সোমবার, মে ২০, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

দুইটি সন্তানের বেশি থাকলে সরকারি চাকরি পাবেন না!

দু’টির বেশি সন্তান থাকলে আর সরকারি চাকরি মিলবে না ভারতের অাসামে। শীঘ্রই এই নিয়ম চালু হতে চলেছে রাজ্যটিতে।

আজ রোববারই রাজ্য সরকারের তরফে জনসংখ্যা নীতির একটি খসড়া ঘোষণা দেওয়া হয়। সেই খসড়া অনুযায়ী দু’টির বেশি সন্তান থাকা বামা-মায়েরা সরকারি চাকরি থেকে বঞ্চিত হবেন।

এদিন গুয়াহাটিতে সংবাদ সম্মেলন করে রাজ্যটির স্বাস্থ্য মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ‘‘এটা একটা জনসংখ্যা নীতির খসড়া। আমরা পরামর্শ দিয়েছি যে, কোন ব্যক্তির দু’টির বেশি সন্তান থাকলে তারা কোন সরকারি চাকরি পাবেন না। এমনকি কোন ব্যক্তি যদি সরকারি চাকরি পান তবে চাকরির শেষ দিন পর্যন্ত তার ক্ষেত্রে এই নিয়ম বলবৎ থাকবে। অর্থাৎ, চাকরিরত অবস্থায় তৃতীয় সন্তানের জন্ম হলে চাকরি যেতে পারে বা অন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।”

মন্ত্রী আরও জানান ‘দুইটির বেশি সন্তান থাকলে চাষের জন্য ট্রাক্টর দেওয়া, বাড়ি তৈরি করে দেওয়াসহ অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধা থেকেও বঞ্চিত হবে ওই পরিবার। এছাড়াও পঞ্চায়েত, পুরসভা, এবং রাজ্যের নির্বাচন কমিশনের অধীন যেকোন স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানের নির্বাচনেও তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। একইসঙ্গে রাজ্যের সরকারি চাকরিতে নারীদের ৫০ শতাংশ সংরক্ষণের কথাও ভাবা হচ্ছে। পাশাপাশি নির্বাচনে লড়াইয়ের ক্ষেত্রেও নারীদের ৫০ শতাংশ সংরক্ষণ দেওয়া হবে।’

স্কুল পর্যায় থেকে একেবারে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত নারী শিক্ষার্থীদের বিনামূলে শিক্ষা প্রদানের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে বলে জানান রাজ্যটির শিক্ষামন্ত্রণালয়েরও দায়িত্বে থাকা হিমন্তা বিশ্বশর্মা। তিনি বলেন, ‘স্কুলের বই, ফি, পরিবহন, হোস্টেল খরচসহ সমস্ত কিছু সুবিধাই বিনামূল্যে দিতে চাই। স্কুলের ড্রপ আউট যাতে ঠেকানো যায় সেটা দেখাটাও আমাদের প্রধান লক্ষ্য।’

শর্মা আরও জানান, প্রস্তাবিত জনসংখ্যা নীতি অনুযায়ী ছেলেদের ২১ ও মেয়েদের ১৮ বছরের নীচে বিয়ে হওয়া আইনত দন্ডনীয়। সেক্ষেত্রে তারা সরকারি চাকরির জন্য আবেদন করতে পারবেন না।

তিনি জানান, ‘আগামী জুলাই পর্যন্ত এই ব্যাপারে রাজ্যের মানুষের কাছ থেকে মতামত নেওয়া হবে। তারপর প্রস্তাবটি বিধানসভার অধিবেশনে পেশ করা হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা

পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন

এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?

এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন

৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন

১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • লজ্জায় লাল হয়ে যায় পাখিও
  • দুই হাতের হৃদয়রেখা মিলে গেলে কি হয় জানেন?
  • ৩২১ থেকে ওজন কমিয়ে ৮৫!
  • রং নম্বরে প্রেম, বাধা হয়ে দাঁড়ায়নি ঝলসে যাওয়া মুখ
  • পানিতে ভেসে উঠলো অলৌকিক হাত!
  • ১৫ বছরে একবার ফোটে ‘মৃত্যুর ফুল’
  • চা বিক্রেতা এখন ৩৯৯ কোটি টাকার মালিক
  • একটি মাছের বিষে মারা যেতে পারে ৩০ জন
  • মোবাইল কিনতে ছয় সপ্তাহের শিশুকে বিক্রি
  • পরকীয়ায় জড়াচ্ছে নারীরা প্রধান যে তিনটি কারণ নেপথ্যে
  • ২৪০০ কেজি খিচুড়ি রান্না হয় যেখানে দৈনিক !
  • পরীক্ষায় ফেল করলেই বিবাহ বিচ্ছেদ