সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

রাসেল-লুইসের বিগ সিক্স হাঁকানোর রহস্য!

উইকেট ঠিক টি-টোয়েন্টি উপযোগী নয়। ভারতের আইপিএলে যেমন ব্যাটিংবান্ধব উইকেটে খেলা হয়, বিপিএলের এবারের আসরে মোটেই তা হয়নি। বেশির ভাগ ম্যাচে উইকেট ছিল স্লো ও লো। চটকদার শটস খেলা রিতিমতো দুরূহই। তার পরেও চার-ছক্কার কমতি নেই। প্রতি ম্যাচেই গণ্ডায় গণ্ডায় চার-ছক্কার ফুলঝুড়ি।

ঢাকা ডাইনামাইটসের মেহেদী মারুফের ব্যাটে ছক্কার ফলগুধারা। ইতোমধ্যেই সর্বাধিক ১৯ ছক্কা হাঁকিয়েছেন এ ওপেনার। দ্বিতীয় সর্বাধিক ১৫ টি করে ছক্কা হাঁকিয়েছেন রাজশাহী কিংসের দুই মারকুটে ব্যাটসম্যান সাব্বির রহমান ও ড্যারেন স্যামি। তৃতীয় সর্বাধিক ১৩ ছক্কার মালিক খুলনা টাইটান্স অধিনায়ক বাংলাদেশের মাহমুদউল্লাহ ও ঢাকার শ্রীলঙ্কান রিক্রুট সেকুগে প্রসন্ন।

এছাড়া রংপুর রাইডার্সের মোহাম্মদ মিঠুন (১৩ টি) ও চিটাগাং ভাইকিংসের আফগান অললাউন্ডার মোহম্মদ নবি (১২ টি) , এছাড়া বরিশাল বুলসের ডেভিড মালান (১১), রংপুরের আফগান ওপেনার মোহাম্মদ শাহজাদ (১১), চিটাগাং ভাইকিংস ক্যাপ্টেন তামিম ইকবাল (১১) এবং কুমিল্লার মারলন স্যামুয়েলস (১০টি) , বরিশাল বুলস অধিনায়ক মুশফিকুর রহিম (১০টি), বাঁ-হাতি শাহরিয়ার নাফীস (১০ ) এবং বাংলাদেশ ওয়ানডে ও টি টোয়েন্টি অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার (৯) ব্যাটে ছক্কার অনুপম প্রদর্শনী। তারা সবাই প্রায় ম্যাচেই গড়পড়তা ছক্কা হাঁকিয়েছেন।

যার বেশ কিছু ‘বিগ সিক্স’ বলেই পরিগণিত। ওপরে নাম নেই, কিন্তু বড় ছয় হাঁকানোর প্রতিযোগিতা হলে সবার চেয়ে নিশ্চয়ই করে এগিয়ে থাকবেন ক্রিস গেইল। বিশ্বের তাবৎ বড় মাঠে বাঘা বাঘা বোলারের বিপক্ষে তার ‘ইয়া’ বড় বড় ছক্কা হাঁকানোর রেকর্ড আছে। বলার অপেক্ষা রাখে না বিপিএলের আগের তিন আসরে ১০ ম্যাচে ৫০ ছক্কার রেকর্ড অাছে এ বিপজ্জনক উইলোবাজের।

এবার তার ব্যাট সে অর্থে কথা বলেনি। শেরে বাংলায় গেইল ঝড় ওঠেনি এখনো। মঙ্গলবার রাজশাহীর বিপক্ষে গেইল ঝড় বইবে কিনা? সেটাই দেখার। এদিকে ছক্কা হাঁকাতে তেতে আছেন আরও দুই ওয়েস্ট ইন্ডিয়ান। এভিন লুইস ও আন্দ্রে রাসেল। চলতি আসরে এভিন লুইস একটি মাত্র ম্যাচে খেলেই মাঠ গরম করে ফেলেছেন। মাত্র ৩৪ বলে ৮ ছক্কায় ৭৫ রানের হার না মানা ইনিংস আছে তার রংপুরের বিপক্ষে। যার মধ্যে ছিল ৮টি ছক্কা।

আজ সোমবার বিকেলে শেরেবাংলায় ইনডোরের ন্যাচারাল টার্ফে নেটে ছক্কার নহর বইয়ে দিয়েছেন লুইস ও আন্দ্রে রাসেল। নেট বোলাররা বল ফালানোর জায়গা খুঁজে পাচ্ছিলেন না।

যেখানেই বল পড়ছে তেড়েফুড়ে সেগুলোই বাতাসে ভাসিয়ে উড়িয়ে মেরেছেন লুইস ও রাসেল। তাদের বিগ হিট নেয়ার ক্ষমতা দেখে অবাক খোদ ঢাকা কোচ খালেদ মাহমুদ সুজনও। সোমবার ইনডোরের নেটে ঐ দুই ক্যারিবিয়ানকে মাঝেমধ্যে বল করেছেন খালেদ মাহমুদও।

নেট শেষে সাথে আলাপে ঢাকা ডায়নামাইটস কোচ দিলেন এক মজার তথ্য। জানালেন, এভিন ও লুইস ও আন্দ্রে রাসেলের অনায়াসে বড় বড় ছক্কা হাঁকানোর কাহিনী। বলার অপেক্ষা রাখে না দুজনই সুঠামদেহী। একদম জিমে বানানো পেটা শরীর। এর মধ্যে আন্দ্রে রাসেল জ্যামাইকান আন্দ্রে রাসেলের উচ্চতাও যথেষ্ট। ছয় ফুট তিন থেকে চারের কম নন। বেশিও হতে পারে।

মোদ্দা কথা, তাদের শারীরিক সক্ষমতা বেশি। পাওয়ার হিটিং করার সহজাত ক্ষমতা আছে। যে কারণে তাদের মাঝারি হিটও বিগ হিট হয়ে যায়। তবে এভিন লুইস ও আন্দ্রে রাসেলের বিগ সিক্স হাঁকানোর পেছনে একটা চমকপ্রদ তথ্য আছে।

দুজনই অনেক ভারি ব্যাট ব্যবহার করেন।

বলার অপেক্ষা রাখে না, ক্রিকেটে ব্যাটের উচ্চতা ও প্রস্থ্যর একটা সুনির্দিষ্ট মাপ আছে। লম্বায় সর্বোচ্চ সাড়ে ৩৮ ইঞ্চি আর পাশে সাড়ে ৪.২৫ ইঞ্চিকে ধরা হয় স্ট্যান্ডার্ট। তবে এর চেয়ে আকারে ছোট ব্যাট দিয়েও খেলা যায়। উচ্চতা কম যাদের, তাদের বেশির ভাগই এর চেয়ে একটু ছোট ব্যাট ব্যবহার করেন। ওজনের ক্ষেত্রে বাঁধা ধরা কিছু নেই। তবে ১.২ কেজি থেকে ১.৪ কেজিকে ভাবা হয় ভারি ব্যাট। কিছু ব্যতিক্রম আছে। তবে বেশির ভাগ ক্ষেত্রে লম্বা ও ভারি শরীর যাদের তারা এরচেয়ে বেশি ওজনের ব্যাট ব্যবহার করেন। এভিন লুইস ও আন্দ্রে রাসেলও অমন ভারি ব্যাটে খেলেন।

তাদের ব্যাটের সত্যিকার ওজন জানাতে না পারলেও ঢাকা ডাইনামাইটস কোচ খালেদ মাহমুদ সুজন জাগো নিউজকে জানিয়েছেন, লুইস আর আন্দ্রে রাসেল অনেক ভারি ব্যাট ব্যবহার করেন। কত ভারি? খালেদ মাহমুদের উত্তর, ‘বিশ্বাস করবেন কিনা জানি না। ওই ব্যাটে চার ও ছক্কা হাকানো বহুদূর, ব্যাট করাই কঠিন। আমি হাতে নিয়েছি, আমরা যে সব ব্যাট ব্যবহার করেছি, সেগুলোর চেয়ে অনেক ওজন। সাকিব আমাকে জানালো, সুজন ভাই- লুইস ও আন্দ্রে রাসেলের ব্যাট হাতে নিয়ে দেখেছেন কত ওজন?’ ওদের ব্যাট দিয়ে ব্যাটিং করার প্রশ্নই ওঠে না। ঐ ভারি ব্যাট ওঠানোই কঠিন।’

খালেদ মাহমুদের শেষ কথা, ‘আমিও হাতে নিয়ে দেখেছি, ইস কী যে ওজন! এত ভারি যে হাতে নিয়ে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা সম্ভব না। অথচ লুইস ও রাসেল অনায়াসে ঘণ্টার পর ঘণ্টা ব্যাট করছে। আর অবলীলায় বিগ হিট নিচ্ছে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

মুস্তাফিজের আইপিএল খেলার ছুটি বাড়িয়েছে বিসিবি

আইপিএলের চলতি আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন কেবল মুস্তাফিজুর রহমান।বিস্তারিত পড়ুন

মুস্তাফিজকে স্বাগত জানাল চেন্নাই সুপার কিংস

আগামী ২২ মার্চ পর্দা উঠছে বিশ্বের জনপ্রিয় ক্রিকেট লিগ ইন্ডিয়ানবিস্তারিত পড়ুন

তানজিদ-রিশাদের তাণ্ডবে সিরিজ জয় বাংলাদেশের

টস জিতে ব্যাট নেওয়া শ্রীলঙ্কা জানিত লিয়ানাগের সেঞ্চুরিতে ভর করবিস্তারিত পড়ুন

  • দুই নারী আম্পায়ারকে নিয়োগ দিচ্ছে বিসিবি
  • মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের নীলা
  • সিরিজ বাঁচার লক্ষ্যে
  • ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান ফুটওয়্যারের ব্যবসায় নামছেন
  • বিপিএল চ্যাম্পিয়ন তামিমের ফরচুন বরিশাল
  • মোস্তাফিজকে ছেড়ে দিল মুম্বাই
  • গেইল ছাড়াই বাংলাদেশে আসছে উইন্ডিজ
  • পাকিস্তানের জালে বাংলাদেশের মেয়েদের ১৭ গোল
  • পুত্র সন্তানের বাবা হলেন ইমরুলও
  • এ বিজয় আমাদের : প্রধানমন্ত্রী
  • পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
  • সপরিবারে এশিয়া কাপে নান্নু, খালি বাসায় চোরদের হানা