ্রবণতা।
যৌনবিকৃতি।
সুস্থযৌনজীবনেঅনিচ্ছা।

যৌন কামনা থাকা পাপ নয়৷ কিন্তু কারওর ইচ্ছের বিপরীততে গিয়ে এই সমস্ত বাসনা চরিতার্থ করা একদমই সঠিক পন্থা নয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

মৌসুমের সব রেকর্ড ভেঙে তাপমাত্রার পারদ উঠল ৪৩ ডিগ্রিতে

চুয়াডাঙ্গায় ১৮ দি‌ন ধ‌রে অব্যহত র‌য়ে‌ছে তীব্র থে‌কে অ‌তি তীব্রবিস্তারিত পড়ুন

যেসব অঞ্চলে টানা ৩ দিন ঝড়বৃষ্টি

চট্টগ্রাম বিভাগে টানা দুই দিন এবং সিলেট বিভাগে টানা তিনবিস্তারিত পড়ুন

২৪ ঘণ্টা না যেতেই ফের কমলো স্বর্ণের দাম

একদিন না যেতেই আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে জুয়েলারিবিস্তারিত পড়ুন

  • গরমে চুলের যত্ন নেবেন কীভাবে?
  • একলাফে সোনার দাম ভ‌রিতে কমলো ৩১৩৮ টাকা
  • কত দিন পর পর টুথব্রাশ বদলাবেন?
  • ত্বকের দাগ দূর করার ঘরোয়া উপায়
  • তরমুজ খেলে কি সত্যিই ওজন কমে?
  • মিস ওয়ার্ল্ড-২০২৪ জিতলেন ক্রিস্টিনা পিসকোভা
  • তিশা থেকে জয়া আহসান, কপালে বাঁকা টিপের সেলফির রহস্য কী?
  • ডিম সেদ্ধ নাকি ভাজা, কোন ভাবে খেলে মিলবে বেশি পুষ্টি
  • ছুটিতে ঘুরে আসুন ‘শ্যামল বাংলা’
  • ঘ্রাণেই সতেজতা
  • গরম শেষে প্রশান্তির বৃষ্টি
  • কেমন চশমা কোন মুখে