সোমবার, মে ২০, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

দুই কেন্টিন বয়কে পেটালেন ছাত্রলীগ নেতা

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই কেন্টিন বয়কে পিটিয়েছেন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল শাখার সাংগঠনিক সম্পাদক সঞ্জিত দাস। হল সূত্র জানায়, শুক্রবার দুপুরের দিকে রুমে খাবার দিতে দেরি হওয়ায় জগন্নাথ হলের সন্তোষচন্দ্র ভট্টাচার্য ভবন ক্যান্টিনের ওই দুই কেন্টিন বয়কে বেধড়ক পেটান সঞ্জিত। এতে গুরুতর আহত হন তারা। আহতরা হলেন- ইমাম ও আলমগীর।

কেন্টিনের মালিক শংকর মন্ডল জানান, শুক্রবার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। একারণে বিশ্ববিদ্যালয়ের সবকয়টি হলের ক্যান্টিনেই ছিল উপচেপড়া ভিড়। দুপুরে হলের সাংগঠনিক সম্পাদকের কক্ষে (কক্ষ নং-৩০২১) খাবার পাঠাতে বলা হয়। খাবার পাঠানোও হয়েছে। কিন্তু খাবার পাঠাতে দেরি হওয়ায় তার অনুসারী নেতাকর্মীরা ক্যান্টিন বন্ধ করে দেন। পরবর্তী সময়ে দুই ক্যান্টিন বয়কে সঞ্জিত দাসের কক্ষে নিয়ে মারধর করেন ওই সাংগঠনিক সম্পাদক।’

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবিদ আল হাসান ঢাকাটাইমসকে বলেন, ‘এ অভিযোগ আমি পাইনি। তবে ঘটনা সত্য প্রমাণিত হলে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।’

জানতে চাইলে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ ড. অসীম কুমার সরকার বলেন, ‘বিষয়টি আমি জানি না। তবে খোঁজ নিয়ে অভিযোগ সত্য হলে ব্যবস্থা নেয়া হবে।’

তবে এ বিষয়ে সঞ্জিব দাসের বক্তব্য পাওয়া যায়নি। তার ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার ফোন করেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সঞ্জিব দাস বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০০৯-২০১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার ছাত্রত্ব শেষ হয়েছে ২০১৪ সালে। তিনি বর্তমানে হল ছাত্রলীগের সভাপতি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলায়।

এই সংক্রান্ত আরো সংবাদ

৫৭ বছর বয়সে এসএসসি পাস করলেন পুলিশ সদস্য

বগুড়ায় ৫৭ বছর বয়সে এসএসসি পাস করেছেন বগুড়া ট্রাফিক পুলিশেরবিস্তারিত পড়ুন

জাতির পিতার স্মৃতি বিজড়িত প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরবিস্তারিত পড়ুন

দিনাজপুর শিক্ষা বোর্ডে বেড়েছে পাসের হার ও জিপিএ-৫

দিনাজপুর শিক্ষা বোর্ডে গত বছরের তুলনায় এবার বেড়েছে পাসের হারবিস্তারিত পড়ুন

  • ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৮৫ শতাংশ, এগিয়ে মেয়েরা
  • গফরগাঁওয়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক শামছুন নাহার
  • ইবির শেখ রাসেল হলের নয়া প্রভোস্টের দায়িত্বগ্রহণ
  • কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ থামাতে পুলিশের অভিযান
  • ১১ মের মধ্যে এসএসসির ফলাফল প্রকাশ
  • ২৮ এপ্রিল খুলছে শিক্ষা প্রতিষ্ঠান
  • স্বাধীনতাবিরোধীরা বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধ চায় : নাছিম
  • ভর্তি পরীক্ষায় জালিয়াতি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আল্টিমেটাম
  • রমজানে বিদ্যালয় বন্ধ: হাইকোর্টের আদেশ নিয়ে শিক্ষা মন্ত্রণালয় যা বললো
  • চলছে এইচএসসি-সমমান পরীক্ষা
  • ৭ কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ
  • সাইনবোর্ডেই ঝুলছে ঢাকা-আরিচা মহাসড়কের নিরাপত্তা