বৃহস্পতিবার, মে ২, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

আব্দুর রাজ্জাক: এক অবহেলিতের নাম

বৃহস্পতিবার তিন উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন। জিতিয়েছেন দলকে। ঘরোয়া ক্রিকেটে এভাবে দিনের পর দিন তিনি আলো ছড়াচ্ছেন। পরিণামে জুটছে শুধু অবহেলা। বিসিবির কোনও চুক্তি তো নাম নেই-ই, ঘরোয়া ক্রিকেটের গ্রেডিংয়েও ‘অপমানিত’ হতে হয়েছে।

জাতীয় দলে সবশেষ খেলেছেন ২০১৪ সালের অাগস্টে। এরপর জাতীয় লিগের দুটি আসরে খেলেছেন, বিসিএল খেলেছেন দুটি। ২০১৪-১৫ জাতীয় লিগে ৭ ম্যাচে নিয়েছিলেন ৪১ উইকেট, লিগের দ্বিতীয় সর্বোচ্চ। আর আগের জাতীয় লিগে ৬ ম্যাচে ছিল ২৮ উইকেট।

গত ঢাকা প্রিমিয়ার লিগে ১০ ম্যাচ খেলেই নিয়েছিলেন ২১ উইকেট। আর বিসিএলের গত দুবারই তিনি সর্বোচ্চ উইকেট শিকারি। ২০১৪-১৫ মৌসুমে ৩ ম্যাচে নিয়েছিলেন ১৮ উইকেট। আর কদিন আগেই এবারের বিসিএলে ৬ ম্যাচে নিয়েছেন ৩৮ উইকেট। যেখানে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন অনেক পেছনে (মোহাম্মদ শরীফের ২১ উইকেট)।

২০১৫ বিশ্বকাপের দলে তাকে না রাখার পেছনে নির্বাচকদের সবচেয়ে বড় যুক্তি ছিল ফিটনেস। কিন্তু রাজ্জাকের দাবি, তার ফিটনেস অনেকের থেকেই ভালো।

রাজ্জাক কেন দলে নেই, এই প্রশ্নের উত্তর কমবেশি সবার জানা। কোচ চন্দিকা হাথুরুসিংহে চান না বলেই দলে ফেরানো যাচ্ছে না রাজ্জাককে। দায়িত্ব নেওয়ার শুরু থেকেই কোনও এক কারণে রাজ্জাককে দলে রাখার পক্ষপাতী ছিলেন না কোচ। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও টিম ম্যানেজমেন্টের অন্যরা বেশ কবার রাজ্জাককে চেয়েও দলে নিতে পারেননি কেবল কোচের একগুঁয়ে মনোভাবের কারণে।

গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে রাজ্জাককে একটি ম্যাচে সুযোগ দিয়ে অবসর নিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি প্রত্যাখ্যান করেছেন সেই প্রস্তাব। জোর করে চাপানো অবসরে রাজি হওয়ার কারণ খুঁজে পাননি স্বাভাবিকভাবেই।

সবশেষ গত টি-টোয়েন্টি বিশ্বকাপে আরাফাত সানি বোলিংয়ে নিষিদ্ধ হলে অধিনায়ক ও সিনিয়র ক্রিকেটাররা বদলি হিসেবে চেয়েছিলেন রাজ্জাককে। নির্বাচকদেরও আপত্তি ছিল না। কিন্তু যথারীতি কোচ সায় দেননি। শেষ পর্যন্ত মেনে নিতে হয়েছে কোচের চাওয়াই।

রাজ্জাকও নিজের গুরুত্বটা জানেন। আর জানেন বলেই চুপ করে থাকেন। বিসিবিতে আসলে কারো সঙ্গে সেভাবে কথা বলেন না। নিজের কাজ সেরে ফিরে যান বাসায়।

বাংলাদেশের ইতিহাসে এ যাবতকালে পাঁচজন সেরা স্পিনার নির্বাচন করতে গেলে রাজ্জাকের নাম থাকবেই। অথচ সেই তিনিই সবচেয়ে বেশি অবহেলিত!

এই সংক্রান্ত আরো সংবাদ

মুস্তাফিজের আইপিএল খেলার ছুটি বাড়িয়েছে বিসিবি

আইপিএলের চলতি আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন কেবল মুস্তাফিজুর রহমান।বিস্তারিত পড়ুন

মুস্তাফিজকে স্বাগত জানাল চেন্নাই সুপার কিংস

আগামী ২২ মার্চ পর্দা উঠছে বিশ্বের জনপ্রিয় ক্রিকেট লিগ ইন্ডিয়ানবিস্তারিত পড়ুন

তানজিদ-রিশাদের তাণ্ডবে সিরিজ জয় বাংলাদেশের

টস জিতে ব্যাট নেওয়া শ্রীলঙ্কা জানিত লিয়ানাগের সেঞ্চুরিতে ভর করবিস্তারিত পড়ুন

  • দুই নারী আম্পায়ারকে নিয়োগ দিচ্ছে বিসিবি
  • মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের নীলা
  • সিরিজ বাঁচার লক্ষ্যে
  • ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান ফুটওয়্যারের ব্যবসায় নামছেন
  • বিপিএল চ্যাম্পিয়ন তামিমের ফরচুন বরিশাল
  • মোস্তাফিজকে ছেড়ে দিল মুম্বাই
  • গেইল ছাড়াই বাংলাদেশে আসছে উইন্ডিজ
  • পাকিস্তানের জালে বাংলাদেশের মেয়েদের ১৭ গোল
  • পুত্র সন্তানের বাবা হলেন ইমরুলও
  • এ বিজয় আমাদের : প্রধানমন্ত্রী
  • পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
  • সপরিবারে এশিয়া কাপে নান্নু, খালি বাসায় চোরদের হানা