মঙ্গলবার, মে ২১, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

মোটরসাইকেল চালিয়ে আড্ডাস্থলে হঠাৎ মন্ত্রী

মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে সন্ধ্যার পর বিভিন্ন গ্রুপে বসে প্রতিদিনের মতো আড্ডা দিচ্ছিলেন ছাত্র-যুবকরা। এসময় মোটরসাইকেল চালিয়ে আড্ডাস্থলে হঠাৎ উপস্থিত স্বয়ং এক মন্ত্রী। অন্ধকারে প্রথমে কেউ তাকে ভালোমতো চিনতেও পারেননি।

তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের এমন আকস্মিক উপস্থিতি সবাইকে চমকে দেয়। যুবকদের সঙ্গে তিনি আড্ডা দেন। গল্প করেন, গল্প শোনেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় মানিকগঞ্জ বিজয় মেলা মাঠে লানিং অ্যান্ড আর্নিং মেলার প্রধান অতিথি ছিলেন জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠান শেষে ঢাকায় ফেরার পথে প্রটোকল ভেঙে মন্ত্রীর গাড়ি থামে সরকারি দেবেন্দ্র কলেজ গেটে।

গাড়ি থেকে নেমে মন্ত্রী যোবায়ের নামে এক কলেজ ছাত্রের মোটরসাইকেল নেন। এরপর তাকে পেছনে বসিয়ে জুনাইদ আহমেদ পলক মোটরসাইকেল চালিয়ে মাঠে আড্ডারত যুবকদের কাছে যান। মোটরসাইকেল নিয়ে মাঠে মন্ত্রীর হঠাৎ উপস্থিতি সবাইকে চমকে দেয়।

এসময় জুনাইদ আহমেদ পলকও যুবকদের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন। তিনি মানিকগঞ্জের ইন্টারনেট গতি, ফেসবুক চালানো, ইন্টারনেট প্যাকেজসহ তথ্যপ্রযুক্তির বিভিন্ন খুটিনাটি বিষয় জানতে চান। যুবকরাও সাবলীলভাবে জেলায় ইন্টারনেট গতি কম থাকাসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। মন্ত্রী আশ্বাস দেন এসব সমস্য সমাধানের।

যাওয়ার সময় মন্ত্রী কলেজছাত্র যোবায়ের সঙ্গে হাসি ঠাট্টার সময় বলেন, আমার গাড়ি ভালো লাগে না। তোমার মোটরসাইকেলের সাথে গাড়ি বদল করি। আমি মোটরসাইকেল নেই, তুমি গাড়ি নাও। এসময় মন্ত্রী যোবায়ের হোসেনের মোবাইল নম্বর নিজের ফোনে সেভ করে তার নম্বর দিয়ে যান।

মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু জানান, তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের মোটরসাইকেল চালিয়ে মাঠে প্রবেশ করা এবং যুবকদের সঙ্গে আড্ডা দেয়া তিনি কাছ থেকে দেখেছেন। মাঠে মন্ত্রী এভাবে হঠাৎ উপস্থিত হবেন তা কারো জানা ছিল না। অনেক পরে প্রশাসনের কর্মকর্তারা বিষয়টি জানতে পারেন বলে জানান তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি খলীকুজ্জমান, সম্পাদক আইনুল

বাংলাদেশ অর্থনীতি সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি ড. কাজী খলীকুজ্জমানবিস্তারিত পড়ুন

উপজেলা নির্বাচনের ২য় ধাপে আইনশৃঙ্খলা রক্ষায় ৪৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যেবিস্তারিত পড়ুন

  • সবুজ ও জলবায়ু অভিঘাত মোকাবিলায় সম্মিলিত প্রচেষ্টা একান্তই জরুরি: স্থানীয় সরকার মন্ত্রী
  • মেট্রোরেলে ভ্যাট বসানোর সিদ্ধান্ত ভুল: ওবায়দুল কাদের
  • ম্যাসেজ টু কমিশনার (M2C) : রাস্তার অবৈধ দোকান সরানো হলো
  • শিল্পকলা পুরস্কার পেলেন ১৩ জন আলোকচিত্র শিল্পী
  • ‘আমলাতন্ত্রকে ভেঙে গণমুখী বাজেট তৈরির আহ্বান’
  • চড়াই-উতরাই থাকবে হতাশ হবেন না: প্রধানমন্ত্রী
  • দাম বাড়ছেই ডিমের
  • শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ
  • নিরাপদে যুক্তরাষ্ট্রে পৌঁছালো বাংলাদেশ দল
  • নীতি সহায়তা যুক্ত হচ্ছে রফতানিতে
  • ৪ হাজার কোটির খুলনা-মোংলা রেলপথ প্রস্তুত 
  • বাকৃবি গবেষকের সাফল্য এই প্রথম সুস্বাদু দেশীয় শিং মাছের জিনোম সিকুয়েন্স উদ্ভাবন