শনিবার, মে ৪, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

এমপি ‍লিটন হত্যা : বিনিময় ৭ লাখ টাকা ও পেট্রোল পাম্প

নিহত গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটনকে খুন করার জন্য জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও গাইবান্ধা-১ আসনের সাবেক সংসদ সদস্য কর্নেল (অব.) আবদুল কাদের খান খুনিদের সঙ্গে সাত লাখ টাকার চুক্তি করেন। এই সাত লাখ টাকার বিনিময়ে বাসায় ঢুকে খুন করা হয় এমপি লিটনকে।
বৃহস্পতিবার লিটন হত্যা মামলায় গ্রেফতার আনোয়ারুল ইসলাম রানা (২৬) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ কথা উল্লেখ করেছেন। আজ দুপুরে গাইবান্ধার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ময়নুল হাসান ইউসুফ আদালতে এই স্বীকারোক্তি দেন তিনি।

গ্রেফতার আনারুল ইসলাম রানা উপজেলার ভেলারায় কাজীর ভিটি গ্রামের বাসিন্দা। এর আগে, বুধবার মধ্যরাতে ঢাকা থেকে রানাকে গ্রেফতার করা হয়। পরে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য আদালতে হাজির করা হয়।

আদালতে দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী তারা সাত লাখ টাকা চুক্তিতে এমপি মঞ্জুরুল ইসলাম লিটনকে গুলি করে হত্যা করে। এর মধ্যে শাহীন ও রানা ২ লাখ করে ৪ লাখ আর মেহেদী ৩ লাখ টাকা নেয়। আর কথা ছিল কাদের সংসদ সদস্য হলে তাদের প্রত্যেককে একটি করে পেট্রোল পাম্প করে দেবেন।

গাইবান্ধা জেলা পুলিশ সুপার (এসপি) আশরাফুল ইসলাম জানান, গাইবান্ধা পৌর শহরের ব্রিজ রোড এলাকা থেকে আব্দুল হান্নান (২৫), রাশেদুল ইসলাম মেহেদী (২২) ও শাহীনকে (২৪) গ্রেফতার করা হয়। এদের মধ্যে আব্দুল হান্নানের বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার কামারপাড়া গ্রামে।

অপর দুইজনের বাড়ি সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের উত্তর সমস কবিরাজটারি গ্রামে। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এরপর তাদের স্বীকারোক্তি অনুযায়ী পলাতক রানাকে ঢাকার একটি বাসা থেকে গ্রেফতার করা হয়।

প্রায় এক সপ্তাহ নজরদারির পর গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন হত্যার ‘মূল পরিকল্পনাকারী’ জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সদস্য আবদুল কাদের খানকে মঙ্গলবার বিকেলে গ্রেফতার করে পুলিশ। বগুড়া শহরের রহমান নগরের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। কাদের খান গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসন থেকে ২০০৮ সালের নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জের সর্বানন্দ ইউনিয়নের শাহবাজ মাস্টারপাড়ার নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন এমপি লিটন। এ ঘটনায় লিটনের বোন তাহমিদা বুলবুল বাদী হয়ে অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে ১ জানুয়ারি সুন্দরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় এখন পর্যন্ত ডা. কাদের খানসহ ১১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে ২৪ জনকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

অবশেষে রাতে ঢাকায় ঝরছে কাঙ্ক্ষিত বৃষ্টি

 টানা একমাস তীব্র তাবপ্রবাহের পর অবশেষে ঢাকার বিভিন্ন জায়গায় ঝরছেবিস্তারিত পড়ুন

থাইল্যান্ড সফরে দ্বিপাক্ষিক সম্পর্কে মাইলফলক হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

থাইল্যান্ডে সরকারি সফর দুই দেশে ফলপ্রসূ অংশীদারিত্বের নতুন যুগ সূচনাবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন সাড়ে ১১টায় 

থাইল্যান্ড সফরের ফলাফল সম্পর্কে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীরবিস্তারিত পড়ুন

  • গ্যাস নিঃসরণ কমাতে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির উদ্যোগ নেয়া হবে
  • দেশের দুই জেলায় ঝড়ের পূর্বাভাস
  • হবিগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে ৫ জন নিহত
  • দলীয় সিদ্ধান্তকে সম্মান জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করে নিলেন পাপ্পা গাজী
  • মে দিবস হচ্ছে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে শপথের দিন : জিএম কাদের
  • উত্তরায় ৮০ কোটি টাকা মূল্যের খাসজমি উদ্ধার
  • এমভি আবদুল্লাহ চট্টগ্রামের পথে 
  • প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরলেন 
  • কল-কারখানায় কোনো শিশুশ্রম নেই: প্রতিমন্ত্রী
  • ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনসহ সকল তেলের মূল্যবৃদ্ধি
  • মৌসুমের সব রেকর্ড ভেঙে তাপমাত্রার পারদ উঠল ৪৩ ডিগ্রিতে
  • রাত ৮টার পর শপিং মল বন্ধের নির্দেশনা