মাদারীপুরে নিখোঁজের ৩দিন পর শিশুর মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১
অজয় কুন্ডু, মাদারীপুর থেকে:
মাদারীপুরে নিখোঁজের ৩দিন পর বাবু নামে ২১দিন বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার খোঁয়াজপুরের একটি পুকুর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুর খালা ফাহিমা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদারীপুর সদর মডেল থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা মো. বারিউল করিম খান জানান, দেড় বছর আগে সদর উপজেলার খোঁয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুরের আরিফ আকনের সাথে পাশের মাথাভাঙ্গা এলাকার কাকলী আক্তারের প্রেমের সম্পর্ক করে বিয়ে।
এ বিয়ে কাকলীর বাড়ির লোকজন মেনে নিতে রাজি হয়নি। এরপর কাকলীর একটি পুত্র সন্তান হলে গত শনিবার বিকেলে ওই শিশুটিকে কাকলীর মা ও বোন চুরি করে করে বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় কাকলী বাদী হয়ে তার মাকে প্রধান আসামী করে সদর মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পরে মঙ্গলবার সন্ধ্যায় খোঁয়াজপুরের একটি পুকুর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় মামলার এজাহারভুক্ত আসামী ফাহিমা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ
মাদারীপুরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৩
মাদারীপুরের রাজৈররে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহতবিস্তারিত পড়ুন
দুলাভাইয়ের সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের পঞ্চম শ্রেণির এক শিকার শিশু
দুলাভাইয়ের সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে পঞ্চম শ্রেণির একবিস্তারিত পড়ুন
মাদারীপুরে পিতৃহীন এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ
মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানাধীন কর্নপাড়া গ্রামের পিতৃহীন এক প্রতিবন্ধীবিস্তারিত পড়ুন