সোমবার, মে ২০, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

চীনা প্রেমিকার জন্য ১০ দিন অপেক্ষা ওলন্দাজ প্রেমিকের

ওলন্দাজ এক নাগরিক সঙ্গে মাস দুয়েক আগে অনলাইনে পরিচয় ঘটে চীনা এক তরুণীর। তারপর একে অপরকে জানার চেষ্টা করতে থাকেন দুজন। ধীরে ধীরে প্রেমে সম্পর্ক গড়ে ওঠে তাদের মধ্যে।

ভালোবাসার সম্পর্কে কোনো বাধাই নাকি বাধা নয়। অতঃপর, প্রেমিকার সঙ্গে দেখা করতে সুদূর নেদারল্যান্ড থেকে চীনে পাড়ি জমান আলেকজান্ডার পিটার সার্ক। সম্প্রতি চীনের চাংসা হোয়াংওয়া আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন সার্ক। ভেবেছিলেন চীনা প্রেমিকা নিশ্চয়ই লাল গোলাপের ফুলের তোড়া নিয়ে বিমানবন্দরে অপেক্ষা করছেন।

কিন্তু বিধিবাম! বিমানবন্দরে এসে চীনে প্রেমিককে দেখতে পেলেন না সার্ক। অপেক্ষা করতে থাকলেন প্রেমিকার জন্য। আশা ছিল, কিছুক্ষণ পরেই হয়তো চীনা প্রেমিকা এসে তাকে জাপটে ধরবেন। টানা দশ দিন অপেক্ষার পরও সার্কে তার চীনা প্রেমিকার দেখা পেলেন না। মারাত্মকভাবে ভেঙে পড়লেন পিটার। অসুস্থ হয়ে ভর্তি হলেন হাসপাতালে। ইতিমধ্যে চীনের এক গণমাধ্যম জানতে পেরে যায় সার্কের ঘটনা।

চীনা গণমাধ্যম সিসিটিভি নিউজে বলা হয়, চীনা ওই তরুণীর ডাক নাম জাং। তাছাড়া, আর কিছুই জানেন না তার সম্পর্কে সার্ক। আর এই তরুণীর জন্য সাড়ে চার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে চলে এসেছেন সার্ক।

স্থানীয় গণমাধ্যম চীনা ওই তরুণীর সঙ্গে যোগোযোগ করেন। গণমাধ্যমের কাছে জাং দাবি করেন, তিনি মনে করেছিলেন সার্ক তার সঙ্গে মজা করেছে। এমনকী যখন সার্ক বিমানের টিকিটের ছবি তার কাছে পাঠায়; তখনও ব্যাপারটি গুরুত্বের সঙ্গে নেননি তিনি।

জাং বলেন, ‘আমরা আমাদের রোমান্টিক সম্পর্কটিকে সামনের দিকে এগিয়ে নিচ্ছিলাম। কিন্তু পরে মনে হলো আমার প্রতি সার্কের অনুভূতি খুব কম। আচমকা একদিন সে আমাকে বিমান টিকিটের ছবি পাঠায়। আমি ভেবেছিলাম, আমার সঙ্গে মজা করছে। পরে সে আমার সঙ্গে যোগাযোগ করেনি।’

সার্ক চীনে পৌঁছানোর পর জাং-এর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। কিন্তু তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

জাং জানায়, কসমেটিক সার্জারির জন্য তিনি চীনের অন্য একটি শহরে গিয়েছিলেন। যার জন্য তার মোবাইল ফোন বন্ধ ছিল।

পুরো ঘটনাটি সার্ককে মানসিকভাবে বিপর্যস্ত করে ফেলে। হতাশা থেকে অসুস্থ হয়ে পড়েন সার্ক। পরে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। গতকাল সোমবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে নিজের দেশ নেদারল্যান্ডে ফিরে যান সার্ক।

অবশ্য জাং জোর দিয়ে বলছেন, তাদের সম্পর্ক শেষ হয়ে যায়নি। সুস্থ হবার পর সার্কের সঙ্গে দেখা করার পরিকল্পনা রয়েছে তার।

আপাতত আমাদের অপেক্ষা করতে হবে সার্ক-জাং প্রেমকাহিনির দ্বিতীয় পর্ব দেখার জন্য। সূত্র: ম্যাশেবল।

 

1

3

এই সংক্রান্ত আরো সংবাদ

পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা

পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন

এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?

এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন

৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন

১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • লজ্জায় লাল হয়ে যায় পাখিও
  • দুই হাতের হৃদয়রেখা মিলে গেলে কি হয় জানেন?
  • ৩২১ থেকে ওজন কমিয়ে ৮৫!
  • রং নম্বরে প্রেম, বাধা হয়ে দাঁড়ায়নি ঝলসে যাওয়া মুখ
  • পানিতে ভেসে উঠলো অলৌকিক হাত!
  • ১৫ বছরে একবার ফোটে ‘মৃত্যুর ফুল’
  • চা বিক্রেতা এখন ৩৯৯ কোটি টাকার মালিক
  • একটি মাছের বিষে মারা যেতে পারে ৩০ জন
  • মোবাইল কিনতে ছয় সপ্তাহের শিশুকে বিক্রি
  • পরকীয়ায় জড়াচ্ছে নারীরা প্রধান যে তিনটি কারণ নেপথ্যে
  • ২৪০০ কেজি খিচুড়ি রান্না হয় যেখানে দৈনিক !
  • পরীক্ষায় ফেল করলেই বিবাহ বিচ্ছেদ