শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

রাজশাহীতে রেক্টিফাইড স্পিরিট পানে দুজনের মৃত্যু

রাজশাহী পবায় মদ (রেক্টিফাইড স্পিরিট) পানে লুৎফর রহমান ও নুরুন্নবী নামের দুইজনের মৃত্যু হয়েছে।

অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন রাজা মিয়া নামের আরেকজন।

চিকিৎসা শেষে রোববার বাড়ি ফিরেছেন তিনি। তবে প্রাণে বেঁচে গেলেও তিনি অন্ধ হয়ে গেছেন বলে জানিয়েছে তার পরিবারের সদস্যরা।

মৃতদের মধ্যে লুৎফর রহমান (৬০) উপজেলার বড়গাছি ইউনিয়নের সবসার গ্রামের মৃত মানিক সরকারের ছেলে। আর নুরুন্নবী (৫০) নওহাটা পৌরসভার পিল্লাপাড়ার মৃত ফজিলুজ্জামানের ছেলে। অসুস্থ রাজা মিয়ার বাড়ি উপজেলার মথুরা গ্রামের।

গত ৪ এপ্রিল ভোরের দিকে লুৎফর ও নুরুন্নবীর মৃত্যু হলেও আইনি জটিলতার কারণে পরিবারের পক্ষ থেকে বিষয়টি গোপন রাখা হয়েছিল। কিন্তু গত রোববার রাজা মিয়া বাড়ি ফেরার পর বিষয়টি জানাজানি হয় বলে জানিয়েছে স্থানীয়রা।

এলাকাবাসী জানান, গত ৪ এপ্রিল বিকালে লুৎফর রহমান ও নুরুন্নবীকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তাদের আকস্মিক মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে রহস্যের সৃষ্টি হয়। এরপর মথুরা গ্রামের রাজা মিয়া চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পর বিষয়টি জানাজানি হয়।

রাজা মিয়ার স্ত্রী জাহানারা জানান, লুৎফর, নুরুন্নবী ও তার স্বামী রাজা মিয়া গত ৩ এপ্রিল সন্ধ্যায় রেক্টিফাইড স্পিরিট পান করেন। এরপর তারা অসুস্থ হয়ে পড়লে রাতেই তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

পরদিন ভোররাতে লুৎফর ও নুরুন্নবী মারা যান। আর রাজা মিয়া চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও তিনি অন্ধ হয়ে গেছে বলে জানান তিনি।

পবা থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী বলেন, পবা থানায় এলাকায় অ্যালকোহল পানে কারও মৃত্যুর ঘটনা জানা নেই। এ ব্যাপারে থানায় কেউ অভিযোগও দেয়নি। বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভর্তি পরীক্ষায় জালিয়াতি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আল্টিমেটাম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিগত ভর্তি পরীক্ষাগুলোতে জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন

বুধবারই নান্টু প্রথম তার কলেজ অধ্যক্ষ সাহেবের মুখ দেখেছেন

রাজশাহীর দুর্গাপুর উপজেলার পুরান তাহিরপুর বিএম কারিগরি কলেজ থেকে এবারবিস্তারিত পড়ুন

গোদাগাড়ী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেলে

সমাপনী বৃত্তির ফল জালিয়াতির অভিযোগে কারাগারে পাঠানো হয়েছে রাজশাহীর গোদাগাড়ীবিস্তারিত পড়ুন

  • এবার রাজশাহীতে এবার রান্নাঘরে ১২৫ গোখরা
  • রাজশাহীতে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু
  • থানায় আওয়ামী লীগ নেতাকে পিটুনি, প্রতিবাদে সড়ক অবরোধ
  • রাজশাহীতে দেড় কেজি হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার
  • রাজশাহীতে ২য় বিয়ে করলেন মডেল রাউধার বাবা
  • মোটরসাইকেলে যাওয়ার পথে বজ্রপাতে স্কুলশিক্ষকের মৃত্যু
  • রাজশাহীতে ছেলের মাথায় রক্ত দেখে বাবার মৃত্যু
  • রাজশাহীতে কালবৈশাখীর হানা, জনদুর্ভোগ
  • নিহত আ’লীগ নেতার সই জাল করে ১৩ লাখ টাকা তুললেন বড় ভাই!
  • শিক্ষা সফরে ছাত্রীর সঙ্গে ছবি : শিক্ষকের জরিমানা
  • রাজশাহীতে চিকিৎসার নামে অসুস্থ নারীকে ধর্ষণ করেছে কবিরাজ !!
  • ইয়াবা কেনার সময় হাতেনাতে পুলিশের কাছে কলেজ অধ্যক্ষ আটক