সোমবার, মে ২০, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

হোমের মেয়েদের আটকে রাখলেন মন্ত্রীর স্ত্রী

প্রশাসনের নির্দেশ উপেক্ষা করেচাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে১৩ জন আবাসিক মেয়েকে তুলে দিল না মাথাভাঙা মাতৃ আশ্রম হোমের প্রাক্তণ মালিককল্পনা বর্মন।তিনি প্রাক্তণ বনমন্ত্রী হিতেন বর্মণের স্ত্রী৷ কল্পনা দেবীর দাবি, হোমের মেয়েদের অভিভাবকরা তার কাছেই মেয়েদের রাখার জন্য বলেছেন৷ তাই তাঁর হোমে থাকা ১৩ জন আবাসিক মেয়েকে তিনিকমিটির হাতে তুলে দেবেন না৷

সম্প্রতি বিতর্কের কেন্দ্র বিন্দুতে কোচবিহারের মাথাভাঙ্গার মাতৃ আশ্রম কটেক হোম । যে হোমের মালিক রাজ্যের প্রাত্তন বনমন্ত্রী তথা বর্তমানে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হিতেন বর্মনের স্ত্রী কল্পনা বর্মন। এই হোমটির বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠায় হোমটির লাইসেন্স বাতিল করে রাজ্য সরকার৷ এছাড়াও হোমটির লাইসেন্স যাতে পুনঃনবিকরণ না করা হয় সেই নির্দেশিকাও দেওয়া হয়। এর পাশাপাশি হোমের সকল আবাসিককে কোচবিহার জেলা সি ডাবলু সি এর হাতে তুলে দেবার নির্দেশ দেওয়া হয়। নির্দেশ দেওয়ার পর প্রশাসনিক আধিকারিকরা হোমের মেয়েদের উদ্ধার করতে গেলে , সেখান থেকে মেয়ে দের সরিয়ে নেন কল্পনা বর্মন।

এই সময় তিনি প্রশাসনের কাছে ৬ মার্চ পর্যন্ত সময় চান । সেই মত প্রশাসনও তাকে সময়দেয় এবং মঙ্গলবার বেলা তিনটের সময় সি ডাবলু সি অফিসে মেয়েদের হস্তান্তর করতে বলে , কিন্তু সেই নির্দেশ উপেক্ষা করে মেয়ে দের সি ডাবলু সির কাছে নিয়ে আসা হলনা। এই বিষয়ে কল্পনা বর্মন জানিয়েছেন, মেয়েদের অভিভাবকরা জানিয়েছেন তাঁরা আমার কাছেই মেয়ে দের রাখতে চায় , তাই আমার হোমেই তাঁদের রেখছি । সি ডাবলু সি হাতে দেওয়ার কোন প্রশ্ন নেই।

এদিন জেলা শাসকের কাছে একটি চিঠি পাঠিয়েছেন কল্পনা বর্মন৷ সেখানে সমস্ত অভিভাবকদের সই রয়েছে। সেখানে অভিভাবকরা জানিয়েছেন কল্পনা বর্মনের হেফাজতেই রাখতে চান তাঁদের মেয়েদের।

এদিন এই প্রসঙ্গে কোচবিহারের জেলা শাসক পি. উল্গানাথন জানিয়েছেন “আমি একটা চিঠি পেয়েছি যেখানে সকল অভিভাবক তাঁদের সন্তানদের মাথাভাঙ্গার হোমটিতে রাখার ইচ্ছা প্রকাশ করেছেন, আমরা বিষয়টি তদন্ত করে দেখব, ও উর্ধরন কতৃপক্ষকে জানানো হবে,”। তাঁর আরও বক্তব্য যদি দেখা যায় অভিভাবকরা সত্যি এখানে তাঁদের মেয়েদের রাখতে চান , তবে একে হোমের মর্জাদা দেওয়া যাবেনা । সেক্ষেত্রে হোমটির জে জে রেজিট্রেসন বাতিল হতে পারে।

এই সংক্রান্ত আরো সংবাদ

প্যালেস্টাইন- ইজরায়েল যুদ্ধে টনে টনে অস্ত্র পাঠাচ্ছে ভারত

ডেনমার্কের পতাকাবাহী একটি জাহাজ ভূমধ্যসাগরের উপর দিয়ে ইজ়রায়েলের দিকে যাচ্ছিল।বিস্তারিত পড়ুন

তাইওয়ানের পার্লামেন্টে তুমুল মারামারি

তাইওয়ানের পার্লামেন্টে তুমুল মারামারিতে জড়িয়েছেন আইনপ্রণেতারা। একটি আইনের সংস্কার নিয়েবিস্তারিত পড়ুন

  • বাণিজ্য সম্প্রসারন নিয়ে পুতিন-শির বৈঠক
  • ভ্রমণ ভিসায় ভারতে যাতায়াত তিন দিন বন্ধ
  • পুতিন রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন 
  • নীতি সহায়তা যুক্ত হচ্ছে রফতানিতে
  • কানের ৭৭তম আসরের পর্দা উঠছে আজ
  • এক ভিসায় ভ্রমণ করা যাবে উপসাগরীয় ছয় দেশ
  • রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে নিরাপত্তা পরিষদের প্রধান করা হয়েছে
  • সেই পাঁচ রাজ্যে বাইডেনের চেয়ে এগিয়ে ট্রাম্প
  • গাজায় মানবিক কনভয়ে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ
  • দেশের রিজার্ভ কমে ১৮ বিলিয়ন ডলার
  • আফগানিস্তানে ভয়াবহ বন্যায় ৬০ জনের মৃত্যু, বহু নিখোঁজ
  • জাতিসংঘে ফিলিস্তিনকে পূর্ণ সদস্য করার প্রস্তাব পাস