রবিবার, মে ১৯, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

গলি রাস্তায় গাড়ির গতি নিয়ন্ত্রণ চায় শিক্ষার্থীরা

হেঁটে যাতায়াতের গলি রাস্তায় গাড়ির গতি নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছে রায়েরবাজার এলাকার চারটি স্কুলের শিক্ষার্থীরা। বুধবার সম্মিলিত আয়োজনে এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের সহযোগিতায় এক ক্যাম্পেইনে শিক্ষার্থীরা এ আহ্বান জানান।

স্কুলগুলোর মধ্যে রয়েছে-আলী হোসেন বালিকা বিদ্যালয়, ধানমন্ডি কচিকণ্ঠ হাই স্কুল, ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুল এবং আলিফ আইডিয়াল পাবলিক স্কুল।

শিক্ষার্থীরা নিরাপদ ও স্বচ্ছন্দে হাঁটার উপযোগী পরিবেশ সৃষ্টির পাশাপাশি হেঁটে যাওয়ার সময় গাড়ির অতিরিক্ত গতি আতঙ্কের সৃষ্টি করে এবং গাড়ির হর্ন বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় বলে অভিমত ব্যক্ত করেন। ‘নিরাপদ ও স্বচ্ছন্দে স্কুলে হেঁটে যাতায়াতের সুবিধার্থে সকলের প্রতি আহ্বান’ স্লোগানে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

ক্যাম্পেইন পরবর্তী আলোচনা সভায় বক্তারা বলেন, রাজধানীতে যানজটের অন্যতম প্রধান কারণ প্রাইভেট গাড়ি।বিশেষত স্কুলে যাতায়াতের সময়ে একটি শিশুর জন্য একটি গাড়ির ব্যবহার সমস্যা আরও তীব্রতর করেছে। সন্তানকে অধিক দূরত্বে স্কুলে পাঠানো, নিরাপত্তা, সামাজিক অবস্থান নানা অজুহাতে স্কুলে যাতায়াতের জন্য ব্যক্তিগত গাড়ির উপর নির্ভরশীলতা বাড়ছে। অনেক সময় হাঁটার যথোপযুক্ত পরিবেশ না থাকার কারণেও অভিভাবকরা হেঁটে যাতায়াতে নিরুৎসাহিত হন।

বক্তারা আরও বলেন, প্রতিটি এলাকায় মানসম্পন্ন স্কুল প্রতিষ্ঠা করা প্রয়োজন, যাতে অভিভাবকরা বাসার কাছাকাছি স্কুলে সন্তানকে ভর্তি করাতে পারেন। এর ফলে যানবাহনের চাহিদা কমবে এবং হেঁটে যাতায়াত সহজ হবে।

ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের প্রোগ্রাম ম্যানেজার মারুফ হোসেনের সঞ্চালনায় এবং পরিচালক গাউস পিয়ারীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- ধানমন্ডি কচিকণ্ঠ হাই স্কুলের শিক্ষক নাসরিন আকতার, আলী হোসেন বালিকা বিদ্যালয়ের শিক্ষক জেরিন সুলতানা, ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক এম.এ মান্নান মনির এবং আলিফ আইডিয়াল পাবলিক স্কুলের প্রধান শিক্ষক জুয়েল হাসান।

সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করেন ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার নাজনীন কবির, সিনিয়র প্রকল্প কর্মকর্তা জিয়াউর রহমান, প্রকল্প কর্মকর্তা আতিকুর রহমান, সহকারি অ্যাডভোকোসি কর্মকর্তা নাঈমা আকতার, তানজিদা হক এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

এই সংক্রান্ত আরো সংবাদ

৫৭ বছর বয়সে এসএসসি পাস করলেন পুলিশ সদস্য

বগুড়ায় ৫৭ বছর বয়সে এসএসসি পাস করেছেন বগুড়া ট্রাফিক পুলিশেরবিস্তারিত পড়ুন

জাতির পিতার স্মৃতি বিজড়িত প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরবিস্তারিত পড়ুন

দিনাজপুর শিক্ষা বোর্ডে বেড়েছে পাসের হার ও জিপিএ-৫

দিনাজপুর শিক্ষা বোর্ডে গত বছরের তুলনায় এবার বেড়েছে পাসের হারবিস্তারিত পড়ুন

  • ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৮৫ শতাংশ, এগিয়ে মেয়েরা
  • গফরগাঁওয়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক শামছুন নাহার
  • ইবির শেখ রাসেল হলের নয়া প্রভোস্টের দায়িত্বগ্রহণ
  • কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ থামাতে পুলিশের অভিযান
  • ১১ মের মধ্যে এসএসসির ফলাফল প্রকাশ
  • ২৮ এপ্রিল খুলছে শিক্ষা প্রতিষ্ঠান
  • স্বাধীনতাবিরোধীরা বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধ চায় : নাছিম
  • ভর্তি পরীক্ষায় জালিয়াতি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আল্টিমেটাম
  • রমজানে বিদ্যালয় বন্ধ: হাইকোর্টের আদেশ নিয়ে শিক্ষা মন্ত্রণালয় যা বললো
  • চলছে এইচএসসি-সমমান পরীক্ষা
  • ৭ কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ
  • সাইনবোর্ডেই ঝুলছে ঢাকা-আরিচা মহাসড়কের নিরাপত্তা