সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

চট্টগ্রামে তল্লাশির নামে সাংবাদিককে হেনস্তা, দুই পুলিশ প্রত্যাহার

চট্টগ্রামে তল্লাশির নামে সাংবাদিককে ‘ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টার’ অভিযোগে দুই পুলিশ কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার সকালে চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় তল্লাশি চৌকিতে মোস্তফা ইউসুফকে হেনস্তা করার ঘটনা ঘটে।

সাংবাদিক মোস্তফা বিষয়টি নগর পুলিশের উত্তর জোনের উপ-কমিশনারকে লিখিতভাবে জানান। সহকারী কমিশনার (পাঁচলাইশ জোন) জাহাঙ্গীর আলম অভিযোগটি গ্রহণ করেন।

এরপরই চান্দগাঁও থানার মোহরা পুলিশ বক্সে দায়িত্বরত কনস্টেবল নাজমুল হাসান ও তন্ময়কে প্রত্যাহার করা হয়।

পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর বলেন, “অভিযোগ পাওয়ার পরপরই কনস্টেবল নাজমুল ও তন্ময়কে মোহরা পুলিশ বক্স থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।”

বিষয়টি খতিয়ে দেখে চেকপোস্টে দায়িত্বরত কর্মকর্তাসহ সবার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দিয়েছেন তিনি।

ঘটনার বর্ণনা দিয়ে সাংবাদিক মোস্তফা ইউসুফ জানান, সকাল ১১টার দিকে রাঙ্গুনিয়ার বাড়ি থেকে লোকাল বাসে করে কর্মস্থলে যাচ্ছিলেন তিনি। পথে মোহরা পুলিশ ফাঁড়ির একটি দল গাড়িতে তল্লাশি করতে উঠে।

“এসময় আমাকে ও আরও কয়েকজনকে তল্লাশি করার পর কিছু না পেয়ে দ্বিতীয়বার আমাকে তল্লাশি করেন কনস্টেবল নাজমুল।”

“পুলিশ সদস্যরা বাস থেকে নেমে যাওয়ার সময় আমার পেশা জানতে চান। নিজেকে চাকরিজীবী পরিচয় দেয়ার পর নাজমুল ও তন্ময় আমার শার্ট ধরে টেনে গাড়ি থেকে নামিয়ে পুলিশ বক্সে নিয়ে যান।”

সেখানে কনস্টেবল নাজমুল ও তন্ময় ইয়াবা উদ্ধারের জন্য তার এক্স-রে করানোর কথা বলেন বলে মোস্তফা জানান।

“পরে আমি সাংবাদিক পরিচয় দিলে তারা ‘ভুল বোঝাবুঝি’ হয়েছে বলে একটি অটোরিকশায় তুলে দিয়ে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেন।”

এরপর তিনি বিষয়টি জানিয়ে লিখিত অভিযোগ করেন বলে সাংবাদিক মোস্তফা জানান।

চট্টগ্রাম নগরীর প্রবেশদ্বার চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা, বাকলিয়া থানার শাহ আমানত সেতু, বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন মোড় ও আকবর শাহ থানার সিটি গেইট তল্লাশি চৌকিতে সাধারণ মানুষকে তল্লাশির নামে হয়রানির অভিযোগ দীর্ঘদিনের।

সোর্স দিয়ে হয়রানি, মাদক দিয়ে ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বিভিন্ন অভিযোগ আছে তল্লাশি চৌকিতে দায়িত্বরত পুলিশ সদস্যদের বিরুদ্ধে। বিদেশগামী ও বিদেশ থেকে আসা যাত্রীদেরও হয়রানি করার অভিযোগ আছে।

এদিকে মোস্তফা ইউসুফকে হয়রানির ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।

ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংগঠনের নেতারা।

এই সংক্রান্ত আরো সংবাদ

চট্টগ্রামে চিনির গুদামে আগুন- ১৭ ঘণ্টা পরও পুরোপুরি নেভেনি

গতকাল (৪ মার্চ) বিকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ঈসানগর এলাকায় অবস্থিতবিস্তারিত পড়ুন

পাল্টাপাল্টি অবস্থানে ছাত্রলীগ চবিতে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক আমীর উদ্দিনকে অপসারণ ও লাঞ্ছনার বিষয়েবিস্তারিত পড়ুন

ঋণের বোঝা নিয়ে দম্পতির ‘আত্মহত্যা’

মন্দিরের পাশেই কুঁড়েঘরে থাকতেন পুরোহিত স্বপন দে ও তাঁর স্ত্রীবিস্তারিত পড়ুন

  • আজ খুলে দেয়া হচ্ছে চট্রগ্রামের আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভার
  • চট্টগ্রামে মিনিবাস উল্টে নিহত ২
  • চট্টগ্রামে মন্দিরে হামলা-অগ্নিসংযোগ, সড়ক অবরোধ
  • ক্রিকেট নিয়ে মারামারি: আহত স্কুলছাত্রের মৃত্যু
  • নারী আইনজীবীর নাক ফাটিয়ে দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা
  • চট্টগ্রামে ৬ ঘন্টার বৃষ্টিতে লাখো মানুষ পানিবন্দি
  • চট্টগ্রামে ইয়াবাসহ ২ পুলিশ কনস্টেবল গ্রেপ্তার
  • অ্যাম্বুলেন্সে থাকা পাকিস্তানের পতাকা ছিঁড়ে ফেললো চবি ছাত্রলীগ
  • সন্দ্বীপে নৌকাডুবি, ৪ লাশ উদ্ধার
  • ‘পুলিশ মেরে বেহেশতে যেতে চায় জঙ্গিরা’
  • ট্রেনে কাটা পড়ে দুইজনের মর্মান্তিক মৃত্যু
  • সীতাকুণ্ডে জঙ্গি আস্তানা : চার মামলা পুলিশের