মঙ্গলবার, মে ২১, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

যশোরে যৌনপল্লীতে পুলিশের চাঁদাবাজি

জেলার মাড়োয়ারি মন্দির-সংলগ্ন যৌনপল্লীর বাসিন্দারা এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলেছেন। তাদের অভিযোগ, সদর ফাঁড়ির ইনচার্জ টিএসআই রফিকুল ইসলামের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছেন যৌনপল্লীর বাসিন্দারা। আলোচিত এই পুলিশ কর্মকর্তা ঝিনাইদহে বদলি হয়েও যশোর সদর ফাঁড়িতে খবরদারি করছেন বলে তাদের অভিযোগ।

সোমবার দুপুরে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেন যশোর শহরের মাড়োয়ারি মন্দির-সংলগ্ন যৌনপল্লীর বাসিন্দারা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন যৌনকর্মী পারভীন।

বক্তব্যে বলা হয়, ‘আমরা দেহপসারিণী, যৌনকর্মী। আমাদের তো আপনারা ঘৃণার চোখে দেখেন। কিন্তু আমাদের কষ্টের টাকা নিয়ে যখন একজন দারোগা পকেটস্থ করেন তখন কি তার বিবেক একটু নাড়া দেয় না? আমরা অন্ধ গলির বাসিন্দা বলেই কি আমাদের ওপর এতো অত্যাচার, অনাচার? তাহলে আমরা যাব কোথায়?’

লিখিত বক্তব্যে আরও বলা হয়, ‘দারোগা রফিক সদর ফাঁড়িতে থাকাকালে কোনো নতুন মেয়ে যৌনপল্লীতে এলে তাকে ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা দিতে হতো। এছাড়া যৌনপল্লীর প্রত্যেক গলি থেকে তিনি ৫০ হাজার টাকা করে আদায় করতেন। রফিকের আগে সদর ফাঁড়ির কোনো দারোগা এভাবে জোর-জুলুম করে যৌনকর্মীদের কাছ থেকে টাকা আদায় করেননি।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যৌনকর্মীদের সংগঠন ‘শক্তি’র সভানেত্রী নূরজাহান রানুসহ ১৩ জন। তারা পুলিশ কর্মকর্তা রফিকের বিচার দাবি করেন। যৌনপল্লীর বাসিন্দারা সংবাদ সম্মেলন করছেন বলে খবর পেয়ে প্রেসক্লাবে আসেন কোতয়ালী থানার ওসি শিকদার আককাছ আলী।

তার দাবি, প্রেসক্লাব সভাপতির কাছে কাজ থাকায় তিনি সেখানে গিয়েছিলেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাছ আলী বলেন, ‘যৌনকর্মীরা আমার কাছেও কিছু অভিযোগ করেছেন। আমি তার জবাব দিয়েছি।’

তিনি বলেন, ‘যৌনকর্মীদের সংবাদ সম্মেলনের বক্তব্য মিডিয়ায় এলে তা কাটিং করে সংশ্লিষ্ট জায়গায় পাঠানো হবে। পরে তদন্ত করে দেখা হবে অভিযোগ ঠিক কি না।’ প্রসঙ্গত, যশোর সদর ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম চাকরি জীবনের বেশিরভাগ সময় একই স্থানে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন পর সম্প্রতি তাকে ঝিনাইদহে বদলি করা হয়। কিন্তু কয়েকদিনের মধ্যে তিনি ফের যশোর ফেরার ব্যবস্থা করেছেন।

জানতে চাইলে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক টিএসআই রফিকের যশোর প্রত্যাবর্তনের অর্ডার ইস্যু হয়েছে বলে নিশ্চিত করেন। তবে তিনি জানান, এ দফায় রফিক এখনও যশোরে যোগদান করেননি। সংবাদ সম্মেলনে যৌনকর্মীদের উত্থাপিত অভিযোগের ব্যাপারে জানতে চাইলে এডিশনাল এসপি বলেন, ‘আমি খুলনা রয়েছি। অভিযোগের বিষয়ে আমার জানা নেই।’

এই সংক্রান্ত আরো সংবাদ

ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে সন্দেহ মোসাদের ওপর

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর এই দুর্ঘটনার পেছনে ইসরায়েলেরবিস্তারিত পড়ুন

সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ, ৩ কেএনএফ সদস্য নিহত

বান্দরবানের রুমায় বন্দুকযুদ্ধে সেনাবাহিনীর সঙ্গে তিনজন কেএনএফের সদস্য নিহত হয়েছেন।বিস্তারিত পড়ুন

ম্যাসেজ টু কমিশনার (M2C) : রাস্তার অবৈধ দোকান সরানো হলো

মহানগরীর যে কোন নাগরিক পুলিশি সেবা সংক্রান্ত যে কোন তথ্য,বিস্তারিত পড়ুন

  • গাজায় মানবিক কনভয়ে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ
  • ভয়ংকর প্রতারণা সানভিস বাই তনি’র
  • কাউন্সিলর ও তার ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ 
  • কামরাঙ্গীরচরে বিষপান করে পগৃহবধূর আত্মহত্যা
  • জাতিসংঘে ফিলিস্তিনকে পূর্ণ সদস্য করার প্রস্তাব পাস  
  • বানিয়াচং উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে, ৩ জনে মৃত্যু
  • অনলাইন জুয়া-বেটিং-গেমিংয়ের কারণে অর্থপাচার বাড়ছে: অর্থমন্ত্রী
  • জবি শিক্ষার্থীদের ইসরায়েলি পণ্য বর্জনের ডাক
  • কোকেনের সবচেয়ে বড় চালানে জড়িতদের নাম পেয়েছে ডিএনসি
  • পাটগ্রাম সীমান্তে ভারতীয় নাগরিক আটক
  • আহসানউল্লাহ মাস্টার হত্যা স্বাধীনতা বিরোধীদের নীলনকশার অংশ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
  • সাংবাদিক ফরিদের উপর হামলাকারীদের গ্ৰেপ্তারে সাত দিনের আল্টিমেটাম