রবিবার, এপ্রিল ২৮, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

ইসি নিয়ে ভালো প্রস্তাব থাকলে দেন

নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমাদের দেওয়া প্রস্তাবে কোনো ভুল থাকলে বলেন। আর যদি ভালো কোনো প্রস্তাব থাকলে দেন।

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ কল্যাণ পার্টির নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ইসি পুনর্গঠনের বিষয়ে খালেদা জিয়ার প্রস্তাব প্রসঙ্গে শনিবার গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, এই প্রস্তাব নিয়ে বিএনপির সঙ্গে আলোচনার সুযোগ নেই। বিষয়টি রাষ্ট্রপতি দেখবেন। এ নিয়ে তার কিছু করার নেই।

প্রধানমন্ত্রীর এই বক্তব্যের সমালোচনা করে নজরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী বলেছেন এদের সঙ্গে কিসের আলোচনা। মূল কথা হলো তিনি নির্বাচন কমিশন নিয়ে আলোচনা করতে চান না। প্রধানমন্ত্রীকে বলব, আমাদের প্রস্তাবে কোনো ভুল থাকলে সেটা বলেন। আর যদি ভালো কোনো প্রস্তাব থাকে তাহলে দিতে পারেন। কিন্তু তারা জানে ভালো নির্বাচন কমিশন হলে তারা বিজয়ী হতে পারবে না। তারা ৫ জানুয়ারির মতো নির্বাচন করতে চায়।

তিনি বলেন, চেয়ারপারসনের বক্তব্য শেষ হতে না হতেই তাদের (আওয়ামী লীগ) সাধারণ সম্পাদক বললেন, এটা অন্তঃসারশূন্য। আবার বললেন এতে কিছু থাকলে তা রাষ্ট্রপতি দেখবেন। এর মানে কিছু ভালো কথা আছে। যে বক্তব্যে ভালো কথা থাকে তা অন্তঃসারশূন্য হয় কীভাবে?’

নজরুল ইসলাম বলেন, ‘এখন আমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় যে, আমরা তাদের বারবার সুযোগ দেব কি না। এমন পরিস্থিতি চলতে পারে না। জনগণের কাছে আমাদের যেতে হবে। তারা কী চায় তা ইতিবাচকভাবে নিতে হবে।’

বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ যা যা হত্যা করেছে, বিএনপি তা পুনরুদ্ধার করেছে। শেখ মুজিবুর রহমান বাকশাল করে গণতন্ত্রকে হত্যা করেন। জিয়াউর রহমান সেই গণতন্ত্র পুনরুদ্ধার করেন। আবার এরশাদের অধীনে নির্বাচনে না যাওয়ার কথা ছিল সব বিরোধী দলের। কিন্তু সেই নির্বাচনে তিনি (শেখ হাসিনা) গেলেন।

অনুষ্ঠানের সভাপতি কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক বলেন, এই বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধ করিনি। যুদ্ধ করেছিলাম একটি গণতান্ত্রিক ও কল্যাণমুখী দেশের জন্য। কিন্তু দেশে এখন গণতন্ত্র নেই।

সভায় বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ডা. জাফরুল্লাহ চৌধুরী, জেবেল রহমান গাণি, এম এম আমিনুর রহমান, গোলাম মোস্তফা ভুইয়া, আবু নাসের মোহাম্মদ ব্যারিস্টার পারভেজ হোসেন প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

খালেদা-তারেককে বাদ রেখে সিদ্ধান্ত নেওয়া যায় কিনা ভাবছে বিএনপি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেবিস্তারিত পড়ুন

থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ছয় দিনের সরকারি সফরে থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজবিস্তারিত পড়ুন

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে মাহবুবকে অব্যাহতি

দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বার সভাপতির শপথ নেওয়ায় ব্যারিস্টার মাহবুববিস্তারিত পড়ুন

  • খালেদা জিয়া ডাল-ভাত খাওয়াতেও ব্যর্থ হয়েছিলেন : প্রধানমন্ত্রী
  • শ্রমিক অধিকার নিয়ে নালিশের নিষ্পত্তি নভেম্বরে: আইনমন্ত্রী 
  • বিএনপির কেন্দ্রীয় ৩ নেতার পদোন্নতি
  • বিএনপি মানে খাইখাই, আ.লীগ মানেই দেই-দেই: প্রধানমন্ত্রী
  • ক্ষমা চেয়ে নিচ্ছি, তাড়াহুড়োয় ভুল হয়ে গেছে: বাণিজ্য প্রতিমন্ত্রী
  • হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া
  • গুরুতর আহত মমতা, হাসপাতালে ভর্তি
  • সুপ্রিম কোর্টে মারামারি ঘটনায় ৩ সহকারী অ্যাটর্নি জেনারেল বরখাস্ত
  • কোস্ট গার্ডকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
  • সুপ্রিম কোর্ট নির্বাচন: হট্টগোল-মারামারিতে ভোট গণনা বন্ধ
  • সত্যকে কখনও মিথ্যা দিয়ে ঢাকা যায় না: প্রধানমন্ত্রী
  • ‘নিরাপত্তা নিশ্চিতে অন্যদের নিষেধাজ্ঞা গ্রহণযোগ্য নয়’