শুক্রবার, মে ৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

জসিমকে হত্যার সময় মীর কাসেম উপস্থিত ছিল না

ফাঁসির আদেশ বহাল থাকা একটি মাত্র চার্জের বিরুদ্ধে আমরা রিভিউ পিটিশন দাখিল করেছিলাম। এ চার্জে ট্রাইব্যুনাল মীর কাসেমকে অ্যাবেটর (সহযোগী) হিসেবে সাজা দিয়েছিল। আপিল বিভাগ সেটা পরিবর্তন করে প্রিন্সিপাল অফেন্ডার হিসেবে মৃত্যুদণ্ড বহাল রেখেছে। আমরা বলেছি, এই মামলায় যে সাক্ষ্যপ্রমাণ আছে, সেই সাক্ষ্যপ্রমাণে কোনো সাক্ষী বলেনি যে, জসিমকে হত্যার সময় মীর কাসেম আলী সরাসরি হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন।

রোববার মীর কাসেমের রিভিউ আবেদনের শুনানি শেষে সুপ্রিম কোর্টে আইনজীবী সমিতির সভাপতির কক্ষের সামনে দাঁড়িয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মীর কাসেম আলীর আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

একাত্তরে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মীর কাসেম আলীর রিভিউ শুনানি শেষ হয়েছে। আগামী মঙ্গলবার এ বিষয়ে আদেশ দিবেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হয়।

মীর কাসেম আলীর পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

আপিল বিভাগ বলেছে, যদি ডাইরেক্ট অ্যাভিডেন্স না পাওয়া যায়, তাহলে ওই সময় প্রকাশিত যে বইপত্র আছে তা পর্যালোচনা করে আসামিকে দোষী সাব্যস্ত করা যায়।

সাক্ষী প্রমাণের বিষয়ে মাহবুব হোসেন বলেন, আমরা বলেছি, পিডাব্লিউ ১৭, তিনি জসিমের মামাতো বোন বলে দাবি করেছেন, তিনি নাকি একটি পত্রিকার সম্পাদক ছিলেন, লিবারেশনের পরে, কিন্তু দুঃখজনকভাবে উনি ওই বইতে, পত্রিকায় জসিমের কথা বলেন নাই।

আমাকে আরো একটা বই প্রসিকিউশন থেকে দেয়া হয়েছে, অ্যাডভোকেট শফিউল আলম, তিনিও একটি দীর্ঘ বই লেখেছেন, সেখানেও জসিমের হত্যাকাণ্ডের বিষয়ে কিছু বলা হয়নি। তারপর আর একটি রিসার্স পেপার চিটেগাং থেকে দেয়া হয়েছে, সেখানে জসিম কোথায়, কিভাবে মারা গেছে তার হদিস দেয়া হয়নি, মীর কাসেম আলী কোনোভাবে সম্পৃক্ত ছিল বলে বলা হয়নি।

যে সাক্ষ্যপ্রমাণ আছে, সেই সাক্ষ্যপ্রমাণে অন্তত এই অভিযোগের কারণে অপরাধ প্রমাণিত হয় নাই উল্লেখ করে তিনি বলেন, তারপরও যদি আপনারা মনে করেন, অপরাধ প্রমাণ হয়েছে, সেক্ষেত্রেও আমাদের নিবেদন থাকবে যে, যেহেতু মীর কাসেম আলী সরাসরি এই হত্যাকাণ্ডের সাথে প্রিন্সিপাল অফেন্ডার হিসেবে জড়িত এটা প্রমাণ হয় নাই। সেই ক্ষেত্রে তাকে ৩০২ ধারায় মৃত্যুদণ্ড দেয়া আইনগতভাবে উচিত হবে না।

আমরা আরো বলেছি, আমাদের দেশে প্রচলিত আইন অনুযায়ী, মৃত্যুদণ্ড কখন দেয়া হয়, মৃত্যুদণ্ড দেয়া হয় যদি দেখা যায় আসামি অত্যন্ত দুর্ধুর্ষ, তাকে ছেড়ে দিলে আবারো সে একই ধরনের অপরাধ করবে সেই ক্ষেত্রে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। কিন্তু মীর কাসেম আলীকে যদি মৃত্যুদণ্ড নাও দেয়া হয়, তাহলে উনি এই ধরনের অপরাধ বাংলার মাটিতে করবেন এরকম কোনো সম্ভাবনা নাই। তাই মীর কাসেম আলীর চরম দণ্ড দেয়ার বিষয়টি মীর কাসেম আলীর ক্ষেত্রে নাই।

মৃত্যুদণ্ড দেয়ার ক্ষেত্রে আসামির ট্রুথও দেখা হয় উল্লেখ করে তিনি বলেন, মীর কাসেম আলী সাহেব বাংলাদেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, সেবার ক্ষেত্রে বিভিন্ন হাসপাতাল করে উনি মানুষের সেবা করেছেন। এইভাবে উনি বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে জড়িত ছিলেন। তিনি টিভিতে কর্মকর্তা ছিলেন। তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

তিনি জানান, এই মামলা যখন ইনভেস্টিগেশন হচ্ছিল তখন তিনি বিদেশে গিয়েছিলেন, আবার বিদেশ থেকে এসে উনি আবার বিচারের মুখোমুখি হন। এই সব কিছু বিবেচনা করে, মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এবং তার ডাইরেক পার্টিসেপেশন নাই এই কারণে কোনো অবস্থায় তাকে মৃত্যুদণ্ড দেয়া উচিত হবে না।

এই সংক্রান্ত আরো সংবাদ

বাংলাদেশ ব্যাংক ও দুদকের ৭২ কর্মকর্তার চাকরি ছাড়ায় নানা আলোচনা

বাংলাদেশ ব্যাংক ও দুর্নীতি দমন কমিশনের ৭২ কর্মকর্তা চাকরি ছেড়েছেন।বিস্তারিত পড়ুন

মূল্য ৭ কোটি: পঞ্চগড়ে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

বৃহস্পতিবার (৭ মার্চ) বিকাল পৌনে ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জবিস্তারিত পড়ুন

বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট নিয়ে আদেশ

নিম্ন আদালতের বিচারকদের চাকরি ও শৃঙ্খলা বিধিমালার প্রকাশিত গেজেট বিষয়েবিস্তারিত পড়ুন

  • জাতীয় শোক দিবসে রাজধানীতে বাড়তি নিরাপত্তা
  • মানবতাবিরোধী অপরাধ: আজহার-কায়সারের আপিল শুনানি ১০ অক্টোবর
  • নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলা: হাইকোর্টের রায় ২২ আগস্ট
  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড পাওয়া রাজাকার হাফিজ গ্রেপ্তার
  • সেলিম ওসমান অসুস্থ, চার্জ শুনানি হল না
  • স্ত্রী-শাশুড়িসহ তুফান ফের রিমান্ডে
  • এই রায়ে আমি ব্যথিত: অ্যাটর্নি জেনারেল
  • রিমান্ডে ধর্ষণের কথা ‘স্বীকার’ করলেন তুফান সরকার
  • আইনমন্ত্রীর খসড়া গ্রহণ করেনি আপিল বিভাগ
  • হলি আর্টিজানে হামলার ‘অন্যতম পরিকল্পনাকারী’ রাশেদ গ্রেপ্তার
  • হবিগঞ্জে চার শিশু হত্যা : তিনজনের ফাঁসির রায়
  • খালেদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন