রাজবাড়ীতে বাসের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত
রাজবাড়ীর দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ক্যানেলঘাট এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে এক নারীসহ মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকার উত্তেজিত জনতা টানা এক ঘণ্টা ওই মহাসড়ক অবরোধ করে রাখে। পরে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, দৌলতদিয়া-খুলনা মহাসড়কের ক্যানেলঘাট এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী এসপি গোল্ডেন লাইন পরিবহন কোম্পানির একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৫৬৭১) দ্রুত গতিতে এসে মোটরসাইকেলটি চাঁপা দিয়ে চলে যায়। সঙ্গে সঙ্গে ওই বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলটি দুমরেমুচরে যায়। পাশাপাশি মোটরসাইকেলের দুই আরোহী আব্দুর রশিদ প্রামাণিক ও শামসুন নাহার ঘটনাস্থলেই প্রাণ হারান।
এ ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী টানা এক ঘণ্টা ওই মহাসড়ক অবরোধ করে রাখে। এতে ঘটনাস্থলের উভয় পাশে শত শত বিভিন্ন গাড়ি আটকা পড়ে থাকে। পরে পুলিশ এসে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে মহাসড়কে ফের যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) মো. সহিদুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, চালকসহ ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। বাসের দুই চালককে হাতেনাতে আটক করে তাদের দুজনকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. বদরুদ্দোজা শুভ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ওই দুই বাসের চালককে এ দণ্ড দিয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
দৌলতদিয়া যৌনকর্মীর দায়ের করা মামলায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কারাগারে
দৌলতদিয়া যৌনপল্লির এক যৌনকর্মীর দায়ের করা মামলায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলাবিস্তারিত পড়ুন
রাজবাড়ীতে গলাকাটা লাশ উদ্ধার
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পদ্মার চর থেকে দেলোয়ার হোসেনবিস্তারিত পড়ুন
স্ত্রীর ওপর রাগ করে শ্বশুরবাড়িতে ঘরজামাইয়ের আত্মহত্যা!
রাজবাড়ীতে স্ত্রীর ওপর রাগ করে শ্বশুরবাড়িতে এক ঘরজামাই গলায় ফাঁসবিস্তারিত পড়ুন