শুক্রবার, মে ৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

জেএসএস’র হামলা সেনাবাহিন উপর

পার্বত্য জেলা বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় এক সন্ত্রাসীকে আটক করার সময়ে সেনাবাহিনীর সদস্যদের ওপর হামলা চালিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির(জেএসএস) নেতাকর্মীরা। এসময় ৩ সেনা সদস্যসহ ৫ জন আহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছে আটক সন্ত্রাসী প্রীতি ভূষন তংচঙ্গ্যা।

মঙ্গলবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। আহতরা হলেন সেনা সদস্য মো. মাহাবুব, আব্দুল বাসেত, শাহ আলম ও শ্রমিক মিলন মিয়া।

পুলিশ ও প্রত্যক্ষর্দশীরা জানায়, চাঁদাবাজি ও এলাকায় সন্ত্রাসী কাজের জন্য একাধিক মামলার এজাহারভুক্ত আসামি পাহাড়ী ছাত্র পরিষদের জেলা শাখার সহ-সভাপতি প্রীতি ভূষন তংচঙ্গ্যাকে আটক করে সেনাবাহিনীর একটি দল। তাকে রোয়াংছড়ি সদর বাস ষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়। এসময় প্রীতি ভুষন তংচঙ্গ্যা এক সেনা সদস্যের এসএমজি ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। সেনাবাহিনীর সদস্যরা তার পা লক্ষ্য করে গুলি ছুড়লে ডান পায়ে গুলিবিদ্ধ হয় প্রীতি ভূষন। এসময় মাটিতে সে লুটিয় পড়ে।

সেনা সদস্যরা গুলিবিদ্ধ অবস্থায় তাকে আটক করে প্রথমে রোয়াংছড়ি হাসপাতালে ও পরে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনার কথা এলাকায় ছড়িয়ে পড়লে প্রায় দুই-শতাধিক জেএসএস নেতাকর্মীরা সেনাবাহিনীর সদস্যদের ওপর হামলা চালায়।

এসময় তারা বান্দরবান-রোয়াংছড়ি প্রধান সড়কে গাছের গুড়ি ফেলে রস্তা বন্ধ করে দেয়। জেএসএস কর্মীরা ইউএনও অফিস এবং বাঙ্গালীদের দোকানসহ শতাধিক বসত ঘর ভাঙচুর করে। পরে অতিরিক্ত সেনাবাহিনী ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এঘটনার পরে আতঙ্কে ব্যবসায়ীরা দোকান পাট বন্ধ করে দিয়েছে।

এ বিষয়ে সেনাবাহিনীর বান্দরবান সদর জোনের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হক জানান, প্রীতি ভূষনের বিরুদ্ধে এলাকায় ব্যাপক চাঁদাবাজির অভিযোগ রয়েছে। তাকে আটক করতে গেলে সে প্রথমে সেনাবাহিনীর অস্ত্র কেড়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় সেনা সদস্যরা তার পায়ে দুটি গুলি করে তাকে আটক করে।

এ ব্যাপারে পুলিশের রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছাত্তার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পিসিপি নেতা প্রীতি ভূষন তংচঙ্গ্যাকে সেনাবাহিনী গুলিবিদ্ধ অবস্থায় আটক করার পর পুলিশের কাছে সোপর্দ করেছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও ইউপিডিএফ নেতা বিক্রম তংচঙ্গ্যা হত্যার চেষ্টা মামলাসহ কয়েকটি অভিযোগ রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে তিনি জানান। উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির(জেএসএস) এর অঙ্গ সংগঠন হল পাহাড়ী ছাত্র পরিষদ(পিসিপি)।

এই সংক্রান্ত আরো সংবাদ

অবশেষে রাতে ঢাকায় ঝরছে কাঙ্ক্ষিত বৃষ্টি

 টানা একমাস তীব্র তাবপ্রবাহের পর অবশেষে ঢাকার বিভিন্ন জায়গায় ঝরছেবিস্তারিত পড়ুন

থাইল্যান্ড সফরে দ্বিপাক্ষিক সম্পর্কে মাইলফলক হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

থাইল্যান্ডে সরকারি সফর দুই দেশে ফলপ্রসূ অংশীদারিত্বের নতুন যুগ সূচনাবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন সাড়ে ১১টায় 

থাইল্যান্ড সফরের ফলাফল সম্পর্কে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীরবিস্তারিত পড়ুন

  • গ্যাস নিঃসরণ কমাতে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির উদ্যোগ নেয়া হবে
  • দেশের দুই জেলায় ঝড়ের পূর্বাভাস
  • হবিগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে ৫ জন নিহত
  • দলীয় সিদ্ধান্তকে সম্মান জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করে নিলেন পাপ্পা গাজী
  • মে দিবস হচ্ছে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে শপথের দিন : জিএম কাদের
  • উত্তরায় ৮০ কোটি টাকা মূল্যের খাসজমি উদ্ধার
  • এমভি আবদুল্লাহ চট্টগ্রামের পথে 
  • প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরলেন 
  • কল-কারখানায় কোনো শিশুশ্রম নেই: প্রতিমন্ত্রী
  • ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনসহ সকল তেলের মূল্যবৃদ্ধি
  • মৌসুমের সব রেকর্ড ভেঙে তাপমাত্রার পারদ উঠল ৪৩ ডিগ্রিতে
  • রাত ৮টার পর শপিং মল বন্ধের নির্দেশনা
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *